পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

击 -- আচল দেশেক্স প্রকাশ চেল অঙিসিসের দলে ঢুকতে। বুড়ে বড়ই সাদাসিধে মানুষ, আসল মংলৰ যে কি, তা, কিছুই বুঝতে পারলেন না। তিনি তাদের সবাইকে দেবগুরু দুজনের কাছে সোজাস্বজি নিয়ে গেলেন। অঙিফাক আর লিপিমালি দুজনে মিলে তাদের সবাইএর মাথায় হাত রেখে আশীষ ৰাণী দিলেন আর মাটীর হাড়ির ভিতর থেকে লিছুৱে মাট বের ক’রে তিলক কেটে তাদের নিজেদের দলের জাতে আনলেন। আর মুখে আওড়াতে লাগলেন— “দুঃখে মুখে সমান ভেবে চলৰি এই ভবে, জানবি, যে তুই যাবার কালে সাথে সে না রবে ।” তা ছাড়া অঙিফাক অনেক ভাল ভাল সৎ উপদেশ তাদের সবাইকে দিলেন। আর দুঃখ ক’রে বললেন, অবুঝের দল বুঝচে না যে আমরা দুজন হলেম ভগবান লিমিঙবোঙার দুই সহোদর ; আমাদের মানলে লিমিঙবোঙার দরবারে সটান যেতে পারবে, পৃথিবীর যখন শেষ দিন আসবে। চেল ছিঙোহোণ্ডাকে তাদের আরো ভাল ক'রে তার দুজনে বোঝাতে বলায় বুড়ো আরো ভাল ক’রে অনেক বড় বড় কথা সংজ ক'রে তাদের বুঝিয়ে দিলেন। বললেন, "যেমন সদাগরকে খুনী করতে হ’লে তার চোপদারকে আগে খুনী করতে হয়, এও তেমনি এদের দুজনকে খুশী করলেই এদের বড় ভাই সিমিঙবোঙাও তাদের উপর খুব খুশী হবেন। আর কোনই ভাবনা তাদের থাকবে না । হিমাঙদেড়ো আর চেলা তিনজন তিলক কেটে দিনকতক বুড়োর বাড়ী দেবগুরুর হিতোপদেশ শুনতে রোজ রোজ যেতে লাগল। দেখলে, শুরু দুজনের আর বুড়োর তাদের উপর কোনো ধোকা নেই। তখন এক দিন তারা দেবগুরুদের আর বুড়োকে তাদের বাড়ীতে খেতে যেতে অনুরোধ করলে ৷ এদিকে হিমাঙদেড়োর বাড়ীতে খাবার ঘরের মেঝের মাঝখানে দুটো বেশ বড় বড় খাল কেটে রাখলে । আর তার উপরে একটা মোট চাদর বিছিয়ে দিলে। তার চারপাশে পাত পেতে রাখলে খাবারের। খাবারের খুব বেশী বেশী আয়োজন রাখলে-যাতে চাখতে চাখতে ৰেশ রাত হয়ে যায়। যথাসময়ে গুরু দুটিকে নিয়ে বুড়ো হিঙেছোঙা এলেন হিমাঙদেড়োর বাড়ীতে খেতে । হিমাঙদেড়ো আর তার তিন চেলায় মিলে Եr> շ খুৰ খাতির করে তাদের খেতে বসালে সেই কাপড়ে ঢাক খালের চারপাশে । বুড়ে খেতে বসে দেখলেন যে, তারা সাতজন গুণতিতে খেতে বসেচেন, আর মাথার উপর একটা টিৰুটকি দোরের উপর মাথা নাড়চে আর টিক্‌টিক কল্পচে । এইসব দেখে তার ত গাঁয়ে কাটা দিয়ে উঠল, ভাল বোধ হ'ল না। মনের ভাৰ মনেই চেপে গেলেন, গুরুদেব দুজনকে আর জানালেন না। এদিকে খাওয়া দাওয়া শেষ হ’তে বেশ একটু রাত হয়ে গেল। তখন ছিমাঙদেড়ে। তারা সাতজন গুণতিতে খেতে বসেছেন একটা কোনো ছুতে ক'রে বুড়ে। হিtঙttহাঙকে ঘরের বাইরে দাওয়ায় ডেকে এনে বসালে আর পান-তামাক খেতে দিলে। এদিকে এরই ভিতর কাজ শেষ করলে চেলা তিন জন । টিপ করে অছিঙফাক আর সিলিমালি দুজনকে ঘবের মেঝের ভিতরকার খালে পু"তে মাটি চাপ দিলে। দাওয়ায় বসে বলে এদিকে শীতে বুড়ো কঁপিচেন আর সারারাত তামাক টানচেন, আর ভাবচেন যে, গুরু দুইজন বুঝি খাওয়া দাওয়া শেষ ক’রে মনের খুলীতে ঘরের ভিতরে বসে বসে তাল পাশা খেলচেন।


E3