পাতা:শিখ-ইতিহাস.djvu/৩৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७0२ শিখ-ইতিহাস প্রস্তাবে সম্মত হইয়াছিলেন, এক্ষণে বৃটিশ-গবর্ণমেণ্টের সহিত সেই সমুদায় সর্তবন্দোবস্ত নিৰ্দ্ধারিত করিতে, শিখদিগের প্রিয় মন্ত্রী গোলাপ সিং সর্বপ্রকার কুমতার ভূষিত হইলেন। ১৫ই ফেব্রুয়ারী রাজা গোলাপ সিং এবং অপরাপর কতকগুলি সামস্ত গবর্ণর-জেনারেলের সহিত সাক্ষাৎ করিলেন ; কাণ্ডরে গবর্ণর-জেনারেল র্তাহাদিগকে মহাসমাদরে অভ্যর্থনা করিলেন । গবর্ণর জেনারেল র্তাহাদিগকে জানাইলেন,—দলীপ সিং বৃটিশ গবর্ণমেণ্টের মিত্র-রাজ মধ্যে পরিগণিত হইবেন ; শতদ্রু এবং বিপাশার মধ্যবর্তী সমগ্র রাজ্যখণ্ড বিজয়ী ইংরাজদিগের অধিকারে থাকিবে ; যুদ্ধের ব্যয় স্বরূপ লাহোর গবর্ণমেণ্ট বৃটিশ গবর্ণমেণ্টকে ১৫ লক্ষ পাউণ্ড ষ্টালিং ( পাউণ্ড= ১৫.০০ টাকা) ক্ষতিপুরণ প্রদান করিতে বাধ্য হইবেন । গবর্ণর-জেনারেল সামস্তগণকে বলিলেন যে, প্রথম আক্রমণকারিগণ যে অর্থদণ্ডে দণ্ডিত হইয়াছেন, তদ্বিষয় সর্বসাধারণের গোচরীভূত করাই এই ক্ষতিপূরণ গ্রহণের উদ্দেশু। র্তাহাঁদের মনেও ধারণা হইবে,--নিরপরাধী ইংরাজদিগের সহিত বৃথা শক্ৰতাচরণে শত্রুপক্ষের সমূহ ক্ষতি অবশুম্ভাবী । বহু তর্কবিতর্কের পর শিখ-প্রতিনিধিগণ বিরক্তিসহকারে সেই সন্ধি-সর্তে স্বীকৃত হইলেন ; যুবক মহারাজ স্বয়ং আসিয়া বৃটিশ গবর্ণমেণ্টের অধীনতা স্বীকার করিলেন ; পরিশেষে ২০শে ফেব্রুয়ারী বৃটিশ বাহিনী শিখ-রাজধানীতে আসিয়া উপনীত হইল। ইহার দুই দিবস পরে, দুর্গের কিয়দংশ ইংরাজ সৈন্যে পরিপূর্ণ হইল। আত্মাভিমানী বিপক্ষ শিখগণ সম্পূর্ণরূপে বিধ্বস্ত হইয়া অধীনতা স্বীকার করিয়াছে, ভারতীয় জনসাধারণের মনে সেই বিশ্বাস বদ্ধমূল করিয়া দেওয়াই,—ইহার গৃঢ় উদ্বেষ্ঠ। তৎকালে ভারতের সর্বত্রই সামন্তগণ জাতক্রোধ এবং হিংসাপরবশ হইয়া, দুৰ্দ্ধৰ্ষ ব্যবচ্ছেদ-বিধানকারী বৈদেশিক ইংরাজদিগের অবশম্ভাবী অধঃপতনের বিষয় সচরাচর আলোচনা করিতেন ।৭২ এক্ষণে গবর্ণর-জেনারেল শিখদিগের পূর্ব অপরাধের শাস্তি বিধান করিয়াই নিরস্ত ভারতের প্রধান ইংরাজ-সেনাপতির হিসাব মতে, শিথসৈন্তের পরিমাণ, ৩• সহস্র ছিল । সচরাচর কথিত হয়, সেই দুর্গে শিখদিগের ৩৬ট ‘রেজিমেন্ট' বা সৈন্যদল থাকিত। কিন্তু পরিখায় এবং দুর্গ প্রাচীরে ২• সহস্র পরিমিত সৈন্ত ছিল কিনা, তাহা সন্দেহমূলক। আক্রমণকারী সশস্ত্র সৈন্তের পরিমাণ, তৎকালে ১৫ সহস্র নিরূপিত হইয়াছিল। এই যুদ্ধ স্বত্ৰাওনের যুদ্ধ নামে পরিচিত। যে স্থানে যুদ্ধ হয়, তৎকালে তৎসন্নিকটে স্বব্ৰাওন বা সাব্রাহান নামে একটা বা দুইটি পল্পী ছিল ; তাহাদের নাম অনুসারেই এই যুদ্ধের নামকরণ হইয়াছে । "সাত্ৰা বা (বহুবচনে ) সাব্রাহান” নামক জাতির কয়েকটি শাখা সম্প্রদায় তৎকালে সেই পল্লীতে বাস করিজ্ঞ তাহারা যে স্থানে বাস করিত, তাহদের নাম অনুসারেই সেই স্থান অভিহিত হইয়াছে। পরিশেষে একটা যুদ্ধে জয়লাভ হওয়ায়, সেই স্বত্ৰাওন নাম যুদ্ধেরসহিত আজিও গ্রথিত রহিয়াছে । i e২ । ১৮৪৬ খৃষ্টাব্দের ১৯শে ফেব্রুয়ারী এবং ৪ঠা মার্চ গুপ্তমন্ত্রণ সভায়, গবর্ণর জেনারেল যে কাগজ •to cond won, oxton wistè gios I (Compare the Governor-General to the Secret Committee, under dates the 19th February, and 4th March, 1846. )