পাতা:শিখ-ইতিহাস.djvu/৪০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\O& e শিখ-ইতিহাস যুদ্ধের ব্যয়ভার, দেড় কোটী টাকা, পঞ্জাবকে বহন করিতে হইল ; লাহোরে একদল বৃটিশ -সৈন্ত অবস্থিত করিয়া শিখ-উন্নতির গতিরোধ করিল। একটা মন্ত্রিসভার { Regent Council ) পরামর্শ অনুসারে পঞ্জাবের রাজ-কার্য নির্বাহ হইতে লাগিল । ব্রিটিশরেসিডেন্ট তাহার কর্তৃস্থান অধিকার করিয়া রহিলেন । শিখ-সৈন্যগণ, ইংরেজের অধীনতা স্বীকার করিয়া, ইংরেজের নিকট রণ-কৌশল শিক্ষায় নিযুক্ত হইল। যাহার বিরুদ্ধ মত প্রকাশ করিতে লাগিল, তাহাদিগকে পঞ্জাব হইতে স্থানান্তরিত করা হইল । এইরূপে প্রকারাস্তরে ইংরেজের শাসনকার্য চলিত লাগিল। ইংরেজের আশ্রয়ে লালিত পালিত ও বৰ্ধিত হইয়া বয়ঃপ্রাপ্ত হইলে, দলীপ সিংহ পঞ্জাবের স্বাধীনতা ফিরিয়া পাইবেন, —এই মাত্র প্রচার রহিল। ফলতঃ, প্রথম শিখ-যুদ্ধের পর পঞ্জাব নামে মাত্র স্বাধীন রাজ্য বলিয়া পরিচিত হইলও, উহার অস্ত গৌরব সম্যকরূপে বিধ্বস্ত হইয়া গেল । অতঃপর ১৮৪৭ খৃষ্টাবের শেষভাগে গবর্ণর-জেনারেল লর্ড হার্ডিঞ্জ ভারতবর্ষ পরিত্যাগ করিলেন ; লর্ড ডালহৌসি ভারতের শাসনভার প্রাপ্ত হইলেন। পঞ্জাবে সে সময়ে কোনই অশাস্তির লক্ষণ লক্ষিত হয় নাই। প্রবল ঝঞ্চাবাতের পূর্বে প্রকৃতি যেরূপ প্রশাস্তভাব ধারণ করে তখন পঞ্জাবে যেন সেই প্রশান্তভাব বিদ্যমান ছিল । কিন্তু রাজ্যলোলুপ ডালহৌসির পদাপণে, পঞ্জাবের সন্ধ্য-গগনে সহসা একখণ্ড গাঢ় মেঘের সঞ্চার হইল । সোহান মলের পুত্র মূলরাজ, ১৮৪৪ খৃষ্টাৰে মূলতানের দেওয়ান-পদে অভিষিক্ত হইয়াছিলেন । পিতার স্তায় মূলরাজ উচ্চাভিলাষী ও স্বাধীনচেত ছিলেন । তাহাকে দেওয়ান-পদে অভিষিক্ত করিবার সময় লাহোরের কর্তৃপক্ষগণ র্তাহার নিকট এক লক্ষ টাকা ‘নজরানা’ চাহিলেন । সে সময় লাহোরে দারুণ বিশৃঙ্খলা উপস্থিত । স্বতরাং মূলরাজ “নজরান” পরিশোধ করিলেন না ; অধিকন্তু ন্যায্য রাজস্ব প্রেরণেও পরাত্মখে হইলেন । এইবার তাহার প্রতি লাহোরের বর্তৃপক্ষগণের দৃষ্টি পড়িল ; তাহার নিকট হইতে প্রাপ্য টাকা আদায়ের জন্ত তাৎকালিক প্রধান মন্ত্রী লাল সিংহ একদল সৈন্ত প্রেরণ করিলেন । মূলরাজও তাঁহাদের বিরূদ্ধে দণ্ডায়মান হইলেন । উভয় পক্ষে ঘোর সংঘর্ষ উপস্থিত হইল । সেই সংঘর্ষে লাহোরের সৈন্যদলের পরাজয় হয় । অবশেষে ইংরেজগণ সেই ব্যাপারে হস্তক্ষেপ করায়, মূলরাজের সহিত এক নূতন বন্দোবস্ত স্থির হইল। মূলরাজ কতকগুলি সম্পত্তি পরিত্যাগ করিতে বাধ্য হইলেন ; বাকী রাজস্ব প্রদানে স্বীকার করিলেন । এতদিন মূলরাজ ষে পরিমাণ রাজ্য অধিকার করিয়া, ষে পরিমাণ রাজস্ব প্রদান করিতেন নূতন ব্যবস্থায় তাহার বহু ব্যত্যয় সংঘটিত হইল ; রাজ্যের পরিমাণ কমিয়া গেল ; কিন্তু রাজস্বের হার বৃদ্ধি পাইল । ১৮৪৭ খৃষ্টাব্দের শরৎকালে শস্তোৎপত্তির সময় হইতে তিন বৎসর পর্যন্ত শেষোক্ত বন্ধুে বস্ত প্রবল রহিল ; ঐ সময় পর্যস্ত মূলরাজ নূতন হারে রাজস্ব প্রদানে বাধ্য হইলেন । এইরূপ কঠোর সর্তে বাধ্য হওয়ার অব্যবহিত পরেই কিন্তু মূলরাজের দারুণ অস্থশোচনা উপস্থিত হইল । অতঃপর ১৮৪৭ নবেম্বর মাসে লাহোরে উপস্থিত হইয়া, মূলরাজ মুলতান -প্রদেশের দেওয়ানী-পদ পরিত্যাগ করিবার অভিলাষ প্রকাশ করিলেন । তখন সার হেনরি লরেন্সের পরিবর্ত, তাহাঁর ভ্রাত মিঃ জন লরেন্স লাহোরে রেসিডেন্ট পদে