পাতা:শিখ-ইতিহাস.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন ভারতের ধর্মমত 82 এবং আত্মোৎসর্গ বিষয়ক উপদেশে পরিপূর্ণ।৫১ তিনি তাহার রচনাবলিকে ঈশ্বরবাক্যের প্রকৃত অনুলিপি মনে করিয়া, তাহার কোনও অভিনব যোগ্যতা বা গুণ ব্যাখা করিতে প্রয়াসী হন নাই ; অথবা তিনি কখনও স্বীয় ধমের প্রচার করিতে অলৌকিক কার্যের সহায়তা গ্রহণ করেন নাই ; কিংবা অলৌকিক কার্যকলাপেই যে তাহার প্রবতিত ধর্মের সভ্যতা উপলব্ধি হইবে,—নানক সে কথাও কখনও প্রকাশ করেন নাই।** তিনি বলিতেন,—‘এক ঈশ্বর বাক্য ব্যতীত অন্য কোন অস্ত্র-সাহায্যে যুদ্ধ করিও না ; ধম-নীতির পবিত্রতা ভিন্ন, নিষ্ঠাবান ধমগুরুর অন্য কোন উপায় বা অস্ত্র নাই।’৫৩ নানক বলিতেন,—‘পৃথিবীতে পুণ্যকার্যরত ধাৰ্মিক যোগীর পক্ষে সন্ন্যাস-ধর্ম গ্রহণ অথবা সংসারধর্ম পরিত্যাগ করা অকর্তব্য। সর্বশক্তিমান জগদীশ্বরের নিকট সাধু ও গৃহী সমভাবে প্রিয় এবং আদরণীয়।' যদিও তাহার নিজ দৃষ্টাস্তে বুঝা যাইত যে, প্রত্যেক ব্যক্তিরই স্বীয় স্বভাবজাত ধম-কম-সাধন কর্তব্য ; তথাপি, তিনি, তাহার সমসাময়িক বল্পভের ন্যায় বিবাহিত গুরুর প্রতি কোনরূপ ঘৃণার ভাব প্রকাশ করেন মনে করিতেন না। তিনি বলিতেন যে, অন্যান্ত সকলের স্তায় জনসাধারণের মধ্যে তিনিও একটি ক্ষুদ্র প্রাণী-বিশেষ। র্তাহার স্বদেশবাসীদিগকে পবিত্র জীবন যাপন করিতে তিনি সর্বদা উপদেশ দিতেন। ( Compare the Dabistan, ii. 249, 250, 253 ; and sce Wilson, As. Res. xvii. 234, for the expresion “Nanuk thy slave is a free-will offering unto thee.”– a fţs “as পরমপিতা ? নানক আপনারই ভূত্য । আপনি তাহাকে স্বাধীন ইচ্ছা প্রদান করিয়াছেন ; আপনাকে আরাধনা করিতেছি ।" ) ৫১। মুসলমান গ্রন্থকর্তৃগণ নানকের পুস্তকগুলি এবং উপদেশসমূহ মুক্তকণ্ঠে প্রশংসা করিয়া থাকেন। ( Compare the 'Seir-ool-Mutakhereen', p. 110, 111 and the 'Dabistan', ii. 251, 252.) এসিয়াবাসীদিগের এই সকল প্রশাস্ত পাণ্ডিত্যপূর্ণ নীতির সহিত ইউরোপের ‘ব্যারণ হাজেলের মত মিলাইয়া দেখিলে, অনেক পার্থক্য দেখিতে পাওয়া যায়। ব্যারণ হাজেল ( Travels, p.283 ) বলেন, গুপ্ত, অনির্দিষ্ট, আসার এবং মিথ্যা তত্ত্বের মিশ্রণে গ্রন্থ ( Grunt'h ) পরিপূর্ণ। তিনি স্বীকার করেন যে, শিখগণ একই ঈশ্বর উপাসনা করে ; পৌত্তলিকতায় ঘৃণা করে ; এবং অন্ততঃ কাল্পনিক জাতিভেদ অবমাননা করিয়া থাকে। es. I affo asco (“Adee Grunt’h) ālatī (“Sirree Rag') Assful foot of এই গ্রন্থের ‘মাজভর" ( Majhvar ) অংশে বর্ণিত আছে যে, নানক অলৌকিক কার্য সম্পাদনে পারদর্শী একজন প্রতারককে বলিয়াছিলেন,—“তুমি অগ্নি মধ্যে অক্ষত দেহে বাস কর ; চির তুষারাচ্ছন্ন স্থানে অক্ষত শরীরে কালযাপন কর ; প্রস্তর খণ্ড তোমার খাদ্য হউক ; তুমি পদ সঞ্চালনে বৃহৎ মৃত্রিক রাশি দূরে নিক্ষেপ কর এবং তুলাদওে স্বৰ্গ পরিমাপ কর। তারপর তুমি জিজ্ঞাসা করিও, নানক কি অস্বাভাবিক কার্য সম্পন্ন করিতে পারে ? gn (Strauss, 'Life of Jesus*, ii. 237) aifè*f* *fwfwa, $e$e • (*\fwv xf* সাধনের উপায় অনুসন্ধান বিষয়ে বিশেষ ঘৃণা প্রকাশ করিয়াছেন (John, iv.48 ) ; ইস বলিয়াছেন যে, ঈশ্বরাদিষ্ট দূতগণ কখন বাক্যে কিংবা লেখনীমুখে কোন অস্বাভাবিক কাধের উল্লেখ করেন নাই। es | Malcom, "Sketch”, p. 20, 21, 165.