পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজদিগের সহিত যুদ্ধ e У Ф ছিল । এই সময়ে শিখ-সৈন্যের পরিমাণ বণিত সংখ্যা অপেক্ষা অনেকাংশে অধিক ছিল। বিজেতৃবৃন্দ ও পরাজিত ব্যক্তিগণ সকলেই সৈন্যবল সম্বন্ধে সাধারণতঃ অতিরঞ্জিতভাবে বর্ণনা করিয়াছেন। কথিত হয় শিখদিগের স্বায়ী সৈন্যদল, ইংরাজসৈন্যের দেড়গুণ অধিক ছিল ;–কিন্তু তৎসম্বন্ধে কোন সন্তোষজনক প্রমাণ পাওয়া যায় না । ফলতঃ বহুসংখ্যক অশিক্ষিত অশ্বারোহী সৈনা আসিয়া যোগদান করায়, আক্রমণকারি গণের সৈন্য পরিমাণ যে প্রতিপক্ষ ইংরাজ সৈন্য সংখ্যার দ্বিগুণ বৃদ্ধি হইয়াছিল,—তষিয়ে কোন সন্দেহ নাই ॥২৮ শিখ-সেনাপতিগণ ফিরোজপুর আক্রমণের ভয় দেখাইলেন । কিন্তু দুর্গ-রক্ষক সাত হাজার বৃটিশ-সৈন্যের প্রতি র্তাহার কোনই আক্রমণ করিলেন না । সেনাপতি সার জন লিটলার যথোচিত তেজ-গর্বের সহিত এই সৈন্যদল পরিচালনা করিতেছিলেন । স্বতরাং তাহারা অগণ্য শিখ-সৈন্য তুচ্ছ জ্ঞান করিল। নিরাশ্রয় সৈন্যদলের ধ্বংস সাধন করিয়া, ইংরাজকর্তৃক বিপদগ্ৰস্ত হওয়া, লাল সিং ও তেজ সিংহের প্রকৃত উদ্বেগু নহে। ফলতঃ, প্রতিদ্বন্দ্বী ইংরাজ-পক্ষীয় সমবেত সৈন্য কর্তৃক যাহাতে শিখ-সৈন্য বিপর্যন্ত ও ছত্রভঙ্গ হয়, তাহাই তাহাঁদের প্রধান উদ্দেশু ছিল । কৃতজ্ঞ বিজেতৃবৃন্দ তাহাদিগকেই বিজিত রাজ্যের মন্ত্রী বলিয়া স্বীকার করেন,—তাঁহাই লাল সিং ও তেজ সিংহের একাত্ত বাসনা । সুতরাং তাহারা ফিরোজপুর আক্রমণ করিলেন না ; পরন্তু, তাহারা স্থানীয় কর্মচারিগণকে নিজ নিজ গৃঢ় অভিসন্ধি এবং যথেষ্ট সহানুভূতি জ্ঞাপন করিলেন। তাহাদের স্বদেশহিতৈষণার ভাব প্রদর্শনেরও আবগুক হইয়াছিল। অতএব সহজ লভ্য। ফতেপুর দুর্গ অস্পৃশুবৎ পরিত্যাগ করিয়া, ইংরাজ-সৈন্যের অধিনায়কদিগকে আক্রমণের আবগুকতাই শিখ-সৈন্যের নিকট র্তাহারা পুনঃপুনঃ জ্ঞাপন করিতে লাগিলেন। তাহারা বলিলেন,—গবর্ণর জেনারেলকে বন্দী করিতে পারিলে, অথবা তাহাঁকে নিহত করিলে, খালসার যশ:-প্রভায় চারিদিক উদ্ভাসিত হইবে ।** যে পর্যন্ত গবৰ্ণর-জেনারেল নিহত অথবা বন্দী না হন, এবং যতদিন ইংরাজনায়কগণ আক্রাস্ত না হন, ততদিন অন্যান্য ২৮। গবর্ণর-জেনারেল ১৮se পৃষ্টাব্দের ৩১শে ডিসেম্বর যে "ডেস্প্যাচ" প্রেরণ করেন, তাহাতে জানা বায়,–তৎকালে শিখ-সৈন্যের সংখ্যা ৪৮ হাজার হইতে ৬০ হাজার ছিল। কিন্তু স্বশিক্ষিত সৈন্য সম্বন্ধে বলিতে গেলে, সমগ্র দেশের স্থায়ী সৈন্যের পরিমাণ.– ৪২ হাজার পদাতিকের অধিক নহে। লাহোর, BBBBS BBB BB BBDDDD DDDDDD DDD DDD DS DDD BBBBBD DBBB অধিকাংশই ইহার মধ্যে গণনা করা যাইতে পারে। যাহা হউক, সব প্রকার সৈন্যের মোট সংখ্যা ৩• হাজার গণনা করিলে, অনেকটা সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া বাইতে পারে। ২৯। ফিরোজপুরে ইংরাজদিগের একজন প্রতিনিধি ছিলেন । তাহার নাম কাপ্তেন নিকলসন। এই সময়ে লাল সিং উাহার নিকট পত্রাদিতে সমস্ত বিষয় জ্ঞাপন করিতেন,—তাহার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। সাধারণেরও তাঁহাই বিশ্বাস ছিল। কিন্তু ঐ কর্মচারীর অকাল-স্বভুতে লাল সিংহের «यखांबांनिग्न विदब्र किङ्गके जांनां हिण नां । निकलनन उँiशांप्रू कि जांनीं गिब्रांश्लिन,-ठांश७ 4चर१. wifth cofa botto of HCompare Macgregor's. "History of the Sikhs,” ii. 80.