পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৩৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* বপন করিতে হয়। কুসুমফুলের গাছ সাধারণত: দেড় হইতে দুই হস্ত পরিমিত উচ্চ হুইযা থাকে। গাছগুলো একটু বড় হইলেই উচ্চার অগ্রভাগ ছেদন করিযা ফেলা হয়। উক্তরূপ ছেদনের ফলে অল্পকাল মধ্যেই চতুর্দিকে শাখা বহির্গত হইতে থাকে এবং একই বৃক্ষে বহু পুষ্প পাওয়া যায়। গাছগুলি অতি ঘন হইলে মধ্যে মধ্যে তুলিয়া ফেলিস পাতলা কবিয়া দিতে হয। পৌষমাস হইতে অলিম্ভ করিয়া চৈত্রমাস এবং কখনও কখনও বৈশাখ মাস পর্য্যস্ত কুসুম ফুল প্রস্ফুটিত হইযা থাকে। একবাব দুইদিন আস্তব পুষ্প সমূহ সংগ্ৰহ করিতে হয়, বিলম্বে পুষ্প মপস্থ বং আংশিক রূপে বিনষ্ট ছষ্টমা যায । বঙ্গদেশে গড়ে প্রতি একর জমিতে একমণ ও পোস্বাক অঞ্চলে দেড়মণ শুষ্ক পুষ্প এবং ৫ হইতে ৭ মণ পৰ্য্যস্ত তৈলবীজ উৎপন্ন হয । কুসুম সাহায্যে রঞ্জন-প্রণালী অদ্ধপোয় পবিমিত কুসুম ফুলেল সহিত দুই সেল জল মিশ্রিত কবিধা উন্মুমৰূপে ১৫ মিনিট পর্য্যস্ত নিম্পেপণ করিতে হস । শুংপল সরু লক্সে চাকিয় ধৌত জল ফেলিয়া দিতে হয় ; ফুলগুলি পুনবাম পুৰ্ব্ব পৰিমাণ জলের সহিত মিশাইয পূৰ্ব্বেক্ত উপাযে দেী ও করিতে হয। উক্ত প্রক্রিয়া তিনবার সম্পন্ন করিতে হয় এবং ইহাতে ছত্রিশ ঘণ্টা সময় লাগিয়া থাকে। বাজাবে যে সকল কুশুম ফুল ক্ৰয কবিতে পারা যায তাছার অধিকাংশগুলি পূৰ্ব্বে উত্তমরূপে ধৌত কবা হয় না। কাজেই সাবধানতার জন্ত পূৰ্ব্বোক্ত উপায়ে ফুলগুলি Lপীত করিযা বক্সনোপযোগী কলিমা লওয়া প্রযোজন। ৩২পপে ঐ ধেী ও পুষ্পসহ ১: তোলা সাজি মাটি এবং তিন পেয়া শী তপজল মিশাইয়। টঙ্কাদিগকে উত্তমরূপে নিম্পেশিত করিয়া R দণ্টা সময রাখিয়া দিতে হয়। পলে বস্ত্র স্বালা &াকিয়া লইলে যে লোহিত ৰপের জল পাওয়া যায় তৎসঙ্গে কিছু লেবুর রস মিশাইয়া লইতে হয়। উক্ত উপায়ে প্রস্তুত জল মধ্যে কাপাশ বস্ত্র ১৫ মিনিট কাল ডুবাইয়া রাখিলে অতি উজ্জল লোহিত বর্ণেরঞ্জিত হইয়া থাকে। পবিত্যক্ত পুস্পগুলি পুনরায় তিন পোয়া জল সহ পূৰ্ব্ব বর্ণিত পন্থামুসরণে রাখিয়া F. 3–40 BBBBB BABBu DDDB BeeBBDTTS S দিলে যে রঞ্জিত জল পাওয়া যায়, তন্দ্বারা কাপাস বক্স নাতি গাঢ় লোছিতবর্ণে রং করা যাইতে পারে। কুসুম-ফুল দ্বাবা রেশম রং করিতে হইলে উচ্চা এক ঘণ্টা পৰ্য্যন্ত পূৰ্ব্বোক্ত প্রণালীতে প্রস্তুত জলে ডুবাইয়া রাখিতে হয়, তাহা হইলেই রেশম উজ্জল পাটল ( Pink ) বর্ণেরঞ্জিত হইয়া থাকে । কুসুমফুলের রাসায়নিক উপাদান ১৮৪৬ খৃঃ ইসক্লিপার (Schileper) কুসুমফুলের বাসসনিক পরীক্ষা কবিয়া দেখাইয়াছেন যে পুপমধ্যস্থ carthamin নামক লোহিত বর্ণেব যৌগিক পদ1ঙ্গ চাহ বঞ্জন কাৰ্য্যোপযোগী, তৎসহ বৰ্ত্তমান পীতপণ যৌগিক পদার্থ টীর প্রকৃত কোনও মূল্য নাই। "কার্থেমিন" জল বা অমে অদ্রবনীষ, কিন্তু ক্ষীর সংযোগে সহজেই জলে দ্রব হইয় থাকে । শেফালিকা ফুল

  • ++*stfa* atr,— Nyctanthis—ArborTristis, শেফালিকা, পারিজাতক, রজনীহাস প্রভৃতি সংস্কৃত নাম। হিন্দুস্তানে ইহা হুরশিঙ্গার এবং পূর্বাঞ্চলে শিউলি নামে পরিচিত। শেফালিকা প্রকৃত ভারতবর্ষীয বুক্ষ । হিমালয়ের পাদদেশস্থ অরণ্যসমূহে এবং টিলাই পাহাড়ে অসংখ্য ধষ্ঠ শেফালিকা বুক্ষ জন্মিযা থাকে ।

শেফালিকা পুষ্পের ব্যবহার রঞ্জন কার্য্যেব জন্ত বহুকালাবধি শেফালিকা ফুল ব্যবহৃত হইয়া আসিতেছে । লিনস্কোটেন (Linschoten) নামক ষোড়শ শতাব্দীর জনৈক ইউরোপীয় পরিব্রাজক তৎকালে গুঞ্জলে রঞ্জন-শিল্পে শেফালিকা ফুলের ব্যবহারের বিষয় উল্লেখ করিয়াছেন। বঙ্গাদি রং কবিবার জন্ত শেফালিকা ফুলের ব্যবহাবেল বিষয় বহু লেখক লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। পূৰ্ব্বৰৰ্শিত পুষ্পসমূহের স্থায় শেফালিকার পাপড়ী হইতে কোনও রং পাওয়া যায় না। পক্ষান্তরে উহার পাদমূল বা নলই রংয়ের আধার। শেফালিকা বৃক্ষের বল্কল হইতেও একপ্রকার পীত বর্ণের রং প্রাপ্ত হওয়া যায়। ১৮-৭ সনে বুকানন হেমিলটন দিনাজপুরে শোলার খেলনা রং করিবার ۹ث دگمه همهمه مامه