ভান্নভী ----------------. 乐 وع مدf বিভাগ হইলে অনুলি ভাগে যাইতে হইলে অন্ততঃ পক্ষে পঞ্চাশ রকমের বাধা সম্মুগে পড়িত এবং তাহার ফল হক্টয়াছিল এই যে, ফরাসীদেশের লোকেৰ একপ্রকার তুলিয়াই গিয়াছিল য, তাহাব একই জাতি--তাহাদের স্বপ দুঃখ পরম্পবেব সহিত নিবিড়ভাবে জড়িত। সাম্য এবং মৈত্রব যেপানে এতখানি অভাব, সেখানে স্বাধীনত যে ছিল না, তাহ বল বাহুল্য। বাজ ছিলেন স্বেচ্ছাচারা--তাহার স্বৈরাচাবিত্তায় বাধা দিবার শক্তি ছিল ন কহিবও | পার্লামেণ্ট একটা ছিল ফবাসীদেশে-তাহাকে বলিত ষ্টেটুস জেনাবেল (States General) পিষ্ঠ তাহার অস্তিত্ব ছিল শুধু নামে।
- (Montesquicu)
এক শত বছবেবও বেশী হইয়। গিয়াছিল, তবু রাজা একবাবটি ও হে। আহবান কবেন নাই, কারণ যদিও ষ্টেটুস জেনারেলের মধ্যে জনসাধাৰণেব কোন প্রতিনিধি ছিলেন না, তবু সেখানে জমিদাব ও লর্ডর আসিয়া বাঞ্জাব যথেচ্ছ শাসনের অস্থলায় হক্টতে পারেন, এই সস্তাবনাটুকু ছিল। ফল তইঘাছিল এই যে, রাজার প্রিয় কয়েকজন অন্তঃবেব হাতে শাসনবিভাগের সব কাজ স্তস্ত থাকিল । তাহার নানাভাবে দেশেব লোকেৰ উপব অত্যাচাব করিত, কিন্তু প্রতিকারের 虫→→· -- ? কোন উপায়ই ছিল না। কাবণে অকারণে কারাবাস ববণ করা ফরাসাদেশের সাধারণ নিয়ম হইয়। দাড়াইয়াছিল, প্রতিবাদ বা অভিযোগ করার কোন পন্থা ছিল না, কারণ শাসনযন্ত্র এবং বিচারবিভাগ সমস্তই ছিল স্বেচ্ছাচারী রাজ্ঞার অযুগত ৷ এই প্রকার অসাম্য এবং অত্যাচাব ইউরোপের অন্যান্য দেশেও ছিল, কিন্তু বিপ্লবটা ফরাসীদেশে স্বরু হইল প্রধানত: দুই কারণে। প্রথমতঃ, ফবাসীদেশের রাজা স্বেচ্ছাচার ছিলেন বটে, কিন্তু আসলে তাঙ্কার ব্যক্তিত্ব এবং সাহস ছিল খুবই কম। তাই দেশব লোকে যপন একবাব মাথা তুলিয় দাড়াইল, তপন তাসের ঘরেব মত স্বেচ্ছাচার বাষ্ট্রট এক নিমেযে ধূলিসাৎ হইয়া গেল ।...দ্বিতীয়ত:, বিপ্লবেব আগে ফবাসীদেশে এমন কয়েকজন দার্শনিকের উদ্ভব হইয়াছিল, যাহাঁদের অগ্নিমস্ত্রে সেপানে কয়েকজন উৎসাহ নেতাৰ শুষ্টি হইয়াছিল এবং তাহাদেব নেতৃত্বে বিপ্লবটি সম্পূর্ণতালাভ কৰিবার সুযোগ পাষ্টয়াছিল। ষোড়শ লুই (Louis XVI) তখন ফরাসী দেশের সিংহাসনে । শতবর্ষব্যাপী অত্যাচার ও আসামোব বোঝায় দেশের লোক প্ৰপীড়িত হইয়া উঠিয়াছিল। সঙ্গে সঙ্গে ফবাসীদেশের মধ্যেই কয়েকজন লেখক এবং মনীষীর অভু্যদয় হইয়াছিল, দেশব্যাপী উৎপীড়ন এবং অত্যাচাবের বিরুদ্ধে মতপাদের বাণী লইয়া । তাহাদের মধ্যে দুইজনেৰ নামই বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ, তাহাদেব আদর্শেই উদ্ধ গ্ধ হইয়। ফরাসীদেশের জনসাধারণ সামা,মৈত্রী এবং স্বাধীনতাব পতাকা উড়াইয়াছিল । 2:4a niðň: atq Rr Ss (Montesquie 1) | অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভে ( আহমানিক ১৭৩০ খৃষ্টাব্দে ) তিনি একবাব গিয়াছিলেন ইংলণ্ডে। ফরাসীরাজ্যতস্থের একই অধিনায়কের করতলগত স্বেচ্ছাচারিত বি পাশে ইংলওে বাঙ্গাতন্থের সংখম FM si aq: *ars forsto (Separation of Powers) তাহাৰ কাছে এমন অভূতপূৰ্ব্ব বলিয়া বোধ *śatson of fatigro aforts "Spiritofthe Laws" (Esprit des Lois) Twistents" ofềনীতিকেষ্ট সৰ্ব্বাপেক্ষা শুনাব এবং স্বল্প বলিয়া প্রচার করিয়াছিলেন। মানুষের স্বাধীনতা এবং সাম্য রক্ষিত ও পরিবস্থিত হয় তখনই, যখন একই ব্যক্তি বা সমষ্টির মধ্যে রাষ্ট্রেৰ সমস্ত ক্ষমতা নিবন্ধ থাকে না, এই ছিল র্তাহার মূলনীতি।