পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

foots-of-Roe? ভারতবর্ষে পৌঁছিয়া ইবনে বতুতা সে সময়ের দিল্লীর সম্রাট মুহম্মদ-বিনৃ-তুগলকের দরবারে আশ্রয় গ্রহণ করেন। মুহম্মদ বিদেশী ভ্রমণকারিগণেব প্রতি অত্যগু ভদ্র ও সদয় ব্যবহার করিতেন। তখনকাল দিনে দিল্লী হিন্দুস্থানের মধ্যে শ্রেষ্ঠ নগরী ছিল। ইবনে বতুতা আট বৎসর কাল ভারতবর্ষে ছিলেন । তাহার লিখিত বিবরণ হইতে সে কালের ভারতবর্য সম্বন্ধে অনেক কথা জানিতে পারা যায় । বতুতা ভারতের অনেক আচার ব্যবহারের কথা লিখিয়া গিয়াছেন, সে সকলের মধ্যে স্বামীর মৃত্যুতে সতীদাহের কথা একটি। এ সময়ে বতুতা একটা ইবনে বতুতা যে জাহাজে চড়িয়া চীন যাত্র করিয়াছিলেন, দুর্ভাগ্যক্রমে সেই জাহাজখানি ঝড়ে পড়িয়া ডুবিয়া গেল ! বতুতা অতিকষ্ট্রে প্রাণে বাচিয়াছিলেন। দিল্লীর সম্রাটকে এই শোচনীয় দুর্ঘটনার সংবাদ দিবার জঙ্ক ইবনের অার ভারতবর্ষে আলিবার সাহুল হইল না। বতুতা বরাবর সিংহলে চলিয়া গেলেন। সিংহল দ্বীপের প্রাকৃতিক সৌন্দয্য তাহার কাছে খুব ভাল লাগিয়াছিল। সেখানকার বিখ্যাত পৰ্ব্বত “আডামস পিকে” Adam’s Peak তিনি আরোহণ করিয়াছিলেন। ঐ দেশে গল্প ; আছে যে, আডাম স্বৰ্গ হইতে বিতাড়িত হুইয়া কুকুরে-টানা শ্লেজ গাড়ী যড়যন্ত্রে লিপ্ত হইয়া পড়িঘছিলেন আর একটু হইলে .তাহার প্রাণদণ্ড পৰ্য্যন্ত হস্ততে পারিত । সৌভাগ্যক্রমে নান। কোশলে আবার তৈনি সম্রাটের প্রিয়ুপাত্র হইতে পারিয়াছিলেন। একবার সম্রাটের আদেশে তাছাকে চীনসম্রাটের নিকট যাহতে হইসাছিল। কালিকাটে আসিয়৷ চীন-সমাটেল নিকট প্রেরিত সমুদয় উপঢৌকন লহয়। এক চীন জteাজের যাত্রী হহয়ছিলেন। সে সময়ে জাহাজ পালে চলিত। এই লৰ জাহাজ দেখিতে বেশ সুন্দর ছিল । এক একটি জাহাজে প্রায় এক হাজার যাত্র ধরিত। জাহাজের উপর বাড়ী-ঘর, বাগান ইত্যাদি সাজানো থাকায় মনে হইত যেন তাপমান প্রালাদ । একহাজার বৎসরকাল এই পৰ্ব্বত-শিখরের উপর এক পায়ের উপর ভর করিয়া দাড়াইয়াছিলেন । সেই পদচিহ্ন এখনও সেহ পাহাড়ের চুড়ায় দেখতে পাওয়া যায়। সিংহলে কিছুদিন থাকিবার পর ইবনে আবার নানা দেশ দোগবার জন্ত চঞ্চল হইয়া উঠিলেন। তিনি থমাত্র, যৰদ্বীপ প্রভৃতি ঘুরিয়৷ অবশেষে চীনদেশের f5२७ \Chinchu) नाभक दन्नtब्र पाश्ब्रl c*ीtझग्रा ছিলেন । হবনের ভ্রমণ-কাহিনীতে চীনদেশের অনেক মুখ্যাত অাছে। চীনদেশের লোকদের বিদেশী পথিকদের প্রতি আতিথেয়তার কথা অত্যন্ত আনন্দের সহিত বর্ণনা করিয়াছেন। সেখানে পথিকদের আহার,