পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৪১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1 করা হইল, তাহার ইন্মত্ত নাই। বলির রক্তে মন্দিরের প্রাঙ্গণে স্রোত বহিয়া গেল। তারপর চৌদ্দ দিনব্যাপী উৎসব চলিল। একদিন ভগবান সোলোমনের নিকট দেখা দিয়া বলিলেন, “তোমার প্রার্থনা আমি শুনিয়াছি। তোমার এই মন্দির আমার উপস্থিতিতে পবিত্র হইয়াছে। চিরদিন ইছা আমার প্রিয় থাকিৰে। তুমি যদি সৰ্ব্বদা আমার আদেশ পালন কর ও ধৰ্ম্মপথে চল, তবে তোমার বংশ চিরদিন সমগ্র ইম্রেলের উপর রাজত্ব কৱিবে । আর তুমি অথবা তোমার সন্তান-সন্ততির যদি আমার আদেশ অমান্ত অথবা অন্ত দেবতার ভজনা কর বা করে, তবে ইশ্ৰেল-সস্তানদের এই দেশ হইতে বিতাড়িত করিব ; এই মন্দির আমি পরিত্যাগ করিব। ইশ্রেলের নামে লোকে ধিক্কার দিবে।” সোলোমন খুব পরাক্রমশালী রাজা ছিলেন। তাহার রাজত্বকালে দেশ খুব সমৃদ্ধিশালী হইয়াছিল। তিনি অনেক সহর নিম্মাণ করেন। হিটাইট্‌ আমোরাইট, ছিডাইট প্রভৃতি জাতীয় লোকেরা তাহার অধীনতা স্বীকার করিত ও কর দিত। তিনি একটি নৌ-বাহিনীও স্বষ্টি করিয়াছিলেন। দেশ বিদেশে তাহার ঐশ্বৰ্য্য ও জ্ঞানের বাৰ্ত্তা প্রচারিত হইয়াছিল। র্তাহার খ্যাতি শুনিয়া সেবার রাণী (Queen ofsheba)অনেক লোকজন ও উপটৌকন লইয়ার্তাহার সহিত দেখা করিতে আসেন। তিনি সোলোমনের সঙ্গে অনেক বিষয়ের আলোচনা করেন। তাহার অনেক দুরূহ প্রশ্নের সমাধান সোলোমন করিয়া দিয়াছিলেন। তাহার জ্ঞানের পরিধি হৃদয়ঙ্গম করিয়া ও রাজসভার জাকজমক দেখিয়া সেবার রাণী একেবারে মুগ্ধ হইয়া গেলেন ও র্তাহার নিকট নিজের আস্তরিক শ্রদ্ধা নিবেদন করিয়া বলিলেন, “মহারাজ দেখিতেছি আপনার বিষয়ে আমি যাহা শুনিয়াছিলাম,সবই সত্য। পূৰ্ব্বে আমি তাং বিশ্বাস করিতে পারি নাই। হিব্রুsজপতি ও ওল্ড টেষ্টামেণ এখন স্বচক্ষে দেখিয়া ধগ্য হইলাম। বাস্তবিক আপনার প্রজাদের মত সুধী জগতে আর কেহ নাই। অনেক মুকুতির ফলে আপনার দ্যায় রাজা পাইয়া তাঙ্কার ধন্ত হইয়াছে। ভগবানের আশেষ করুণ। আপনার প্রতি ।” তারপর তিনি লোলোমনকে নানাবিধ মূল্যবান উপঢৌকন প্রদান করিলেন। ইশ্ৰেলরাজও র্তাহাকে তাহার ঈপিাত দ্রব্যাদি প্রদান করেন। অত:পর সেবার রাণী নিজদেশে ফিরিয়া গেলেন । সোলোমনের অনেক মহিষী ছিলেন । পাটরাণী ছিলেন মিশরের রাজকন্যা। অন্যান্য সবাই ছিলেন ভিন্ন দেশীয়। কেহ ছিলেন মেীয়াব কন্যা, কেহ অ্যামন কন্যা, কেহ বা ইদম জাতীয়, কেহ হিটাইটু। তিনি লেবার রাণী র্তাহীদের সকলকেই খুবই ভালবাসিতেন। তাছাদের জন্ম না করিতে পারিতেন এমন কোন কাজ ছিল না। এমন কি, বুদ্ধ বয়সে তাঙ্গদের প্ররোচনায় আষ্টোরেত, মিলকম প্রভৃতি নানা দেব-দেবীর পূজা করিতে আরম্ভ করেন। তাহদের জন্য জেরুসালেমে অনেক মন্দির নিন্মাণ করেন। কাজেই, যিহোবার প্রতি তাছার আর পূৰ্ব্বের মত ভক্তি-শ্রদ্ধা ছিল না। ইহাতে ভগবানের অতিশয় ক্রোধ উপস্থিত হয় । তিনি দুইবার তাহার নিকট উপস্থিত হইয় তাহাকে সাবধান করেন। তাছাতে কোনই ফল হইল না। তখন যিহোবা তাহাকে এই বলিয়া অভিশাপ দেন, “তুমি جمام می\t) د - مم--ممممم۔