nhina - - --- . - - - I ○酯国、 "HoHo"HoHo"E" - மர்ம i "L. பேக்யக்_க் ill .ே :"דיד"זיז দেশীয় পুষ্পজাত রঞ্জন উপকরণ বর্তমান সময়ে লক্সাদি রঞ্জন কার্য্যের জন্য প্রায়শঃই কৃত্রিম উপায়ে প্রস্থত রংসমূহ ব্যবহৃত হইয়া থাকে। কৃত্রিম বং সমৃহের আবিষ্কারের পূৰ্ব্বে, অর্থাৎ বিগত শতাব্দীর মধ্যভাগ পৰ্য্যস্তও বৃক্ষলতাদি জাত প্রাকৃতিক উপাদান সমূহই রঞ্জন কার্য্যের জন্য একমাত্র ব্যবহৃত হইত। পাশ্চাত্য শিল্পিগণ রঞ্জন উপকরণ সমূহের জন্য অনেকটা তারতবর্ষ, আফ্রিকা বা আমেরিকার মুখাপেক্ষী ছিলেন । প্রতি বৎসর বহু টাকা মূল্যের রঞ্জন উপকরণ ভারতবর্ষ প্রভূতি স্থান হইতে ইউপোপে প্রেরিত হইত। পক্ষান্তরে প্রাচীন কাল হইতেই ভারতবর্ষে নানা প্রকার স্বদেশজাত প্রাকৃতিক উপাদান রঞ্জন কার্য্যের জন্য ব্যবহৃত হইয়া আসিতেছে। এতদ্দেশে প্রচলিত রঞ্জন উপকরণ সমূহকে মোটামুটি পাচটি শ্রেণীতে বিভক্ত করা যাইতে পালে – (১। পুষ্প ( পলাশ ফুল, কুসুমফুল প্রভৃতি )। (২) বৃক্ষলতাদির মূল-(হরিদ্র, মঞ্জিষ্ঠা, অল প্রভূতি । (৩) বৃক্ষকাষ্ঠ ও বন্ধল—( কঁঠাল, বাকম ও 5भमकांई थट्रप्डि ) । -ын II-IIIII - -Iro o
- 12t: “ . . or --- ---- 3. o ā> *ソ - `3ಪ್ಕK೬
(৪) ফল বা বীজ -(পটকান, কমলা প্রভৃতি ) ৷ (৫) বৃক্ষপত্র-(নীল, মেদী প্রভৃতি ) ৷ পুষ্পজাত রঞ্জন উপকরণ সমূহের আলোচনা কলাই বৰ্ত্তমান প্রবন্ধের উদ্দেশ্য । পুষ্পজাত রঞ্জন উপকরণের ব্যবহার – বহুকাল যাবৎ এদেশে বিবিধ প্রকার পুপ বস্ত্রাদি রং করিবাল জন্য ব্যবহৃত হইয়া আসিতেছে । ভারতবর্ষ ব্যতিরেকে পৃথিবীর অন্য কোনও দেশেই বঞ্জন কার্য্যেল জন্য এত প্রকার পুষ্পের ব্যবহার হয় না । পুষ্পসমূহ দুষ্পাপ্য বলিয়াই অথবা পুষ্প দ্বারা রঞ্জন প্রণালী সম্বন্ধে জ্ঞানাভাব বশতঃই বা অন্য যে কোন কারণেই হউক ইউরোপে পুষ্পজাত রংয়ের ব্যবহাল কখন ও বিশেষ ছিলনা এবং বৰ্ত্তমানেও নাই, পূৰ্ব্বে কুসুম ফুল এবং কুৰ্ম্ম কুম্ প্রাচ্য দেশ সমূহ বিশেষতঃ ভারতবর্ষ হইতে প্রচুর পরিমাণে প্রতি বৎসর রঞ্জন কার্ধ্যের জন্য ইউরোপে প্রেরিত হইত। অধুনা উক্ত ব্যবসায়ে এক প্রকার লুপ্ত হইয়াছে বলা যাইতে পারে । 1. | -- ill. ¬тт¬¬ in- -----|--|| -- t ITTF-T"- - I - TTSTTSTS リ