পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৃথিৱী পল্লিক্রমণের চেষ্ট1-- পড়িলে কেহ বিদেশে যাইতে চাহিত না। খুষ্টেব প্রায় ১৪০০ বৎসর পর্য্যন্ত এইরূপ ধারণা ইউরোপে বৰ্ত্তমান ছিল। তখনকাব লোকের পৃথিবী সঙ্গন্ধে কিরূপ অদ্ভুত জ্ঞান ছিল, পূর্ব পৃষ্ঠাব মাপ হইতে তাঙ্গ বৃশিন্তে পরিবে। ১২০০ খৃষ্টাব্দেৰ পূৰ্ব্বে পৃথিবীতে ইহা অপেক্ষা ভাল ম্যাপ ছিল না। এই সময়ে ইউরোপের লোকের পশ্চিম মোটেই লাচিয়া থাকিতে পাবে না। আর এক মতে, পশ্চিম সাগরের সীমানীয় সৰ্ব্বদা অন্ধকারময় কুয়াস বর্তমান আছে, সেখানে দিগ্বিদ্ধিক দেখা যায় না এবং মানুন সেখানে গেলে তাঙ্গার গায়েব রঙ নিগ্রোদের মত কালে হুইযা যায। সুতরাং ভূমধ্য সাগরের পশ্চিমে যাওয়াব জ্য লোকে মোটেই চেষ্টা করে নাই। /? 三辺tこ=Rt弓 =IIエ「*」 ゲリ -or չ5 - அரிக்க . . সাগর (আটলান্টিক মহাসাগর ) সম্বন্ধে আরও কতকগুলো অদ্ভুত ধারণ ছিল। তাহারা মনে করিত যে, সূৰ্য্য-দেবতা সারাদিন খাটুনির পর শ্রান্ত হইয়া রোজ সন্ধাকালে পশ্চিম-সমুদ্রে ডুবেন ; স্বতরাং তাহার দেহের গরমে জল এত উত্তপ্ত হয় যে, সৰ্ব্বদাই তাহ টগ্‌বগ্‌ কবিয়া ফুটিতে থাকে। সুতরাং সেই সমুদ্রে মানুষ-জন গেলে - ੋ 4) (২) কার্থেজদেশীয় হানোর সমুদ্ৰ-যাত্রা --বৃঃ পূর্ব ৫০০ অব্দ। প্রাচীনকালের লোকে আটলান্টিক মহাসাগরে জলযাত্র। মোটেই কবিত না, এই কথা বল। সম্পূর্ণ সত্য হইবে না। কারণ খুষ্টের জন্মের পাচশত বন পূৰ্ব্বে উত্তর আফ্রিকার উপকূলে কার্থেজ নামক নগর সভ্যতায় ও বাণিজো বিশেষ বিখ্যাত হইয়া

i