পাতা:শিখ-ইতিহাস.djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ ૭ 8 শিখ-ইতিহাস ১৮২৪ খ্ৰীষ্টাবে আটকের উত্তর সিন্ধুনদের উভয় পার্শ্বস্ব কলহপ্রিয় মুসলমান জাতি বিদ্রোহী হইয়া উঠিল । তাহাতে শিখ-সেনাপতি হরি সিং গুরুতর বাধা প্রাপ্ত হইলেন । মহারাজ সৈন্য সংগ্ৰহ করিয়া তথায় আগমন করিলেন এবং পুনরায় প্রস্তর-গর্ত প্রবল সিন্ধুনদ হাটিয়া পার হইলেন। কিন্তু অসভ্য পার্বতীয়গণ র্তাহার আগমনেই পলায়ন করিল। ইয়ার মামুদ খা শিখদিগের অধীনতা স্বীকার করিতেন না ; তাহার পুনঃপুনঃ বাদ-প্রতিবাদে রণজিৎ সিংহের সকল চেষ্টা ব্যর্থ হইল ॥১ ১৮২৫ খ্ৰীষ্টাব্দে গুখ দিগের সন্ধি প্রস্তাবে রণজিৎ সিং বিশেষ আনন্দিত হইলেন। ইংরাজদিগের প্রভূত্ব তাহাদিগের পক্ষে অসহনীয় হইয়া উঠিয়াছিল ; স্বতরাং গুখীগণ, রণজিৎ সিংহের সহিত পূর্ব শত্রুত ভুলিয়া গিয়াছিল। কিন্তু নেপালীদিগের প্রকৃত উদ্দেশু তখনও জানিতে না পারিয়া চঞ্চলমতি শিখরাজ শিকারপুর আক্রমণ-কল্পে চন্দ্রভাগ অভিমুখে গমন করিলেন । এই সময়ে সিন্ধু দেশে ঘোর দুভিক্ষ উপস্থিত হয় । ইংরাজগণ ভরতপুর আক্রমণ উদ্দেষ্ঠে প্রস্তুত হইতেছেন, লোকমুখে তাহাও শুনা যায়। স্বতরাং সেই বৎসরের শেষ ভাগে মহারাজ রাজধানীতে প্রত্যাবর্তন করিলেন। তৎকালে জাঠ’ জাতীয় এক ব্যক্তি যমুনা-তীরবর্তী সমূদ্রায় রাজ্য অন্যায়পূর্বক অধিকার করিয়াছিল ; এক্ষণে সেই ব্যক্তি ইরাবতী-তীরবর্তী 'জাঠ’ আধিপতির সাহাষ্য প্রার্থনা করিলেন । কিন্তু মহারাজ এই দৌত্য বিষয়ে অবিশ্বাসের ভাণ করায় ইংরাজগণ তাঁহাতেই সন্তুষ্ট হইলেন। যে দুর্গাধিপতি ইংরাজদিগের শিক্ষিত সৈন্যদলকে বাধা প্রদান করিয়া, তাহাদের ভীতিব্যঞ্জক অস্ত্ৰ শস্ত্রাদির প্রতি উপেক্ষা প্রদর্শন করিয়াছিলেন, রণজিৎ সিং সেই দুর্গাধিপতির সহিত শক্ৰতাচরণ করিলেন না ৩ তবে ঠিক সেই সময়েই দুর্গাধিপতিগণের প্রতি র্তাহার অবিশ্বাসের নানা কারণ উপস্থিত হইল। ফতে সিং আলহুওয়ালিয়ার জ্যেষ্ঠ ভ্রাতা যুদ্ধার্থ প্রস্তুত হইলেন। স্বতরাং বাধ্য হইয় ফতে সিং দুর্গটি অসম্পূর্ণ অবস্থায় রাখিলেন ; অধিকন্তু তিনি ভয়ে ভীত হইয়া, শতদ্রুর দক্ষিণে পলায়ন করিলেন । ইংরাজদিগের সাহায্য সম্ভাবনায় পৈতৃক রাজ্য সারছিন্দ প্রদেশে নিশ্চিন্তু অবস্থায় রহিলেন বটে, কিন্তু লড" লেকের সহিত সন্ধির কথা স্মরণ করিয়া রণজিৎ সিং আশ্রয়হীন ব্যক্তির ভয় অপনোদন করিতে যত্বপর হইলেন । ইংরাজদিগের আশ্রয়ে সেই সামস্তকে দুর্দমনীয় জানিয়া রণজিৎ সিং তাহাকে হস্তগত করিতে চেষ্টা করিলেন । ১৮২৭ খ্ৰীষ্টাব্দে ফতে সিং লাহোরে প্রত্যাগমন করিলে, » i Ffrejā attā ķs "atfor fi:', oso s osa èj 1 ( Capt Murray's Runjeet Singh, p. 141, 142) R Agent at Delhi to Capt. Murray, 18th March, 1825 and Capt. Murray in reply, 28th March. Compare also Murray's Runjeet Singh, p. 144. • I Captain Murray to Resident at Delhi, 1st and 3rd Oct. 1825 and Capt., Wade to Capt. Murray 5th Oct. 1825. - , * r