-- fસ્વાલા-આરાજકો কাজের অজুহাত দেখাইয়া কথাটা চাপা দিতে লাগিলেন। স্পেনের লোকেরা তাহার এইরূপ অদ্ভুত সঙ্কল্পের কথা হাসিয়া উ৬াইতে লাগিল । বলশ্বস জন্মভূমি জেনোয়ার লোকদের সাহায্য ভিক্ষা করিতে লাগিলেন,কেই সাহায্য করিল না। আবার পর্তুগাল গেলেন, কিন্তু কেহ তাহার কথা কাণে তুলিল না। ইংল্যাণ্ডের বাজ। সপ্তম হেনরির নিকট ভাইকে পাঠাইর সাহায্য ভিক্ষ করিলেন, কোন সাং (যা মিলিল না। ব লম্বসের সদয় ভাঙ্গিয়া গেল, তিনি বুঝিয়াছিলেন যে, তাহার উদেখ সাধু, কিন্তু কেইষ্ট তাহাকে সাহায্য করিল না। ছয় বৎসর পরে স্পেনের রাজা ফ দিনান্দ তাছাকে সাহায্য করিলেন। কিন্তু নাবিক জুটিল না ! কেহই ঠাখার এই সমূদ্র-যাত্রার সঙ্গী হইতে চাহিল না— তাছার মনে কবিতেছিল, কলম্বসের সঙ্গে গেলে আর ৩াহারা প্রাণ লইয়। ফিরিয়া আসিতে পরিবে না। নাবিকেরা পলাইয়া যাইতে লাগিল—কবা বশীদিগকে নাবিকের কাজে নিযুক্ত করা হইল। রাজtল হুকুম *गंI ॐ ८** भtfनcट 5t८* भ1, 4भ- ५fद्रt ५५द*t* মধ্যে কলম্বসের মন ভাঙ্গিস খাইতে লাগিল, যদিও বা এত ক্লেশের পর অt কাঙ্গণ পূর্ণ হইবার আশ। হঃখছিল, শেযটা কি না তাই তেও ব্যাঘাত ঘটিল। coừ=toliško fagota (Pinzon) atx + qka. সঙ্গতিশাণী স্পেনীয় ভদ্রলোক পহু অর্থ ব্যয় করিয়া জf*াজ সঙ্গিত করিলেন এবং ঘুম দিয়া, ভয় দেখাষ্টয়া —এইরূপ নানা উপায়ে অনিচ্ছ,ক নাবিকদিগকে কলম্বসের গঙ্গা করিয়। দিলেন । এই ভাবে সব ঠিক হইল। ১৭৯২ খৃষ্ঠদের আগষ্ট মাসেব এক শুভ দিনে ব • স্বগ অজ্ঞাতের পঞ্চানে ধাত্রা করিলেন। নাবিকদের মনে একটুক্ উৎসাহ ছিল না। যাত্রা কালে, পরিবাব পরিজনেরা SKK BB BBBSB CSSTBBBB BBS BBB BB মাসিয়াছিল। জাহাজ যতই পশ্চিম মুখে যাইতে লাগিল, ততই তাহদের মন ভাঙ্গিয়া যাইতে লাগিল । চারি দিকে বিশালfস্থত অনন্ত সাগর –আর তাহার মধ্যে দিয়াতিনখানি ছোট ছোট জাহাজ ভtfসয়া চলিয়াছে। সকলের চেয়ে বড় জাহাজ সাণটামেরিয়া (Santamaria) ৬৫ ফিটের বেশী দীর্ঘ নয়, অপব দুই খান পিণ্ট(Pinta) ও নিন (Nina। পঞ্চাশ ফিটেরও কম। নাবিকেরা দেশে ফিরিয়া যাইবার জন্য ব্যগ্র ইইয়ু৷ পড়wাছিল -কিন্তু স্কলম্ব হাংtাদগকে নিরস্ত করিয়া
এবং কেনারি দ্বীপে জাহাজগুলি মেবামত করিয়া ও মিষ্ট জল ও কাষ্ঠ সংগ্ৰহ করিয়া পশ্চিম দিক লক্ষ্য করিয়া আবার জtছাজ ছাড়িয়া দিলেন। সঙ্গী নাবিকেএা তাহাকে ভয় দেখাইতে লাগিল, গালি-মন্দ দিতে লাগিল কিন্তু কলম্বস্ প্রফুল্লচিত্তে পশ্চিম দিকে যাইতে লাগিলেন । দিনের পর দিন যাইতে লাগিল ; কোথায় মাটি ! মাটির চিহ্ন কোথাও নাই। নাৰিকে স্থা গুছে ফিরিবার জষ্ঠ বঁ1দতেছে। তাহার হুকুম তামিল করিতে চাfইতেছে না, সকলের অবস্থা অতি শোচনীয়, এমন সময় একদিন দেখা গেল যে, জাহাজের মাস্তুলের উপর পার্থী আসিয়া বসিতেছে,—একটা গাছের ডাল ঢেউযেব বুকে ভাসিতে ভাসিতে চলিয়াছে । কলম্বসের মন এইবার আশা ও উৎসাহে পূর্ণ হইল। পিণ্ট। জাহাজেব লোকের সৎসা চীংকার করিয়া উঠিল— মাটি,মাটি,মাটি, (Land, Land,Land) ! Riftt *** অশ্রুসিক্ত নয়নে ভগবানেব মহিমা-গীতি গাহিতে আরম্ভ করিল। জাহাজ তিনখান তীরে নঙ্গ র কবিল। দেখা গেল,ক্টছ। কতকগুলি দ্বীপের সমষ্টি । নাবিকেবা স্পেন দেশের রাঁজপতাকা প্রোথিত করিল। তাছাদিগকে CBtt BBB BBBBBS BBSBBS BB S BB BSBS তাহার) দল বঁধিত্ব, ফিরিখা আগিয়া অৰক্ দৃষ্টিতে এই নুতন দেশের লোকদেব দেখিতে লাগিল । কলম্বস। দ্বীপেব নানাস্থান মাপ-জোক করিলেন, প্রত্যেকটি দ্বীপে স্পেনদেশের রাজপতাব প্রোথিত করিলেন। এই দ্বীপপুঞ্জের দৃগু দেখিয়৷ কলম্বস মুগ্ধ হইয়াছিলেন। এখানকাল অনেক ফুল, ফল, গাছ, পাতা ও লতা তিনি দেশে আনিয়াছিলেন। ঐ দ্বীপের লোকের তাহাকে সে দেশের ফুল, ফল, লতা পাতা ও তামাক গাছ দেখাইয়া, তামাকের পাতা চুৰটের মত করিয়া কিভাবে থাইতে হয়, তাছা দেখাইয়া দিল । কল সস ও তাহাব সঙ্গিগণের প্রতি দেশীয় লোকেরা খুব ভাল ব্যবহার করিয়াছিল । ক স্বস্ সোনার কথা বলিলে তাহারা ইঙ্গিতে বুঝাইয়া দিল যে, এখান হইতে অল্প দূরে এক রাজা আছেন, তাছার খুব সোনা আছে। কম্বদ ও র্তাহার সঙ্গিগণ মনে করিলেন যে, তাছারা ভারতবর্যের কাছাকাছিকোথাও আসিয়াছেন। এজন্য এই দ্বীপপুঞ্জের নামদিয়াছিলেন পশ্চিমভারতীয় দ্বীপপুঞ্জ (West Indies)। কলম্বস তখনও বুঝিতে পারেন নাই যে, ইহার অনতিদূবেই এক অজানা >&br