পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৩২ ) মিশিয়াছ অঙ্গে অঙ্গে, খাড়া গলে গলে । কে জানে বৈরীর সঙ্গে, ভাব তলে তলে ॥ কেমনে চাপিয়া ছিল। এমন চাতুরি । ধন্য হে ! তোমার লীলা, ঘাই বলিহারি ॥ লোকে বলে ভক্তাধীন, স্বভাব তোমার । তা বলে কি দীন হীন, প্রতি অবিচার ॥ তবে নাকি দয়া বেশী, কাণ্ডাল মহলে । বিদূরের ক্ষুদে খুশি, রাজভোগ ফেলে । কার মুখে দিবে চাপা, কেবা তা জানে না । চিরকাল এই ক্ষেপা, তোমারে মানে না । অামি তার পরিচয় বিলক্ষণ জানি । বল তবে দয়াময় ভক্ত কবে তিনি ॥ বুঝি ভক্তি স্রোত বেগে, জিবে সরে লাল । হইল পূজার আগে, প্রসাদ রসাল । বলিহারি মরি মরি, হলে। কলি ঘোর । যার জন্য চুরি করি, সেই বলে চোর। চাষ চর্ষি ভাত খাই, ক্ষুদ্র অভিলাষী । কোদল কলহ নাই, বাপ প্রতিবেশী ॥ পাতিয়া বিষম ফাদ, মানুষে জড়াও । বাধাইয়। বিলম্বাদ, অন্তরে দাড়াও ! তথাপি অবোধ প্রাণ, প্রবোধ মানে না । হলে তব অপমান, মুস্থির থাকে না ।