- ঘা দিতে দিতে কহিল—‘দরজা খোল, আমি দোকান ছ’তে সব খালার জিনিষ কিনে নিয়ে এসেছি। ছোট হাল কিন্তু দরজা খুলিল না। সে বলিল—‘জিনিষ কিনে এনেছ, বেশ, এক কাজ কব, ঐ জানালার কাছে রেখে দাও।” শিযtল মহারাজ নিকপায় হইয়। তাছাই কবিলেন। ছোট হাসটি খানিক পরে যপন দেখিতে পাইল ও বুঝিতে পাবিল যে ধূৰ্ত্ত শিযাল সত্য সত্যই চলিয়া গিষাছে, তখন সে নিমেসেল মধ্যে জামাল। খুলিয়া সব জিনিষপত্র ঘবে আনিষ। ফলিল এবং চমৎকার ভাবে খাবার তৈয়ারী করিল। দরজাট। একবার খুে খানিক পরে শিমাল মহারাজ আসিয়া বলিল— "খাবার হযেছে ত ? ছোট ঠাস ঘলের মধ্য হইতে কহিল—‘ন। গো না ! এখনও হয নি।" শিয়াল আবার খানিকটা ঘূবিয ফিরিয়া আসিযা কহিল—“কি ভাই, খাবার কতদূব ?–গুধার জ্বালায় তার জিভ দিযে লীলা ঝবিতেছিল। ‘রান্না হয়েছে, তবে বড় গরম " "তা বেশ, আমি ঘরের ভিতব এসে ফু দিয়ে ঠাও করে নেব।” ছোট হাস বলিল—“ঘরে আসবার দবকার নেই! জানালার কাছ হ’তে ফু দিলেই সুবে। শিয়াল মহারাজ, এইবার ভযাৰক জোরে ফু দিতে লাগিলেন, ফুয়ের সঙ্গে সঙ্গে ছোট হাসের বড় বোন আর মেজ বোন তাহার মুখ হইতে F. 7-39 ുീ o 憎 - * לא o Rસ્વ ল দাও না লগীটি । --- ৰাছির হইয়া ঘরের ভিতর আসিয়া ছিটকাষ্টয়া পড়িল । শিয়াল মহারাজের এমন ক্ষুধা পাইয়াছিল যে তাছাদের চিবাইয়া খাইবার আর সুযোগ হয় নাই। কাজেই তারা দুই জনেই শিয়ালের পেটের fভতর ধাইয়াও মৱে নাই। ছোট বোন বড় দুই বোনকে ক্ষমা করিল এবং ঐ স্বন্দব মজবুত পাকা বাড়ীতে তাহাদের আশ্রম দিল । আর শেয়াল মহারাজ । তারপর কি করিল, যে কথা নাইবা শুনিলে । cকমণ স্বন্দর গল্পটি বল ৩ ? এই গল্প হইতে তোমরা একটা বিষয় বেশ শিখিলে! মানুষ যখন - বড় হয এবং কোন শুযোগ পায, তখন উপকাল্পীজনকে এমনকি আপনার লোককেও ভুলিয গায়। গাহাব মন্দ তাদেরই হ য আমনধারা স্বভাব । কিন্তু গাঙ্গারা সত্যই পরের উপকার কবিতে ভালবাসে, তাহার। সুযোগ পাইলেই পূৰ্ব্বের কথা ভুলিষা যাইয়া, পরকে আপনার করে । আবার যে বিপদ ঘটিতে পারে সে কথাও তখন আর তাহদের মনে থাকে না। বল ত এই দু’য়েব মধ্যে কে ভাল ? যাহারা পবোপকারী তাহারা চিবদিনই আপনার সুখ-দুঃখ ও বিপদের কথা ভুলিয়া যাইয়। পরের কল্যাণ করিয়া থাকে। পরোপকারের চেয়ে শ্ৰেষ্ঠ ধৰ্ম্ম আর নাই। আর এদিকে আপনাকে রক্ষণ করিয়াও চলিত হয়। ছোট ইাসটিরই কথা ধর না কেন, সে যদি সতর্কতা অবলম্বন না করিত, তাহা হইলে তাহার বাচিবার কি কোন সম্ভাবনা থাকিত ? - E-or
পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৩২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।