পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিশিষ্ট্র সিন্ধুনদে বাণিজ্যপোত পরিচালনার্থ ১৮৩২ খৃষ্টাব্দের সন্ধি। সিন্ধুনদ এবং শতদ্রু নদীতে বাণিজ্যপোত পরিচালনার্থ, পঞ্জাবের শাসনকর্তা, মাননীয় মহারাজ রণজিৎ সিংহের সহিত অনারেবল ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর যে সন্ধি হয়, সেই নিয়ম-পত্রের সত। ( ১৮৩২ খ্ৰীষ্টাবে ২৬শে ডিসেম্বরের লিখিত প্রথম পাণ্ডুলিপি। ) ঈশ্বরের অনুগ্রহে এক্ষণে মাননীয় মহারাজ রণজিৎ সিংহের সহিত অনারেবল ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর অকপট ও স্থায়ী মিত্রতা এবং চিরবন্ধুত্ব-বন্ধন বিদ্যমান। মিঃ, টি, সি, মেটকাফ, বার্ট, মহারাজের সহিত পূর্বে যে সন্ধি নিম্পন্ন করিয়াছেন, এই মিত্রত এবং বন্ধুত্ব-বন্ধন তাহারই ভিত্তির উপর প্রতিষ্ঠিত। বৃটিশ ইণ্ডিয়ার গবর্ণর জেনারেল, রাইট অনারেবল লর্ড, ডব্লিউ, জি, বেণ্টিঙ্ক, জি, সি, বি, এবং জি, সি, এইচ মহোদয়ও রুপারের সম্মিলনে, অকপট বন্ধুত্বের নিদর্শন স্বরূপ একখানি লিখিত জামিনপত্র প্রদানে, সেই সন্ধি এবং মিত্রতা-বন্ধন আরও দৃঢ়বদ্ধ করিয়া গিয়াছেন। সেই অকপট মিত্রত এবং চিরবন্ধুত্ব-বন্ধনের বিষয় মধ্যাহ্ন স্বর্যের ন্যায় এ জগতে বিদ্যমান ; পৃথিবীর যাবতীয় প্রাণীই স্পষ্টরূপে তদ্বিষয় অবগত আছে ; সেই মিত্রতা ও চিরবন্ধুত্ব বন্ধন চিরকাল অটুট থাকিবে ; এমন কি পুরুষাঙ্গুত্রমে সেই বন্ধুত্ব-বন্ধন দিন দিন দৃঢ়তর ভাব ধারণ করিবে ;– দৃঢ়প্রতিষ্ঠিত এই সকল বন্ধুত্ব-বন্ধনের স্বায়িত্ব বলে, বাণিজ্য-ব্যবসায়ে সাধারণের হিতসাধনকল্পে সিন্ধুনদ ( পঞ্চনদের সঙ্গম স্থলের দক্ষিণ দিকে ) এবং শতদ্রু নদীতে বাণিজ্যপোত পরিচালনার জন্য উভয় গবর্ণমেণ্টের ( লাহোর এবং বৃটিশ গবর্ণমেণ্টের) অভিপ্রায় অমুসারে, অনারেবল গবৰ্ণর-জেনারেল, লুধিয়ানার পোলিটিক্যাল এজেণ্ট, কাপ্তেন সি, এম, ওয়েডকে তদুদেখে প্রেরণ করেন ; সম্প্রতি কাপ্তেন ওয়েডের স্বকৌশলে সিন্ধুনদে বাণিজ্য পোত পরিচালনার ব্যবস্থ-বন্দোবস্ত নিৰ্দ্ধারিত হইয়াছে। কর্মচারী নির্বাচন সম্পর্কে, বাণিজ্য-শুদ্ধ আদায়ের জন্য এবং অতীন্সিত জলপথে বাণিজ্য-ব্যবসায় রক্ষাকরে, যে সকল নিয়ম-প্ৰণালী বিধিবদ্ধ হইয়াছে যে যে সতে বাণিজ্যপোত পরিচালনা নিয়ন্ত্বাধীন হইল এবং যে যে নিয়মহিসারে উভয় রাজ্যের কর্মচারিগণ আপনাপন কতব্য পালনে নিযুক্ত হইবেন, সেই সকল সত এবং নিয়ম-প্ৰণালী নিম্নলিখিত মতে নিৰ্দ্ধারিত इ३ण ; ১ম সভা। শতক নদীর পশ্চিম তীর সম্বন্ধে অত্র সন্ধির সমস্ত বন্দোবস্তে এবং