পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৩৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- -


-

ठे दुिःशा न न त छी ० অধিকাব কবেন নাই বটে, কিন্তু তিনি সেখান হইতে ফিরিয়া গিয়া লক্ষ্মণাবতী অধিকার করিয়াছিলেন। সেই অবধি গৌড় মুসলমানদিগেব রাজধানী হইয়৷ উঠে । মুসলমানেরা বরেন্দ্রী এবং উত্তর বাঢ়া অধিকার করিয়। বাঙ্গলায় রাজত্ব আবিস্ত করিয়া দেন। দক্ষিণ ও পুৰ্ব্ববঙ্গে সেনরাজগণই বাজত্ব করিতে থাকেন। অনেকদিন পরে তাহা মুসলমানদিগের হস্তগত হয়। ইক্তিয়ারের নবদ্বীপ লুণ্ঠনের পর লক্ষ্মণসেন কয়েক বৎসর মাত্র রাজত্ব করিয়াছিলেন। তাহার পর তাহার তিন পুত্র মাধব, বিশ্বকপ ও কেশবসেন রাজত্ব করেন। লক্ষ্মণের পুত্ৰগণের পর সেনবংশের আর কোন রাজার সেরূপ পরিচয় পাওয়া যায় না। মধুসেন নামে এক রাজার নাম --- --- 立af应鸾 ۹ - ۶ الی ۰ی পরে দেখিতে পাওয়া যায়। কেহ কেহ তাহাকে সেনবংশীয় বলিয়া মনে করেন । হিমালয়েৰ পাদদেশে অবস্তিত কোন কোন পাৰ্ব্বত্য রাজ্যের অধীশ্বরগণ আপনাদিগকে বাঙ্গলার সেনরাজবংশীয় বলিয়। পরিচয় দিয়া থাকেন। মুসলমানগণের বাঙ্গলায় আসার পর সেনবংশীয়গণ যে পূৰ্ব্ববঙ্গে অনেকদিন রাজত্ব করিয়াছিলেন, ইহা কিন্তু জানিতে পারা যায়। ক্রমে ক্রমে মুসলমানেরা তাহাদের রাজ্য অধিকার করিয়া লন। সেন বংশই বাঙ্গলার শেষ হিন্দু রাজবংশ । তাহাদের পরে আর কোন চিন্দু রাজবংশ প্রবল হইতে পারে নাই । মুসলমানেরাই এদেশের রাজা হইয়া উঠিয়া ছিলেন, কিরূপে মুসলমানগণ বাঙ্গলাদেশে রাজত্ব করিয়াছিলেন, ক্রমে ক্রমে তাহা তোমাদিগকে শুনাইতেছি । இர இழ் இர் 幕 § -