পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-ि१श्वs-ख्ठान्छाप्छौ পোষ মানান কাজটা বড় সহজ নয়।—শ্বেত ভালুকদের পোষ মানানো ত খুবই কষ্ট। এই ভালুক গুলো মধুলোভী ভালুক বোক। আর এক গুয়ে, এজন্য ও পোষ মানাইতে অত্যন্ত বেগ পাইতে হয় । উত্তর মেরুতে যাহার শ্বেত ভালুক শিকার করিতে যান, তাহারা বলেন যে মেরুপ্রদেশেৰ এই শ্বেত ভালুকীদের সস্তানস্নেহ অত্যন্ত প্রবল । ভালুকীর জীবন থাকিতে কোনরূপেই কেহ ত’•ার সস্তানদিগকে বধ করিতে পারে না । আমেরিকা এবং মধ্য এশিয়ায় একজাতীয় ভলুক আছে তাহাদের ইংরেজী নাম (The irisly Bear) ৷ এহ জাতীয় ভালুকদের স্বভাব অতি ভীষণ । এই ভালুকদের সামনের থাবা গুলি খুবই বড় । ইহাদের শরীরের তুলনায় কান ছোট । গায়ের বর্ণ পিঙ্গল। কাধের দিককার রোম দীর্ঘ । এই ভালুকেরা হরিণ প্রভৃতি সহজেই শিকার করে। আলাসক (Alaska)র ধুসর ভালুকদের চেয়ে এই “গ্রিসলি ভালুক জাকারে ছোট ছয় । গ্রিসলি— বা গ্রিজলি ভালুকের সুযোগ পাইলেই নানাজাতীয় পশু শিকার কবে । পশু শিকার করিয়া মাং থায় । ইহাদের এক একটির ওজন প্রায় ৯• - হইতে ১ • • • এক হাজার পাউও পর্য্যস্ত হয় । বিখ্যাত পৰ্য্যটক স্তাব স্যামুয়েল ব্যাকার একবার একটি গ্রিসলি ভালুককে একটা বৃহদাকার বাইসন (Bison) কে শিকার করিতে দেখিয়াছেন । এই জাতীয় ভালুকদের প্রধান দোষ এই যে ইহারা একেবারেই মানুষ দেখিতে পারে না । এজনা ইহাদের শিকাব করিতে যত বড় দক্ষ শিকারীই হউক না কেন, তাছাকে বিশেষ লেগ পাইতে হয় । তবে ক্রমাগত মানুষের সংস্পর্শে আসিয়া এবং বর্তমান বন্দুক প্রভৃতি আগ্নেয়াস্ত্রের ভয়ে ইহাদের হিংস্ৰ স্বভাবটা অনেক কমিয়। আসিধাছে । আলাস্ক তে অার এক জাতীয় ভালুক আছে ইহাদের এক একটি ভালুক দৈর্ঘ্যে প্রায় ৬৮ ফিট হইবে । এষ্ট ভালুকদের স্বভাব অনেকটা গ্রিসলি ভালুকের মত । ইহারা গভীব অলণ্য প্রদেশে বাপ করে। আলাস্ক প্রদেশে দুই জাতীয় ভালুক দেখা মায় । ইহার শিকার করিয়৷ মাংস ও যেমন খায় তেমনি কল, মূল ইত্যাদি ঘাস, পা ও থাইয়াও জীবন ধাবণ কবে । তিব্বতের নীল ভালুক এবং আমেরিকার কৃষ্ণ ভালুক এক নূতনতর রকমের ভালুক । তিব্ব আমেরিকার কুষঃ ভলুক তীয় ভালুকদের গায়ের রঙ নীলাভ, কিন্তু শরীরে সাদা সাদা রোম থাকে । এই জাতীয় ভালুক সচরাচর কোথাও দেখা যায় না । ՀԽՅԵ