পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f_1ாதி সালের পূৰ্ব্বে একতোলা ওজনের চিঠি আগ্র হইতে BBDDD BHHBBB LSBBB BBSS S BDDD পাঠাইতে •/০ আনা লাগিত । সেই স্থলে এক্ষণে নূনকল্পে অৰ্দ্ধমান মাত্র ব্যয় করিয়াও বোম্বাই পৰ্য্যস্ত চিঠি পাঠান সম্ভব হইল। ইহাতে ডাকবিভাগের উপকারিত ও জনপ্রিযুত কিরূপ বুদ্ধি পাইয়াছিল তাহ সহজেই অকুমান করা যাইতে পারে। ইংল্যাণ্ডের ডাক ৰিভাগের ইতিহাসে ১৮৪০ লাল এবং রোল্যা গু হিলের নাম যেমন চিরস্মরণীয়, ভারতের ডাকবিভাগেল ইতিহাসে ১৮৫৪ সালও তেমনি স্মরণীয়। s • -So - - - - চারিজন এসিষ্টাণ্ট পোষ্টমাষ্টার জেনারেলের বেতন বাবদ বরদ আছে *• • • • হাজার টাকা । জেনারেল পোষ্ট অনিস তখন বৰ্ত্তমান হাইকোর্টের পাশ্বে (এক্ষণে ওল্ড পোষ্ট অফিস নামে খ্যাত পল্লীতে ) অবস্থিত ছিল। ১৮৬৮ সালে উe লালদীঘির বর্তমান বাড়ীতে স্থানান্তরিত হয় । চিঠি দি বার জন্ত পোষ্ট অফিস ভিম কলিকাতায় আবে ছয়টি পোষ্ট অফিস ছিল । যথা,— (১) মেছুয়াবাজার (২) বাগবাজাল (৩) ভবানীপুর ১৮৫৪ খৃষ্টাব্দের চারি মান মুল্যের ডাক টিকেট-কলিকাতাতে মুদ্রিত ১৮৫ - সালে যে তদন্ত কমিশন বলে এবং যteার ফলে ১৮৫৪ সালে ডাকবিভাগে সৰ্ব্বজন বাঞ্ছিত নীতি প্রবৰ্ত্তিত হয়, তাহার রিপোর্ট হইত্তে ডাকবিভাগের তদানিন্তন অবস্থা সম্বন্ধে আমরা নিম্নলিখিতরূপ বিবরণ জানিতে পারি। তখন পর্য্যন্ত পোষ্টমাষ্টারজেনারেলই কলিকাতার প্রেসিডেন্সি পোষ্টমাষ্টারের কাজ করিতেন । এই পদের বেতন তখন ২• • •< হাজার টাকা ছিল । বর্তমানে এই পদের ৰেতন উদ্ধে • • • • টাকা তদুপরি ছুইজন ডেপুটি পোষ্টমাষ্টার জেনারেল ও -محمسه اسم سمسمحمسمم (৪) খিদিরপুর (৫) পাকস্ট্রীট (৬) বৈঠকখান। গঙ্গার ওপারে কোন ডাকঘর না থাকায় হাবড়াব লোককে চিঠি দিবার জন্য কলিকাতায় আলিতে হইত। বর্তমান সময়ে ডেলিভারি পোষ্ট অফিসই কলিকাতায় চবিবশটি ও হাওড়ায় চারিটি প্রতিষ্ঠিত রহিয়াছে। জেনারেল পোষ্ট্র অফিস ভিন্ন অন্য সব অফিস রবিবারে একেবারে বন্ধ থাকিত । অন্যান্য দিন ১১টা হইতে ৪টা পৰ্য্যন্ত খোল খাঞ্চিত। ՀԽ 8Հ