•ল-কু-মাল পালেণ-স্লান দেখেই নয়-মীর পীলোয়ান হাতের বোঝাটি ফেলে দিয়ে ছুটে গিয়ে এক পাথরের আড়ালে লুকিয়ে রইল,যেন সে ভাবি ভয় পেয়েছে, আর মাঝে মাঝে সেখান থেকে উকি দিষে দেখতে লাগল। এদিকে ডাকাতরা তাড়াতাড়ি ক’রে এসে গাট খুলে যখন দেখতে পেলে সাতটা বড় বড় সাদা ধবধবে রুটি বাধা রয়েছে, অমনি সাতজনে সাতটা খেতে বলে গেল। খ! sযা শেষ হ’তে না ছ’তেই এক এক ক’রে সাতজনক সেখানে ম’রে পড়ে বইগ। তখন নয়-মারের যুক্তি দেখে কে । তাড়াতাড়ি বেরিয়ে এসে তাদের অস্ত্ৰ-শস্ত্র নিয়ে একেবারে রাজার সভায উপস্থিত ! বলে, “মচাবাজ, পাহাড়েব উপর ডাকাতদেব মেরে এই তাদেব সব নিযে এসেছি । বাজ। অবাক ছয় শল্পেন “সে কি ! তোমাব নিজেব অস্ব কোপায় ?” বুকফুলিয়ে নদ-মার বললে নয়-মারি পালোয়ান আমি, সাতটা ডা কাতকে মা বহে আবার অস্ত্র হাতে নেব ? দশ বারো জন হ’লেও না হয় একটা লাঠি নে ৭ম যেত।" "ಆಳ, আমার পা ছুটে শক্ত ক’বে ঘোড়াব পেটের নীচে বেঁধে দা ও তো।” সৈন্যবা তো ম ব" । সারা জীবনই তাদের ঘোড়াব পিঠে কেটেছে, কিন্তু এমন অদ্ভুত ঘোড়ায় চড়ার কথা তো তারা কখনো শোনে নি! সবাইকে অবাক হ’য়ে তাকিয়ে থাকতে দেপে নয়-মার বলে "বুঝছ না, আমি হচ্ছি নয়-মাব পালোয়ান ; শত্র দেখলে তাদের মারবার জন্ত অমাব নোডাকে ঝড়ের আগে ছুটLয় দিই । তাই আমি প। বেধে নিধুে ঘোড়ায় বসি ।” তখন সৈন্যরা এসে তার প। এ টে ঘোড়ার গায়ে বেঁধে দিল । সে তখন সৈন্যদেব আগে প্রাণপণে ঘোড়। ছুটিয়ে দিল । একটা গাছের নীচে দিয়ে লোড়া বাতাসেব আগে ছুটে চলেছে, তখন তার হয়ে-পড়া একটা প্রকাণ্ড ডাল নয়-মাব পালোয়ান শৰু ক’রে চেপে ধবল। ভীষণ টানে সমস্ত গাছটাই তখন তার হাতে উঠে এগ। সেটকে কাধে নিলে ঘোড়ায় চড়ে নদ-মার পালোয়ান তে৷ শত্র-সৈনের মাঝে এসে উপস্থিত । তার সে সাত জনই মরে পড়ে এহল রাজা খুব খুশী হয়ে তাকে অনেক ধন-রত্ব দিলেন আর সেদিন থেকে নয়-মারের অাদর ও অনেক বেড়ে C히 1 কিছুদিন বাদে আবার ভিন্ন দেশের শক্র এগে রাজার রাজ্য আক্রমণ করলে । অrবার নয়-মার পালোয়ানের ডাক পড়ল। আদেশ হ’ল, “শক্রদের রাজ্য থেকে তাড়িয়ে দিতে হবে।” এবাব নয়মারের মস্ত বিপদ। জীবনে সে কখনও ঘোড়ায় চড়েনি, এখন ঘোড়ার পিঠে চড়ে সেনাপতি হ’য়ে কি ক’রে যুদ্ধ করে ? কিন্তু তাই ব’লে পিছিয়ে যাবার লোকও নয়-মার নয়। সে এক ফন্দি আবিষ্কার করে সৈন্যদের ডেকে জয় করলে। তারপর নিজে এক ঘোড়ায় চড়ে বলে একজন সৈন্যকে ডেকে বললে, গাছটাকে কাধে নিয়ে ঘোডস্থ চড়ে.এসে উপস্থিত ভীষণ মুপ্তি দেখে শক্রয় ভাবল "ওরে বাবা, এ নিশ্চয়ই কোন লৈ ও সুদ্ধ করতে এসে ছ " প্রাণের ভয়ে তথম সব শত্ৰু-সেনা যুদ্ধক্ষেত্রে ছেড়ে পালয় গেল । শুনা সুম:*:এ পে:ক নয়-মারের সৈন্যরা জয়ধ্বনি করতে করতে ফিরে এল। তখন সেনাপতিকে নিয়ে সকলের কি আনন্দ । রাজা তাকে পরম সমাদরে রাজপ্রাসাদে আধান করে আনলেন। আর মন্ত্রী পারিষদর হিংসতে দনরাত জলে মরতে লাগল। তখন কিছুদিন ৰেশ মুখে শাস্তিতে কেটে গেল । রাজ্যে কোন গোলমাল নেই ; হঠাৎ আবার একদিন খবর এল প্রকাও এক মামুণ-থেকে। বাঘের অত্যাচারে প্রজারা অস্থির হয়ে উঠেছে। কি উপায় করা যাবে, রাজা তো ভেবে আকুল-হিংস্থক মন্ত্রী এই সুযোগে bros
পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।