ভগবানমোসেসকে(Mos. as) পৰ্ব্বতেব শিখরদেশে আরোহণ করিতে বলি:লন। মোসেস নেবোপৰ্ব্বতেপ উঠিতে লাগিলেন । কোনদিকে ক্ৰক্ষেপ নাই। পথে নানারকম কুল ফুটিয়াছিল, সেদিকে দৃষ্টিপাত নাই। দুরে পবিতগঙ্কৰবে কোকিল ডাকিতেছিল,সেদিকে ও কৰ্ণপাত নাই। তাহার দৃষ্টি শুদ্ধ সম্মুখ দিকে। অবশেষে তিনি পিজ গাব (Pisgal) শিখরদেশে পৌছিলেন। এখান হইতে ভগবান তাছাকে উত্তপে *fosfa (Hermon) o লেবানন(Lebanon),পশ্চিমে ভূমধ্যসাগর, দক্ষিণে আরবের রুক্ষ পদতমালা পর্যান্ত সমগ্র দেশে দেখাইয়া বণিলেন -“বৎস, ঐ দেখ আমি আব্রাহাম, মাইজক ও জেকবের নিকট অঙ্গীকাৰ করিয়াছিলাম যে, এই দেশ তাছাদের সস্তানদিগকে দিব । তুমি স্বচক্ষে ইচ। দেখিলে কিন্তু এখানে তুমি প্রবেশ করিতে পরিবে না।” এখানে মোসেসের মৃত্যু হয়। ভগবান তাহাকে বেথপিওরের (Beth-peor) নিকটে সমাধিস্থ করেন। তাহার কবর কোথায়, আজ পর্যান্ত তাহা অজ্ঞাত রহিয়াছে। এই যে ভগবান যিহোব, (Jehoval) হিব্রুজাতির এাণকত্তা, মোগেসকে বর্তমান প্যালেষ্টাইল দেশ সেকালে এই দেশকে ক্যানান—(conson) বলা হইত দেখাইয়া বলিলেন যে, তিনি আব্রাহাম, আইজাক ও জেকবের কাছে প্রতিশ্রুত আছেন যে, তাহাদের সস্তান-সন্ততিদিগকে এই দেশের অধিকারদিবেন,তাহ। or. -o- F------ --WikitanvirBot (আলাপ) ০১:৪২, ৩ মার্চ ২০১৬ (ইউটিসি) エーエ ബട്`````` - SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS al হইলে তাহারাকোথা হইতে আসিল, এতদিন তাeারা কোথায় ছিল? এই প্রশ্নের উত্তবে এইটুকু বলা যাইতে পাবে যে, তাহারা জাতিতে সেমেটিক এবং তাঁহাদের আদি উৎপত্তি-স্থান আরব দেশে। ইহাব বেশী কিছু নিশ্চিত কবিয়া বগা দুরূহ। হিরজাতির শৈশবের ইতিহাস অতীতেল কুহেলিকাচ্ছন্ন। এই অন্ধকাৰ যবনিক ভেদ করিয়া যেটুকু আলো পৌঁছিয়াছে, তাহা তাহাদের ধৰ্ম্মগ্রন্থ “ওল্ড টেষ্টামেন্টের" (Old Testament) সাহায্যে এই পুৰাণ কাহিনীর কতখানি আবার ঐতিহাসিক সত্যের উপর স্থাপিত, তাছাও নিদ্ধারণ করা আলগুপ। তথাপি ওল্ড টেষ্টামেন্টের উপবই আমাদিগকে নির্ভর করিতে হইবে। ওল্ড টেস্টামেণ্টের গল্প প্রথমে ভগবান স্বগ ও পৃথিবী স্বষ্টি করেন। আদিতে পৃথিবী ছিল আকারহীন জনশূন্য—ছিল কেবল ভীষণ অন্ধকার ও উত্তালবারিরাশি। ভগবান বলিয়া উঠিলেন, “আলো চাই--আলো।” দেখিতে দেখিতে আলোকের উদ্ভব হইল। এই অন্ধকার ও আলোকের সাহায্যে তিনি দিবারাত্রি, সকাল সন্ধ্যা স্মৃষ্টি করিলেন। ইহাই হইল জগতের প্রথম দিন। দ্বিতীয় দিন তিনি অনন্ত আকাশ স্বষ্টি করেন। তৃতীয় দিন বিভিন্ন সাগৰ স্বষ্টি করিযী তাছাদের স্থায়ী ধীমা নির্দেশ করেন। এইবার শুষ্ক ভূমি ও পাহাড়পৰ্ব্বতের স্বষ্টি হয়। র্তাহীদের আদেশমত ইহাদের | - - - - -----------
পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/৩১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।