পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

M-- পৃথিৱী শক্তিক্রেমণের C可é1·→→→→→→→→+→→蛤 সেই জন্য এই প্রণালীর প্রাচীন নাম ছিল Pillars of Hercules I on “[stott's তারিক নামক একজন আরবদেশীয় যোদ্ধা আফ্রিকা হইতে আসিয়া এই প্রণালী অতিক্রম করিয়া জিরাল্টার পববতের কাছে স্পেনের তৎকালীন রাজাকে পরাস্ত করেন। র্তাঙ্গর নামানুসারে পাহাড়ের নাম হয় জিবল তারিক অর্থাৎ তারিকের পাহাড়। উক্ত নাম হইতে বৰ্ত্তমান নাম জিব্রাল্টার হইয়াছে । মধ্যযুগ-যুদ্ষ্টের জন্মের প্রায ৩০০ বৎসর পূৰ্ব্বে বোমদেশেব লোকেরা প্রায় একশত বৎসর যুদ্ধের পর কার্থেজ নগবের ধ্বংস সভ্যতার বিস্তার করিয়াছিলেন। এই সমস্ত দেশ হইতে র্তাহারা ফিলিপাইন, চীন ও জাপান পৰ্য্যন্তও যাইতেন। চীনদেশ হইতেই বড় বড় নৌকা কবিয়া বণিকেরা ভারতবম, পারস্য ও আরবদেশে বাণিজ্য করিতে আসিতেন । অনেকে মনে করেন, চীনদেশের লোকেরা প্রশান্ত মহাসাগৰ অতিক্রম করিয়া আমেরিকা পৰ্য্যন্ত যাইতে পাবিয়াছিলেন। কিন্তু এই সমস্ত সমুদ যাত্রা নানা কারণে ক্রমে স্থগিত হইয়া যায়। ১ ভবিতবসে খুষ্টীয় সপ্তম অষ্টম শতাব্দীর পর চাইতে বৌদ্ধের নিস্তেজ হইয়া যান এবং খুব গোড়া ব্রাহ্মণের জাৰৰেণ বাণিজ্য-জাহাজ-ডাও সাধন করেন। তাহার পরে প্রায় দুষ্ট হাজার বৎসর . ইউরোপের লোকের ভূমধ্য সাগরের পশ্চিমে যাওয়ার চেষ্টা করে নাই। রোমানরা যুদ্ধ লইয়াই ব্যাপৃত থাকিত, তাহারা বিদেশের সহিত ব্যবসা বাণিজ্য করা ভাল বুঝিত না। কিন্তু তখন দেশে চীন, ভারতবর্ষ ও আরবদেশের মধ্যে খুবই বাণিজ্য চলে। খুষ্টের জন্মের পুর্ব হইতেই ভারতবর্ষের নানাপ্রদেশের বিশেষতঃ কলিঙ্গ ও বাঙ্গলার লোকেরা সমুদ্র অতিক্রম করিয়া হুমাত্রা, যবদ্বীপ, বোৰ্ণিও, পুৰ্ব্ব উপদ্বীপ প্রভৃতি দেশে বাণিজ্য করিতে যাইতেন এবং এই সমস্ত দেশে খুব বড় বড় রাজ্য প্রতিষ্ঠা ও নানাবিধ ভারতীয় ধৰ্ম্ম প্রচার করিয়া হিন্দু SAASASASS **-t ------------------ * * ংকংএর বাণিজ্য-দাগজ-পাঙ্ক চীনেল বাণিজ্য-দাংfদ-জাঙ্ক তাহারা বলিলেন যে, প্রবল হইয়া উঠেন। যাহারা সমুদ্ৰ-যাত্রা করিবে, তাহাদিগকে জাতিচু্যত করা হইবে স্বতরাং লোকে জাতি হাবাইবার ভয়ে অাব বিদেশে যাইত না। তাহাদের স্থান পূর্ণ করে আরবদেশের লোকেরা। তাহারা চীনদের সহিত বাণিজ্য চালাইতে লাগিল । তোমাদের মধ্যে অনেকেই তারব্য উপন্যাসে সিন্ধুবাদ নাবিকের কথা পড়িয়াছ। কিন্তু সমুদ্ৰ-যাত্রা খুব কষ্টকর ব্যাপার । সমুদ্রে ঝড়-বাদল আছে, নানা স্থানে নিমজ্জিত পৰ্ব্বত আছে যাহার উপর পড়িলে জাহাজ টুকরা টুকরা হইয়া যাইতে পারে। তাহার পর মঙ্গসমূদ্র অতিক্রম করিতে হইলে বহুদিনের -

  • F