ভারতের আদিম-নিবাসী ‘কালো মানুষের' কথা "ভারতের মানুষের কথা” প্রবন্ধে তোমবা পড়িয়াছ যে ভারতের ছয়টি মুলজাতির মধ্যে সৰ্ব্বাপেক্ষ আদিম অধিবাসী ছিল কৃষ্ণবর্ণ খৰ্ব্ব-কায নেগ্ৰিটো জাতীয় মামুল। বৰ্ত্তমান কালে আসল নেসিটো জণিতর নিদর্শন দেপিতে পাওয়া যায় অগুণমান দ্বীপপুঞ্জের মিনকোপি জাতিতে, ফিলিপাইন দ্বীপপুঞ্জের অাইট জাতিতে, এবং মালয় উপদ্বীপ ও পূৰ্ব্ব স্বমাত্রায় সেমং জাতিতে। আফ্রিকা মহাদেশের আকা, ওগোঙ্গে। প্রভৃতি ‘নেগ্রিলো জাতির পূৰ্ব্বোক্ত 'মেগ্রিটে” জাতিদের নিকটতম জ্ঞাতি। কিন্তু ভারতে নেগ্রিটে জাতীয় ‘কালোমানুষ’ অধুনা একপ্রকার বিলুপ্ত হইয়াছে বলা যাইতে পারে। সম্ভবতঃ বহু যুগ পূর্বে উহার উহাদের অব্যবহিত পরবর্তী মুণ্ডা ও দ্রাবিড়-ভাষা-ভাষী জাতিদের মধ্যে ক্রমে ○・" ২ পৃষ্ঠার পর l:" - 兰玄二°烃
বিলীন চইয়া গিয়াছে। বর্তমানকালে ভার তে কেবল ত্ৰিবন্ধুর Trawancore) ও কোচিন প্রভূতি কোনও কোনও প্রদেশের বা স্বাধীন রাজ্যের বনে-জঙ্গলে ও পাহাড়-পর্বতে অপেক্ষাকুত খৰ্ব্বকায় কাডাব, উরুল বা উয়ালি, মালাসার প্রভৃতি দুষ্ট চারিটি আদিম জাতির মধ্যে এখন পঘা স্তু ও ব্যক্তি-বিশেষের পশমাত্মক (Wooly) ai cặl-Fg (Curly) FH, গোলাকার (Round) কিংবা মধ্যবিধ (Medium) afg+ +taf (Skull) প্রভৃতি বিশেষ বিশেষ দৈহিক প্রকৃতিতে (Physical characters®) stattoo নেগ্ৰিটো পূৰ্ব্বজদের বৈশিষ্ট্যের সামান্য নিদর্শন মধ্যে মধ্যে দৃষ্টি-গোচর হয়। ভারতের দক্ষিণ প্রান্তরে এইরূপ নেগ্রিটোনিদর্শন-বিশিষ্ট জাতিদের সামান্য পরিচয় এখানে তোমাদের দিতেছি। .* 5°