পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( مرا ذ لا ) কল্পতরু শিবে তামি করিবো পরীক্ষণ । শুনিয়াছি যে যা মাগে তাই দেন তারে । কাতরে তাহার পায়ে মাগি এই ভিক্ষণ । *শক্রভাবে ভাবি তারে” তার দত্ত বরে ॥ কোমল হৃদয় মম হউক পাষাণ । ভক্তিরস হয় যেন বিদ্বেষ গরল । কৃতজ্ঞতা ভুলে হই পশুর সমান ॥ না বীরে নয়নে যেন তার প্রেম-জল | যথাসাধ্য হৃৎপিণ্ড করেছি কঠিন । তথাপি গলিয়া যায় হইলে স্মরণ । জ্বলন্ত এ পাপ বক্ষে তুমিহে ; যেদিন ॥ শীতল চরণামৃত করিলে সিঞ্চন ॥ চায় রে ; তোমারে তবু না ভুলিলে নয় । নতুব। জীবিকা-বৃত্তি সকলি যে যায় । লো দর বিপক্ষ অপবাদ দেশময় ॥ নেড়ানেড়ী ছেড়ে যায় ঠেকিয়াছি দায় ॥ বিশেষ জানিনা, কিন্তু গুরু মুখে শুনা । রাধাকান্ত সঙ্গে নাকি তব দলাদলি । সেই রাধাকান্ত পদ করি উপাসনা : শক্রর সেবক তামি স্পষ্ট খুলে বলি ।