------- কোথাও কুমারের খোরে চাক্, *प्न শু-পারে আঁধার কালো, দেয় সারাদিন ধরে’ পাক । জলে ঝিকিমিকি করে আলো, মুদী দোকানেতে সারাথণ বালি চিকিচিকি করে চরে, বসে’ পড়িতেছে রামায়ণ । ছায়া ঝোপে বসি’ থাকে ডরে। কোথাও বসি’ পাঠশাল ; ঘরে সেথায় গহন গভীর বন, যত ছেলেরা চেচিয়ে পড়ে, তীরে নাহি লোক নাহি জন। বড়ো বেতথানি ল’য়ে কোলে শুধু কুমীর নগর ধারে গমে গুরুমeাশয় ঢোলে । সুখে রোদ পোহাইছে পাড়ে। - বাঘ frtzczteratze crit», ঘাড়ে পড়ে মাসি’ এক লাফে । কোপা ও দেখা যায় চিতা বাঘ, তাহার গায়ে চাকা চ:ক দাগ । রাতে চুপি চুপি আসে ঘাটে, জল চকে চকো করি’ চাটে । হেপায় যখন জোয়ার ছোটে, নদী ফুলিশে ফুলিয়ে ওঠে । নদী চলে যায় যত দূরে, ততই জল উঠে পরে পুরে । শেষে দেখা নাহি যায় বুল, চোখে দিক হ'য়ে যায় ভুল ; নীল হ'য়ে আসে জলধারা, মুখে লাগে যেন মুন-পারা ; ক্রমে নীচে নাহি পাই তল, 卒び雪 আকাশে মিশায় জল ; v5f51 কোন খানে পড়ে রয় ; শুধু জগে জলে জলময় । ওরে এ কী শুনি কোলাহল, হেরি এ কী ঘন নীল জল । হেথায় একে বেঁকে ভেঙে চুবে? হেপায় ফুকাইল সব দেশ, গ্রামের পথ গেছে বহু দূরে । नभौब्र लभ१ *ट्टेव, ८-१५ ; সেথায় বোঝাহ গরুর গাড়ি এখন কোথাও হ'ৰে না যেতে, ধীরে চলিয়াছে ডাক ছাড়ি’ । সাগর নিল তা'রে বুক পেতে । রোগ গ্রামের কুকুরগুলো ক্ষুধায় শু-কিয়া খেড়ায় ধুলো । যেদিন পুরণিমা রাতি আসে ननी চিরদিন চিরনিশি, চাদ মাকাশ জুড়িয়া ছাগে ; র”বে অতল অাদরে মিশি* । >8>や
পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/২৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।