পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- প্রাসাদগুলি ফতেপুরে শেষ হয়। এই প্রাসাদের তোরণদ্বাব বুলান্দ দরওয়াজার মত উচু। এইরূপ উৎকৃষ্ট স্থাপত্যেৰ উদাহরণ ভাৰতবৰ্ষ কেন পৃথিবীব অন্য কোথাও আছে কি না, তাহাও সন্দেহস্থল । দিল্লী ও অাগার প্রসাদে দে ওয়ানী অাম ও দেওয়ানী খাস প্রভৃতি দরবার-গুঙ্গ মৰ্ম্মর প্রস্তরের অপুৰ্ব্ব স্বষ্টি। মুঘল রাজত্বের শেষ অবস্থায স্থাপত্যের দৃদশার ইতিহাস বুঝিতে হইলে লক্ষেী, ঢাকা, মুর্শিদাবাদ প্রভূতি অঞ্চলের মসজিদ প্রভূতি দেপিতে হয় । লক্ষেীয়েব মচ্ছিভবন, ইমামবাড়ার বিশেষত্ব এই যে, এইটির মত একটি বিরাট খিলানের উপব o ১ • ০ফুট হলঘর ভারতবর্ষে আর কোথাও নাই। বডকল ঘর বড় জনতাব জন্য তৈয়ারী হইয়া থাকে, তাই তাহাতে পাঠ বা বক্তৃতাকালে যাতাতে সবাই বেশ স্পষ্টভাবে শুনিতে পায, সেই ভাবে তৈয়ারী করিতে : ; - হয় । লক্ষ্মেীয়ের এই ইমাম- *、 3 বাড়ায় কথা বেশ স্পষ্ট sta: শোনা যায়। লক্ষেীয়ের, irii যুক্তপ্রদেশের গভর্ণমেণ্টেৰ ১৯২৫ সালের তৈয়ারী কাউন্সিল হলটি এ বিষয়ে ব্যর্থতার একটি উদাহরণ । ইউরোপীয আধুনিক স্থাপত্য বৈজ্ঞানিক প্রণালী অনেক উন্নত হইতেছে বটে কিন্তু এ সব বিষয়ে মুঘল স্থাপত্যে বা তার পূৰ্ব্বেকার ভারতীয় স্থাপত্যে কোনও দোষ দেখিতে *ii'sग्नl यांश न । স্থাপত্য কলায় দেশ, কাল, উপযোগিতা প্রভৃতি না দেখিয়া কিছু করা যায় না। শীতপ্রধান, গ্রীষ্মপ্রধান, বর্ষাপ্রধান - ՆԵ-Գ SAASAASAASAASAASAASAASAASAAAS সেকেন্দ্রা-আকবরের সমাধি গরতের স্থাপত্য প্রভৃতি দেশের আবহাওয়া ও প্রয়োজনীয়তা বুঝিয। তবে স্থপতি ভিত্তি স্থাপন করিতে পারেন । আমাদের প্রাচীন শিল্পশাস্ত্রগুলিতে এ বিষয়ে লিশেম বিধান দেওয়া আছে। সেগুলি পড়িলে ভারতের স্থাপতোর অনেক एठ,५I ’'ीन1 य1ग्र । জাহাঙ্গারেব কীৰ্ত্তিব মধ্যে আকবৰেৰ কবরটি বিশেষ উল্লেখযোগ। এটিকে মৰ্ম্মব প্রস্তব দিয়া নিৰ্ম্মাণ কবিতে ৪১১ লক্ষ ৪৮ হাজার ৮১৬ টাকা সাত আন দুষ্ট পয়সা খবচ হইয়াছিল ললিযা তখনকার বাদশাহনামা পুস্তকে লিখিত আছে । শাহজাহানের তাজের কীৰ্ত্তি জগতের একটি অমূল্য স্থাপত কলা। তাজ শুধু ভাবস্তেব গৌরব নয়, পৃথিবীব স্থাপত্য কলার মধ্যে গৌরব করিবাব মত জিনিষ। মনে হয়, যেন শ্বেত পাথরে একটি স্বপ্নপুরী কে রচনা করিয়া রাখিয়া গিয়াছে। এই তাজের উপর পৃথিবীর কত বড় বড় কৰি যে কবিতা রচনা করিয়াছেন, তার ইয়ত্তা নাই এবং যুগে যুগে কত যে রচিত হইবে, তাই বা কে জানে। শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের অীকা


ه-به-به-به-ها