পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথিৰী পল্লিক্রমণের চেষ্টা ভ্য ছিল, তখন ভূমধ্যসাগরের প্রান্তবর্তী দেশ ব্যতীত ইউরোপের অপরাপর দেশের লোকে বর্তমানকালে আফ্রিকাবাসী নিগ্রোদের মত অত্যন্ত অসভ্য ও বর্বর ছিল। তাহাদের না ছিল লেখা পড়াব জ্ঞান, না ছিল নিয়মবদ্ধ সমাজপ্রণালী বা কোন গুরুপ নগর বা দুর্গ। খৃষ্টের দুই তিন প্রাচীন পাপস্তেন নক্ষত্র-যুগ শতাব্দী পূৰ্ব্ব হইতে রোমনগরের লোকেরা প্রবল হইয়া উঠিয়া উত্তর-পশ্চিমে ইউ রোপের অধিকাংশ স্থানে আপনাদেৰ প্ৰভুত্ব বিস্তার করে, এবং বর্তমান ফ্রান্স, জাৰ্ম্মানির কতকাংশ, ব্রিটেন, স্পেন, পটুর্গাল প্রভৃতি দেশ রোমানদের দখলে আসে। রোমানদের সংস্পর্শে আসিয়া এই সমস্ত দেশের লোক ক্রমশঃ সভ্য হইতে থাকে। খৃষ্টের পঞ্চম শতাব্দীতে জাৰ্ম্মানদেশীয় অসভ্যজাতিগণের


তাক্রমণে রোমসাম্রাজ্য ধ্বংস হইয়া যায়, কিন্তু এই চার পাঁচ শত বৎসরে এই সমস্ত দেশ রোমের ভাষা, লিপি ও সভাত গ্রহণ করে। এখনও ফ্রান্স, স্পেন, পটুগাল প্রভূতি দেশের ভাষা ই ঠালীদেশে প্রাচীনকালে প্রচলিত লাটিন ভাষা হইতে উদ্ভূত। রোম সাম্রাজা ধ্বংশ তইলেও রোমের প্রভাব নষ্ট হয় নাই। কারণ, বোম নগর হইতে খৃষ্টান ধৰ্ম্মগুরু পোপের আদেশে খৃষ্টান সন্ন্যাসীরা এই সমস্ত দেশে যাইয়া খৃষ্টধৰ্ম্ম প্রচার করিতে আরম্ভ করেন। ক্রমে ক্রমে খৃষ্টীয় ষষ্ঠ ও সপ্তম শতাব্দীতে দক্ষিণপশ্চিম ইউরোপের সমস্ত দেশে বড় বড় রাজা, নগর, সমাজতন্ত্র ইত্যাদি গড়িয়া উঠে। কিন্তু তখন মার এক বিপদ উপস্থিত হয় । ৬৩০ খৃঃ অব্দ হইতে আরবদেশীয় লোকে মহম্মদ প্রচারিত মুসলমান ধৰ্ম্ম গ্রহণ করিয়া সমস্ত পৃথিবী জয় করিবার জন্য উদ্যম করেন। পূৰ্ব্বেই বলিয়াছি যে, ৭১২ খৃঃ অব্দে তাহা দের একজন সেনাপতি তারিক মাত্র ৩০ • শত সৈন্য লইয়া জিব্রাল্টাব প্রণালী অতিক্রম করিয়া স্পেনের রাজাকে যুদ্ধে পরাস্ত করেন, এবং অচিরকাল মপো সমস্ত স্পেনদেশ আরবদেশীয় মুসলমানদের দখলে আসে। খৃষ্টানেবা যুদ্ধে পরাস্ত হইয়া স্পেন পটুৰ্গালের উত্তর-পশ্চিম কোণে আশ্রয় লয। মুসলমানেরা ফ্রান্স দেশও জয় করিতে চেষ্টা করেন, কিন্তু তাঙ্গাবা Poitiers নগরের বিখ্যাত যুদ্ধে ফরাসী যুদ্ধ নেতা Karl the IIammerer বা মুষলধাবী কালের নিকট হরিয়া যান। স্পেনদেশে মুসলমান রাজত্ব প্রায় ৭০০ বৎসর বর্তমান থাকে। র্তাহারা কর্ডোভা (Cardova), al-Isl (Granada) 2 şfz সহরে বড় বড় দুর্গ, রাজপ্রাসাদ ও বিদ্যায়তন প্রতিষ্ঠা করেন। খৃষ্ঠানেরা তাহাদিগকে মুর বলিত। এই মুরজাতীয় নত্ব ৷