পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©O3 শিখ-ইতিহাস জানান হয় নাই ; কিন্তু এতৎসত্বেও যাবতীয় শিখসৈন্য তাহাতে বিশ্বাস করিল। তাহাঁদের ধারণা হইল, এই সকল বিষয় আত্মরক্ষার আয়োজন নহে , অপিচ-উহা পূর্ব আক্রমণের উদ্যোগ ব্যতীত আর কিছুই নয়।১০ তখন শিখগণ মনে মনে ভাবিতে লাগিল, রাজ্যের পর রাজ্য অধিকার করাই ইংরাজদিগের স্থূলনীতি। এবং বর্তমান ক্ষেত্রে লাহোর অধিকার করাই তাহাঁদের প্রধান উল্পেগু। ইংরাজদিগের তাৎকালিক প্রতিনিধির কার্যকলাপে জনসাধারণের মনে সেই বিশ্বাসই বদ্ধমূল হইয়াছিল। প্রতিনিধির উদ্বেগু সম্বন্ধে শিখদিগের মনে পূর্ব হইতে যে ধারণা জন্মিয়াছিল, তাহাতেও তাহাঁদের সন্দেহ অনেক পরিমাণে বৰ্দ্ধিত হইয়াছিল। ১৮৪৩ খ্ৰীষ্টাব্দের জুন মাসে মিঃ ক্লার্ক আগরীর লেফটেনাণ্ট-গবর্ণর পদে প্রতিষ্ঠিত হন ; শিখবিগের কার্য-কলাপ সম্পর্কে লেফটেনাণ্ট কর্ণেল রিচমও মিঃ ক্লার্কের স্থান অধিকার করেন । পরিশেষে শেষোক্ত কর্মচারীর কার্যাস্তর গ্রহণে, পর বৎসর নবেম্বর মাসে ম্যাজর ব্রডফুেট তাহার কার্যভার গ্রহণ করেন। ম্যাজর ব্রড ফুটের অধ্যবসায় ও কার্যকুশলতা সম্বন্ধে সকলেরই তৎকালে গাঢ় বিশ্বাস ছিল । মিত্ররাজগণ এবং অধীনস্থ সামস্তদিগের নিকট ব্রিটিশ গবর্ণমেণ্টের মনোভাব ব্যক্ত করিতে হইলে, ভারতবর্ষের প্রচলিত প্রথা অনুসারে কেবল একমাত্র উপায়েই তাহা বিজ্ঞাপিত হইয়া থাকে ; ব্রিটিশ গবর্ণমেণ্টের ক্ষমতাপ্রাপ্ত কর্মচারীর মধ্যবfততায় ভারতীয় রাজগণের সহিত গবৰ্ণমেণ্টের কার্য নিৰ্বাহিত হয়। সেই কর্মচারীর ব্যক্তিগত চরিত্র তাহার কার্যপ্রণালীতে প্রতিবিম্বিত হইয়া থাকে ; –তিনি যাহা বলেন, বা যে কার্য করেন, সর্ব-বিষয়েই র্তাহার ব্যক্তিগত চরিত্র প্রকৃতি প্রতিফলিত হয়। গবর্ণমেন্টের কর্মচারীর কার্য-কলাপেই গবর্ণমেণ্টের গঢ় উদেণ্ড ব্যক্ত হইয়া থাকে। স্বতরাং এই কর্মচারীর কার্য-প্রণালীতে শিখ কর্তৃপক্ষগণ ইংরাজ-গবর্ণমেণ্টের শাস্তি স্থাপনের কোনই চিহ্নই দেখিতে পান নাই। যে ব্যক্তি প্রায় ত্ৰিশ মাস পূর্বে শিখবিগের রাজ্যমধ্যে এত অশাস্তির স্বত্রপাত করিয়াছিলেন, এবং যিনি বলপ্রকাশে তাহাঙ্গের রাজের মধ্য সৈন্ত পরিচালনা করিয়াছিলেন, সেই ব্যক্তির নির্বাচনে ইংরাজদিগের শাস্তি-মুখে বাস করিবার কোনই নিদর্শন, শিখজাতি উপলব্ধি করিতে পারে নাই । ম্যাজের ব্রডফুটের কার্যাবলীর মধ্যে,—সর্বপ্রথমে তিনি ঘোষণা প্রচার করিলেন যে, লাহোরে অধিকৃত শভক্রর পূর্ববর্তী সমুদায় রাজ্যগুলি, পাতিয়ালা এবং অপরাপর রাজ্য হের স্থায় সমরূপে ইংরাজ দিগের আশ্রিত ও র্তাহাঙ্গের অধিকারভূক্ত এবং মহারাজা शनैौन जि९:श्त्र वृङ्काब्र गब्र, चर्थव डिनि ब्रांछाझाङ श्रण छैशंब ८कॉन चाहेनगकउ S LLBBB BBBBSDDDS CCCC DDD DD DDDDD DBBBDDD B BB BBBS stuts wèŲ l (Compare Governor-General to Secret Committee, Dec, 2d, 1845.)