পাতা:শিখ-ইতিহাস.djvu/২৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রণজিৎ সিংহের মৃত্যু २9७ অর্থগৃহ, বলিয়া প্রসিদ্ধ ; তাহারা সচরাচর সর্বাপেক্ষ ঐশ্বর্যশালী ব্যক্তিকেই কন্যা সম্প্রদান করিয়া থাকে । কিন্তু সৈয়দ আপনার দীন ভারতীয় অনুচরগণকে এক একটি করিয়া কুমারী প্রদান করিতে অভিলাষী হইয়াছিলেন । সত্য হউক, আর মিথ্যা হউক, সৈয়দ আমেদ সেই অপরাধে দোষী সাব্যস্ত হইলেন ; তাহার কু-অভিসন্ধি বিষয়ে নানা তর্কবিতর্ক উপস্থিত হইল ; সকলেই সৈয়দের বিরুদ্ধে দণ্ডায়মান হইল ; ফলে, অসন্তোষ বৃদ্ধি পাইতে লাগিল । ১৮৩০ খ্ৰীষ্টাব্দে, নভেম্বর মাসের প্রারম্ভে, কোন নির্দিষ্ট হারে রাজস্ব বন্দোবস্ত করিয়া, তিনি সুলতান মহম্মদকে পেশোয়ার প্রদান করিতে বাধ্য হইলেন। অতঃপর শিখদিগের সহিত যুদ্ধার্থ সজ্জিত হইয়া, শতদ্রুর পশ্চিম তীরে গমন করিলেন । মুষ্টমেয় “গাজী’গণের উপরই সৈয়দ প্রধানতঃ নির্ভর করিতেন ; তাহারাই স্থখ-দুঃখে পূর্বাপর তাহাকে সাহায্য করিয়া আসিতেছিল। ইউসফজায়ীগণের সংখ্যা অনেক পরিমাণে হ্রাস হইয়াছিল ; সুতরাং মজঃফরাবাদ ও অন্যান্য স্থানের বিদ্রোহী শাসনকর্তৃগণের বলবীর্যের উপরও তিনি কতকাংশে নির্ভর করিয়াছিলেন । শের সিং এবং কাশ্মীরের শাসনকর্তার ঐকান্তিক চেষ্টায় ও যত্নে পার্বত্তীয় খা' জাতি শীঘ্রই বগুভ। স্বীকার করিল। তথাপি আমেদ নিবৃত্ত হইলেন না ; বরং অকুতোভয়ে অবিশ্রাস্ত চেষ্টা করিতে লাগিলেন । বন্ধুর পর্বতমালা মধ্যে ঘোরতর যুদ্ধ উপস্থিত হইল ; প্রথমে কিছুকালের যুদ্ধে আমেদই কৃতকার্য হইয়াছিলেন ; সেই যুদ্ধের পর কিছুকাল নিরুপদ্রবে কাটিয়া গেল। ১৮৩১ খ্ৰীষ্টাব্দের মে মাসের প্রারম্ভেই বালাকোট নামক স্থানে আমেদ পুনরায় আক্রাস্ত হইলেন ; আকস্মিক আক্রমণে তিনি চমকিত হইয়া উঠিলেন ; সৈন্যগণ র্তাহার উপর নিপতিত হইয় তাহাকে নিহত করিল। ইউসফজায়ীগণ তৎক্ষণাৎ তাহার প্রতিনিধিগণকে বিতাড়িত করিল ; গাজী’গণ ছদ্মবেশে দেশ-দেশাস্তরে চলিয়া গেল : সৈয়দ-পরিবার, টঙ্কের নবাবের নিকট আশ্রয় পাইবার আশায়, হিন্দুস্থানে প্রস্থান করিলেন। টঙ্কের নবাব সৈয়দের একজন পরম বন্ধু ছিলেন ; সৈয়দ পরিবার মনে করিয়াছিলেন,—নবাব তাহাদিগকে মহাসমাদরে ও সম্মানের সহিত আশ্রয় প্রদান করিবেন । ১৮ এক্ষণে রণজিৎ সিংহের যশ:-প্রভায় দিগ দিগন্ত উদ্ভাসিত হইল; ভিন্ন-দেশবাসী রাজগণ তাহার সহিত বন্ধুত্ব স্থাপনের জন্য ব্যাকুল হইয়া পড়িলেন। ১৮২১ খ্ৰীষ্টাবে বেলুচিস্থানের রাজ-প্রতিনিধি আসিয়া শিখরাজকে অশ্ব উপঢৌকন প্রদান করেন। তৎকালে হারান্দ এবং দাজেল নামক সীমান্ত প্রদেশ দুইটি ভাওয়ালপুরের করদ রাজা বলপূর্বক অধিকার করিয়াছিলেন। বেলুচি রাজ প্রতিনিধির একান্ত ইচ্ছ, সেই দুইটি প্রদেশ ‘খ’ So I Captain Wade to Resident at Delhi, 21st March, 1831, 16-13 roas aw এবং ঐ বৎসরের অন্ত তারিখের পত্রও দ্রষ্টব্য। মারে বিরচিত রণজিৎ সিং, ১৪ • পৃষ্ঠা দ্রষ্টব্য। (Compare Murray’s ‘Runjeet Singh.' p. 150.) čigtqą "#ffff" Gorff afg", fia atta BBB BB BBB BBBBBBB BBBBDDS DDD BBBSBDDD DDDDD B BBBB অস্বীকার করিয়া থাকে।