E) শিশু-জ্ঞানুল্লাভী লইয়। গেল। রাম-লক্ষণ ও সুগ্ৰীব পরস্পরেল পরিচয়ের পর অগ্নি সাক্ষী করিয়া বন্ধুত্ব স্থাপন করিলেন। সব কথা শুনিয়। স্ব গ্রীব বলিলেন, বুঝিগাছি বন্ধু— আর ললিহে কহবে না। সেদিন এক রাক্ষস একটি পমণীকে রথে তুলিয়া আকাশের উপর দিঘু যাইতেছিল। সেই রমণী যেরূপ বিলাপ করিতেছিলেন, তাঙ্কা শুনিলে পধি{ণও ফাটিয়া যায়। তিনি ঠার গায়েবগহন ও চাদর এ গানে গুলিয়া ফেলিয়া দি সাছিলেন । আমি সে গুলি সংগ্ৰছ করিলা বাথিয়াছি। .এই বলিয়া পেষ্ট চাদর ও অলঙ্কার আনিথ রগীব বামচন্দ্রকে দেপাইলেন। সাতার চাদর ও অলঙ্কার দেপিয়া বামেল শোক বাড়িয়া উঠিল। এই সময়ে স্থঠীৰ বলিলেন, স্থির হও, বঞ্চ । আমি সীতাপ উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করিব। রামচন্দ্রও বালীকে মাৰিলা সুগ্ৰীবকে কিষ্কিন্ধার বাজা কবিবার জন্স পতিজ্ঞা কবিলেন। এই সময়ে সুগ্ৰীল কিস্কিন্ধায়ু গিয়া খুব অত্যাচার করিতে লাগিলেন । কাজেই, বাণীর সহিত র্তাহার সৃদ্ধ ৰাধিয়া গেল। এই সময়ে রাম গাছের আড়াল হইতে বাণ মাবিয়া বাণীকে বধ করিলেন । বালীপ স্ত্রী তারা ও পুত্র অঙ্গদ বালীর মৃত্যুতে অনেক বিলাপ করিতে লাগিলেন। বামচন্দ্র অঙ্গদকে যুবরাজ BBBB BBBSBBttBSBBSBBB BBBS BBB স্বগ্রীব যেখানে যত বানর ছিল সকলকে ডাকিম পাঠাইলেন এবং সীতার খোজ কfরয়। এক মাসেব মধ্যে সকলকে পিরিয়া আসিতে বলিলেন। পূৰ্ব্বপশ্চিমে উত্তর-দক্ষিণে বানর দল চলিযা গেল। একে একে তিন দিকের বানরেরা ফিবিয়া আলিল । দক্ষিণদিকে যে-সকল বানর গিয়াছিল তাছার চারিদিকে বেড়াইতে বেড়াইতে একটা গৰ্ত্ত দেখিতে পাইয়। ৩াহাল 9িতপ চুকিয়া পড়িল ও অন্ধকারেব মধা দিয়া বহুদুর চলিয়া গিয এক বুড়ীর দেখা পাইল। পুষ্ট্ৰী তাহাদিগকে ঠাণ্ড জল ও নানাব কম খাবাব থাইতে দিল। বানরেরা তাই খাইসা কেন তাeার। সেখানে আসিয়াছে জানাইল। বুড়ীর নাম স্বয়ম্প্রভা বুঢ়ী তাহাদিগকে মায়াপ্রভাবে গর্ভেব বাহিরে বিন্ধাপৰ্ব্বতের কাছে পোছাইয়া দিল । এইখানে জটায়ুব বড় ভাই সম্পতি থাকি ত । বানরদেব মুখে সব কথা শুনিমু। সে বলিল, দূরে ঐ যে সমুদ্র দেখিতেছ এই সমুদের অপর পাবে লঙ্ক।। ঐ লঙ্কার রাজা রাবণ সীতাকে বগে তুলিয়া লইয়। গিয়াছে। এই সমুদ্র ৪ • • ক্রোশ বিস্তৃত। --- Ե-ԳՏ এত চওড়া সমুদ্র কিরূপে পাব হওয়া যায় সকলে এই চিন্তা করিতে লাগিল। শেষে হনুমান লাফ দিয়া সমুদ পর চাইবে বলিল। হনুমান লাফ দিবার জঙ্ক মহেন্দ্ৰ পৰ্ব্বতে উঠিল । o হনুমান “জয় বীম” বলিয়া পৰ্ব্বতের উপর হইতে গাদ দিল। উপর দয়া হনুমানকে যাইতে দেখিয়। নাগমাত কলস আকাশ-জোড়া হা করিয়া তাহার সামনে দাড়াইল । সে হনুমানকে গ্রাস করিবার জন্ত কুড়ি যোজন মুখ স্থা করিল। হনুমান চল্লিশ যোজন বড় হইল। যেমন যেমন ইন মা-দেহ বাড়াইতে লাগিল স্বরগাও মুখের হা তাহা অপেক্ষা বড় করিতে লাগিল। স্ববস। আশি যোজন ষ্টা করিয়াছে দেখিয়া সংসা হনুমান অঙ্গুষ্ঠ প্রমাণ (বুড়ো আঙ্গুলের মত) রূপ ধরিয়া তাছার মুখের মধ্য দিয়া বাহির হইয়া গেল । বার্থ হইয়া নুমলা চলিয়। গেল । এই বার সিংহিকা স্বাক্ষসী আগিয়া হনুমানের সামনে ছা কবিয়া দাড়াইল। হনমান রাক্ষসীর পেটের ভিতর ঢুকিয়া নাড়ি চড়ি ছিড়িগ। বাহির হইল। সিংহিকা মরিসা সমুদ্রে পড়িশা গেল। সন্ধার একটু আগেই হনুমান লঙ্কার উত্তরধারে উপস্থিত হইল। দেখিতে দেখিতে সন্ধা হইয়া আলিল। হনুমান ছোট একটি বানরের রূপ ধৰিয়া লঙ্কার নানা জালগাষ সীতার খোজ করিতে লাগিল । কিন্তু কোথাও তাহার সন্ধান মিলিল না। তার পর হনুমান একটি বনে আসিয়া দেখিল, একটি নারী বিমর্ষ হইয়া বসিগা রছিয়াছেন আর কতকগুলা রাক্ষসী তাহাকে ঘিরিয়া বগিয়া আছে। হনুমান বুঝিতে পারিল, ইনিই সীতাদেবী। হনুমান অশোক গাছের একটি ডালে বসিয়া রছিল এবং সময় বুঝিয়া রাম নাম করিল। রামের নাম শুনিয়াই সীত। গাছের দিকে চাহিলেন। হনমান সীতাদেীকে রামের দেওয়া আংটি দেখাইল। আংটি দেখিয়া সীতার চোখে জল ঝরিতে লাগিল। হনুমান সীতাদেবীকে রামের কথা বলিল এবং সে যে র্তাহার দর্শন পাইয়াছে তাহ বামকে জানাইবার জন্য র্তাছার মাথার মণিটি চাহিয়া লইয়। সেই থান হইতে চলিয়া গেল । হঠাৎ হনুমানের মাথার একটু দুষ্ট বুদ্ধি চাপিয়া খলিল। সে রাবণের অমৃত বনে কিছু ডাল পাতা ভাঙ্গিয়া তছনছ করিতে লাগিল। খবর পাইয়া রাবণ হনুমানকে ধরিয়া আনিবার জন্য অনেক লোকজন -
পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।