পাতা:শিখ-ইতিহাস.djvu/২৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*२©88 শিখ-ইতিহাস বিষয় সন্ধিপত্রে উল্লেখিত হয় নাই, অথবা ঘাহা প্রকাগুরূপে লাহোরের অধিকারভুক্ত নহে সা-সুজা সেই সকল রাজ্যের অধিকার-স্বত্বের দাবী করিলেন। সা-স্বজার কার্যে যে সকল ইংরাজকর্মচারিগণ বাপৃত ছিলেন, তাহারাও যে বিজেতা শিখদিগের স্বত্ব অপৃেক্ষ, দুরাণদিগের স্বত্বই অধিকতর বলবৎ বিবেচনা করিয়াছিলেন,—তাহাও অস্বীকার করিতে পার! যায় না । পঞ্জাব গবর্ণমেণ্টের মতানুসারে, পেশোয়ার প্রদেশ ১৮৩৪ খ্ৰীষ্টাব্দে সা স্বতন্ত্ররুপে সমৰ্পণ করিয়াছিলেন ; এবং ১৮৩৮ খ্ৰীষ্টাব্দের সন্ধি সর্তাকুসারে তাহাতে লাহোরাধিপতির স্বত্বাধিকার জন্মিয়াছিল ; এক্ষণে পার্থক্য-বিধায়িনী নদীর তীর-ভূমিতে সেই প্রদেশ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করার প্রস্তাব চলিতে লাগিল।’৩ নাও নিহাল সিংহের মোহরাঙ্কিত দলিলাদি প্রদর্শিত হইল ; দোস্ত মহম্মদকে অঙ্গীকৃত অর্থ সাহায্য প্রদানের বিষয়ও তাহাতে উল্লেখিত ছিল। বিশ্বাসঘাতকতামূলক সকল অভিযোগই দূর হইল বটে ; কিন্তু তাহার নামঙ্কিত মোহর জাল সাব্যস্ত হইল। পঞ্জাবের বৃটিশ রাজপ্রতিনিধি স্বীকার করিলেন,—অপ্রকাশু ও রাজদ্রোহমূলক উপায়াবলম্বন কর,স্বাধীন ও অকপট সরল বিশ্বাসী শিখগণের স্বাভাবিক বৃত্তি নহে। ১° এই সময়ে খিলিজী-বংশীয় রাজোঁদ্রোহিগণ পেশোয়ারের সন্নিকটে কৌহাট নামক স্থানে স্বলতান মহম্মদের জায়গীরে আশ্রয় গ্রহণ করিয়াছিল ; তাহারা নিকটবর্তী হওয়ায়, স্বেচ্ছাচারী সা এবং তাহার সাম্যনীতি অন্থসরণকারী মিত্র ইংরাজদিগের বিসদৃশ শাসনকার্যে বিঘ্ন ঘটিয়াছিল। বারুকজায়ী শাসনকর্তী স্বলতান মহম্মদ খ, তাহাদিগকে বন্দী করিয়া লুধিয়ানায় প্রেরণ করিতে বাধ্য হইলেন 1st এক্ষণে দেখা গেল, নাও নিহাল সিং ইংলণ্ড হইতে যে বিপৎপাতের আশঙ্কা করিয়াছিলেন, সে সকল দূরীভূত হইয়াছে। এক্ষণে তিনি পিতামহের প্রিয়তমগণের সীমাতিক্রাস্ত ক্ষমতার উচ্ছেদ-সাধনে উদ্যোগ করিতেছেন। এই সময়ে মহারাজের মৃত্যুকাল ক্রমেই নিকটবর্তী হইতেছিল। বিশ্বস্তস্থত্রে অবগত হওয়া যায় যে, অতিরিক্ত মাদকদ্রব্য সেবনে এবং পুত্রের কু-সস্তানোচিত নিষ্ঠুরতায়, অত্যন্ত্রকাল মধ্যেই তিনি মৃত্যুমুখে পতিত হইয়াছিলেন ; কিন্তু এরূপ অযোগ্য ও দুর্বলচেতা শাসনকর্তাকে কেহই গ্রাহ করিত না । ১৮৪৭ খ্ৰীষ্টাবের ৫ই নভেম্বর তারিখে ৩৮ বৎসর বয়সে খড়গ সিংহের bel See particularly Sir Wm. Macnaghten to Government, 24th, Feb. and 12th March, 1840. »s Government to Mr. Clerk, 1st Oct. 1840, and Mr. Clerk to Government, 9th Dec. 1840. কর্ণেল ষ্টিনব্যাকের গ্রন্থও দ্রষ্টব্য। ( Punjab, p. 23 ) তিনি বলেন যে, ইংরাজদিগের উচ্ছেদ সাধন মানসে, যুবরাজ নেপাল এবং কাবুলের সাহায্য প্রার্থনা করেন। কিন্তু তিনি হয়ঙ্গে ভুলিয়া গিয়াছিলেন যে, জাম্বুর রাজগণকে ধ্বংস করিয়া,পঞ্জাবের অধিপতি হওয়াই, নাও নিহাল সিংহের প্রধান উদ্দেশ্য ছিল । sel Governmet to Mr. Clerk, 12th Oct, and Mr. Clerk to Government, 44th May, 10th Sept. and 24th Oct. 1840.