পাতা:শিখ-ইতিহাস.djvu/৪৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট 8 وعا ৩য় সত। যে সকল বাণিজ্যপোত পর্বতের নিম্ন প্রদেশে, রুপার বা লুধিয়ানা হইতে মিথোনকোট কিংবা রোজান পর্যন্ত, অথবা রোজান বা মিথেনকোট হইতে পর্বতের নিম্ন প্রদেশে, রূপার কিংবা লুধিয়ানা পর্যন্ত যাতায়াত করিবে, e• মণের অনধিক ওজনযুক্ত সেইরূপ বাণিজ্য-পোতের শুল্ক ধার্য হইবে,—পঞ্চাশ টাকা। যথা,— পর্বতের নিম্ন প্রদেশ হইতে ফিরোজপুর পর্যন্ত গমন অথবা প্রত্যাগমনের জন্য কুড়ি টাকা । ফিরোজপুর হইতে ভাওয়ালপুর পর্যস্ত গমন অথবা প্রত্যাগমনের জন্য পনের টাকা । ভাওয়ালপুর হইতে মিথেনকোট বা রোজান পর্যন্ত গমন বা প্রত্যাগমনের জন্য পনের টাকা । সমস্ত পথ গমন এবং প্রত্যাগমনের জন্য পঞ্চাশ টাকা । ২৫• মণের অধিক, কিন্তু ৫০০ শত মণের অনধিক, বোঝাই যুক্ত ৰাণিজ্যপোতের উপর শুন্ধের হার ;–পর্বতের নিম্নপ্রদেশ, রুপার কিংবা লুধিয়ান হইতে মিথেনকোট কিংবা রোজান পর্ষপ্ত ; অথবা রোজান কিংবা মিথেনকোট হইতে পর্বতের নিম্নপ্রদেশ, রুপার কিংবা লুধিয়ানা পর্যন্ত, বাণিজ্য শুল্কের হার এক শত টাকা । যথা,— পর্বতের নিম্ন প্রদেশ হইতে ফিরোজপুর পর্যন্ত গমন অথবা প্রত্যাগমনের জন্য চল্লিশ টাকা । ফিরোজপুর হইতে ভাওয়ালপুর পর্যন্ত গমন অথবা প্রত্যাগমনের জন্য ত্রিশ টাকা । ভাওয়ালপুর হইতে মিথেনকোট কিংবা রোজান পর্যন্ত গমন অথবা প্রত্যাগমনের জন্য ত্ৰিশ টাকা । সমস্ত পথ গমন এবং প্রত্যাগমনের জন্য পঞ্চাশ টাকা । ৫•• পাঁচ শত মণের অধিক বোঝাই যুক্ত বাণিজ্য পোতের শুদ্ধ এক শত পঞ্চাশ টাকা নিৰ্দ্ধারিত হইবে। যথা— পর্বতের নিম্নপ্রদেশ হইতে ফিরোজপুর পর্যন্ত গমন অথবা প্রত্যাগমনের জন্য . ষাট টাকা । ফিরোজপুর হইতে ভাওয়ালপুর পর্যন্ত গমন অথবা শ্রেত্যাগমনের জন্য পয়তাল্লিশ টাকা । ভাওয়ালপুর হইতে মিথেনকোট বা রোজান পর্যন্ত গমন অথবা প্রত্যাগমনের জন্য अँध्नडांझिर्ण छैांक ! সমস্ত পথ গমনের অথবা প্রত্যাগমনের জন্য ७क श्रृंड श्रृंj* छैांकां ।