পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- ---- ইচ্ছা করিয়া মাঠে কিছু শতকণা ফেলিয়া রাখিবে ।” রুথ, সন্ধ্য। পর্য্যন্ত শস্যকণা সংগ্ৰহ করিল। তারপর সহরে ফিরিয়া শ্বশ্রীকে তাহ দিল । নাওমি জিজ্ঞাসা করিলেন, “কাহার মাঠে আজ তুমি উষ্ণুবুত্তি করিয়াছ ?” রুথ বলিল, “বোয়াজের ।” নাওমি তখন বোয়াজকে তাহার সহৃদয়তার জন্য আশীপবাদ করিয়া রুথকে বলিলেন, “লোকটি আমাদের নিকটআত্মীয় ।” ইহার পর প্র তাহ রুথ, বোয়াজের দাসীদের সঙ্গে তাহার মাঠেই শস্য সংগ্ৰহ করিতে লাগিল । একদিন নাওমি রুপকে বলিলেন, “বৎসে, আমার খুবই ইচ্ছা, তুমি আবার সংসারী ই ও। দেখ, বোয়াজ আমাদের জ্ঞাতি । অাজ সে ঢেকি-ঘরে শস্ত বাছাই করিবে । স্বান ও প্রসাধন করিয়া তুমি সেখানে যাও । কিন্তু তাeার আহারের আগে তাeার কাছে দেখা দিও না । সে শয়ন করিলে তুমি তাহার পদসেবা করিবে । তখন সে তোমাকে তোমার কৰ্ত্তব্য বিষয়ে উপদেশ দিবে।” রুথ হহাতে স্বীকু ত হইল । অtঙ্গারের পর বোয়াজ শুইয়া ঘুমাইয়া পড়িলে রুথ, তাহার পদসেবা করিতে লাগিল। বোয়াজের ঘুম ভাঙ্গিলে আশ্চৰ্য্যস্থিত হইয়। সে জিজ্ঞাসা করিল, “কে তুমি ?” উত্তর হইল, “আমি আপনার দাসী রুথ। আপনি আমার নিকট-আত্মীয় । বোয়াজ বলিল, ”ভগবান তোমার ভাল করন । তুমি এখন যাহা করিলে, এত ভাল কাজ আর কখনও কর নাই। ভয় নাই, তুমি সাধু, অামি তোমার ব্যবস্থা করিব । আমি অবশ্য তোমার নিকট-আত্মীয় কিন্তু অাম। অপেক্ষ। তোমার আর একজন নিকট-আত্মীয় আছে। আজ অপেক্ষা কর । কাল সকালে তাহাকে তাহার আত্মীয়ের কাজ ( অর্থাৎ রথকে শিশু-গুণৱতী

  • -------

বিবাহ করা ) করিতে বলা হইবে । সে যদি স্বীকৃত হয় ত ভালই। নতুব। আমিইতোমাকে গ্রহণ করিব।” পরদিন অতি প্রত্যুষে কোন লোকজন জাগিবার পূৰ্ব্বে বোয়াজ রথের সঙ্গে কিছু বালি দিয়া নাওমির কাছে পাঠাইল । নাওমি সব শুনিয়া বলিলেন, “দেখ আজই বোয়াজ এই ব্যাপারের চূড়ান্ত করিবে ।” এদিকে বোয়াজ সহরের দ্বারে অপেক্ষা করিতে লাগিল । রুথের নিকট-আত্মীয় আসিলে দশজন বুদ্ধকে সাক্ষী রাখিয়া বলিল, “নাওমি আমাদের জ্ঞাতি ভ্রাতা এলিমেকের একখণ্ড জমি বিক্রয় করিবে, তুমি তাহা ক্রয় করিবে কি ? তুমি না নিলে আমিই লইব ।” সেই ব্যক্তি জমি ক্রয় করিতে রাজী হইলে, বোয়াজ বলিল, “জমির সঙ্গে কিন্তু রুথকেও গ্রহণ করিতে হইবে।” ইহাতে সেই বাক্তি রাজী না হইয়া তাহার অধিকার বোয়াজকে ছাড়িয় দিল । তখন বোয়াজ বলিল, “তোমরা সবাই সাক্ষী রহিলে, আমি আজ এলিমেকের জমি ক্রয় করলাম ও তাহার বিধবা পুত্রবধূকে পত্নীত্বে গ্রহণ করিলাম।” সবাই সাক্ষী হইল ও বোয়াজ ও রুথকে আণীপবাদ করিল। বোয়াজ রুথকে বিবাহ করিল। কিছুদিন পরে তাঙ্গাদের একটি পুত্রসন্তান জন্মিল । প্রতিবেশীর নাওমিকে আনন্দ জানাইতে আসিয়া বলিল, “ভগবান তোমাকে একটি বংশধর দিয়াছেন । ইহার নাম রাখা হউক ওবেদ ( Obed ) । নাওমি শিশুকে বুকে তুলিয়া লইলেন ও তাহার ধাত্রী হইলেন । এই ওবেদরই কালে জেস (Jesse) নামে একটি পুত্র জন্মে। তাহারই পুত্র রাজা ডেভিড । ইফ্রেম পৰ্ব্বতের রাম (Ramah) সহরে এলকানা (Elkanah) নামে এক ব্যক্তি >○ど8 بيت مسمسمسم.مم-.