পাতা:শিখ-ইতিহাস.djvu/২৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহের প্রাধান্ত প্রতিষ্ঠা 3切-> তাহাতেই সন্তুষ্ট হইলেন। তিনি বুঝিলেন,—দক্ষিণে কিংবা পশ্চিমে তিনি যেখানেই থাকুন না কেন, তাহার রাজধানী লাহোর সর্বসময়েই নিরাপদ ; সুতরাং বিপৎপাতের কোন সম্ভাবনা নাই জানিয়া, মহারাজ আর কোনই প্রতিবাদ করিলেন না।৪৩ ১৮১৯ খৃষ্টাবে বিচক্ষণ পরিব্রাজক মূরক্রফট, ইয়ারখন্দ ও বোখার পরিদর্শন মানসে, ভারত-প্রান্তর পরিত্যাগ করেন । পঞ্জাবের পার্বত্যপ্রদেশে বিশেষ বিপদগ্রস্তু হইয়া, তিনি রণজিৎ সিংহের সহিত সাক্ষাৎ করিতে লাহোরে প্রত্যাকুত্ত হন। রণজিৎ সিং মহাসমাদরে তাহাকে অভ্যর্থনা করেন। র্তাহার ব্যবহারে মহারাজের এবং বৃটিশ গবর্ণমেণ্টের সকল সন্দেহ দূরীভূত হইয়াছিল। মহারাজ অকপটচিত্তে র্তাহার জীবনের সমুদায় বৃত্তান্ত মুরক্রফটের নিকট একে একে বর্ণনা করিয়াছিলেন ; তিনি পরিব্রাজক মুরক্রফটকে আপন অশ্বারোহী ও পদাতিক সৈন্যদল দেখাইয়াছিলেন ; এবং অবসরক্রমে নিঃসন্দেহে তাহার রাজধানীর যেকোন অংশ পরিদর্শন করিতে, তাহাকে উৎসাহ, প্রদান করিয়াছিলেন। চিকিৎসাদি বিষয়ে নৈপুণ্যে, সব বিষয়ে বহুদৰ্শিতায়, আপন সরল অকপট ব্যবহারে এবং কার্যদক্ষতা ও উৎসাহে মিঃ মুক্তফট সব জনপ্রিয় হইয়াছিলেন ; এবং তাহাতে র্তাহার স্বদেশবাদীদিগের অনেক সুবিধা হইয়াছিল। নির্দিষ্ট হারে রাজস্ব প্রদানের অঙ্গীকারে তিনি পঞ্জাবে ইংলণ্ডজাত পণ্যদ্রব্য প্রবর্তন করিবার অনুমতি প্রার্থনা করেন। মহারাজ সেই প্রস্তাব কৌশলে প্রত্যাখান করিয়াছিলেন। কথিত হয়, মহারাজের বিশ্বাস, তাহাতে রাজস্ব হ্রাস হইতে পারে। বিশেষতঃ, এরূপ ক্ষেত্রে যাহাঁদের পরামর্শ আবগুক, সেই সকল প্রধান কর্মচারী বহুদূরদেশ আক্রমণে গমন করিয়াছিলেন। মুরক্রফটের ভ্রমণের জন্য সকল প্রকার স্বযোগ প্রদত্ত হইয়াছিল ; পরিশেষে এইরূপ বন্দোবস্ত হয় যে, যদি তিনি তিব্বতদেশ হইত্তে ইয়ারথন্দে না পৌঁছিতে পারেন, তাহা হইলে, তিনি কাশ্মীরের মধ্য দিয়া কাবুল ও বোখার পর্যন্ত গমন করিবেন। সবশেবে সেই পথ অবলম্বন করাই, তিনি শ্ৰেয়ঃ বলিয়া মনে করিয়াছিলেন। মিঃ মুরক্রফট নিরাপদে লুদাকে পৌঁছিলেন। ১৮২১ খ্ৰীষ্টাব্দে, রুবিয়ার মন্ত্রী যুবরাজ নেসেলরোডের নিকট হইতে মহারাজ এক পত্র প্রাপ্ত হন; তাহাতে মন্ত্রীবর একজন সওদাগরকে রণজিৎ সিংহের কার্যে নিযুক্ত করিতে অনুরোধ করিয়াছিলেন । তিনি আরও নিশ্চিত জানাইয়াছিলেন যে, পঞ্জাবের ব্যবসায়িগণ রুষ রাজ্যে মহাসম্মানের সহিত অভ্যধিত হইবে—রুষিয়ার বাদসহি একজন ৪৩। ১৮১৬-১৭ খৃষ্টাব্দের সরকারী কাগজ পত্রের, বিশেষতঃ ১৮১৭ খৃষ্টাব্দের ১১ই এপ্রিল তারিখের BBBBB BBD D BBB BDS BB BD DD DDDS D DDD DD DDD নিজ রাজ্যের পুনরুদ্ধারকল্পে আর একবার চেষ্টা করেন ; কিন্তু স্থত হইয়া কারারুদ্ধ হন। ( Murray's "Runjeet Singh," p. 145, and Captain Murray to Resident at Delhi, 25th. February, 1827) गब्रिवrष ॐांशरक रूॉब्रांमूङ कब्र इग्न ! •vs* १डेॉप्क डिनि बौविठ sिtनन 1 किड़ ठश्वन ८कश्रै अॉब्र ॐiशङ्ग नांम गर्दछ कब्रिउ नां । -