--- LMTDuSAASAASAASAASAAAS সিংহমূৰ্ত্তি ছিল, তাহার ছবি দেখ (শিশুভারতী, দশম সংখ্যা, ৭৩০ পূঃ) । মুক্তিটিতে যেন জীবন্ত সিংহের বল ও ভেজ ফুটিয। উঠিয়াছে। এখন পর্যন্ত অশোকের দশটি স্তম্ভ পাওযা গিযছে, তাহাব তালিকা শিশুভারতীর দশম সংখ্যা ৭২৯-৭৩• পৃষ্ঠায় দেখ । দূরবর্তী স্থানে লইয়া যাওয়৷ কিরূপ কষ্টসাধ্য ব্যাপার। তখনকার দিনে রেল, ষ্টীমার, ক্রেন কিছুই ছিল না, তৎসত্ত্বেও কেমন করিয়া সেই বিরাটুকায় স্তম্ভগুলি নিরাপদে সেই সকল স্থানে লইয়া যাওযা তই যাছিল, ভাবিলে আশ্চর্য্য হইতে হয় । 臣亚鸥上Jg上岛U从丛Drö从此 巫I社AR Scm八 CPFDe 、いt\』点 ENGAHr:d F JLA s Jop d LLL : R 巫A丛任双Jyr/y ما / لم نب খোদিত লিপির পাঠ — (১) দেবানপিয়েন পিয়দলিন লাজিন বীপতিৰ সাভিসিতেন। (২) অস্তন আগচে মহীfমতে ছিদ বুধে জাতে সকামুণী তি। (৩) পিল। বিগড়ভী চা কালাপিত সিপাথভে চ উসপাপিতে। (৪) হিদ ভগবং জাতে তি লুংমিনিগমে উবলিকে কটে। (৫) আঠভাগিয়ে চ। পরীক্ষা করিয়া দেখা গিয়াছে যে, স্তম্ভগুলির সমস্ত মির্জাপুরের নিকটবৰ্ত্তী চুণাবের পাথরে প্রস্তুত, ৪০৷৫০ ফুট ৰুরিয়া উচু এবং প্রায় ১৪০০ মণ ভারী। অনুমান কর, এত বিশাল স্তম্ভগুলি চুণার হইতে শত শত মাইল Ե-ՖԵ পাটলিপুত্রে অশোকের প্রাসাদ এত Rচারুরূপে নিৰ্ম্মিত ছিল যে, ৭০০ বৎসর পরে চীনদেশীয পরিব্রাজক ফা-হিয়ান লিখিয়াছিলেন, কোনও মানুষ উহ। প্রস্তুত করিতে পারে না, অশোক নিশ্চয়ই ভূত
পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।