পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/১৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

来→一 ~ि<s-पछांन्द्वप्डी রাত্রির পরিমাণ একটু বেশী হইয়া ২৪ ঘণ্টা হইয়াছে । মঙ্গলের নিজের মেরুদণ্ডের চারিপাশে ঘুরপাক্ খাইতে প্রায় ২৪ ঘণ্টা ৩৭ মিনিট লাগে। মঙ্গলও সূৰ্য্যকে প্রদক্ষিণ করে ; সেজন্যই ইহার দিবারাত্রির পরিমাণ কিছু বেশী হইয়া ২৪ ঘণ্টা ৩৯ মিনিট झईग्रांtझ् । মঙ্গলের দুইটি চাদ অাছে। ১৮৭৭ খৃষ্টাব্দে *trìf** **t!*f&* (Asaph Hall) কোনও এক রাত্রে ওয়াসিংটন (Washington) নগরের মানমন্দিরে বড় দূরবীন দিয়া মঙ্গলকে দেখিতেছিলেন। হঠাৎ তিনি দেখিতে পাইলেন যে, ছুইটি ছোট আলোকবিন্দু মঙ্গলের চারিদিকে ঘুরিয়া বেড়াইতেছে। তিনি তৎক্ষণাৎ বুঝিতে পারিলেন যে, এই দুইটি আলোক-বিন্দু মঙ্গলের দুইটি উপগ্রহ মাত্র। মঙ্গলের ইংরাজী নাম Mars। প্রাচীন রোমানদের যুদ্ধ-দেবতার নামও Mars झिल ।। ७झे ८मदछान्न ट्र हे श्रप्रकद्र ফোবস্ (Phobos )—ভয় ও ডাইমস্ (Deimos)–বিপ্লব। মঙ্গলের দুই চাদের নাম ফোবস্ ও ডাইমস রাখা হইল। মঙ্গলের কেন্দ্র হইতে ফোবস্ ৫৮২৬ মাইল দূরে এবং ডাইমস ১৪,৮• • মাইল দূরে ঘুরিতেছে। মঙ্গলের চারিধারে ঘুরিয়া আসিতে ফোবসের ৭ ঘণ্টা ৪৯ মিনিট লাগে এবং ডাইমসের ৩০ ঘণ্টা ১৮ মিনিট লাগে। ইহা হইতে বোঝা যাইতেছে যে, ফোবসের একমাস প্রায় আট ঘণ্টায় এবং ডাইমসের একমাস প্রায় ৩০২ ঘণ্টায় হয়। মঙ্গলকে একবার প্রদক্ষিণ করিতে ফোবসের মঙ্গলের একদিনের প্রায় এক তৃতীয়াংশ সময় লাগে। ফোবসের এই একটি বিশেষত্ব। অন্য কোনও গ্রহের নিজের মেরুদণ্ডের চারিধারে ঘুরপাক খাইতে যত সময় লাগে, তাহার অপেক্ষা উহার উপগ্রহের উহাকে প্রদক্ষিণ করিতে বেশী সময় লাগে। তোমরা অনেকে বোধ হয় --- - - ՓՏ8 সুইফট (Swift) সাহেবের প্রণীত গালিভাCTR Sx"-TSTE (Gulliver's Travels) নামে একটি গল্পের বই পড়িয়াছ। গালিভার (Laputa) দেশে গিয়া দেখিলেন যে, সেখানকার অধিবাসীরা জ্যোতিষশাস্ত্রে ও সঙ্গীতবিদ্যায় অতিশয় পারদশী ; অন্যাস্থ্য বিষয়ে তাহারা একেবারে অকৰ্ম্মণ্য এবং তাহাদের প্রকৃতিও অদ্ভুত ছিল। তাহার সৰ্ব্বদাই এই ভয়ে শঙ্কিত থাকিত যে, যদি ডাইমে হইতে মঙ্গলকে যেমন দেখায় স্বৰ্য্য-কলঙ্ক বেশী বাড়িয়া সূর্য্যের তেজ অনেক কমিয়া যায় তাহা হইলে পৃথিবীর কি দশা হইবে। কিংবা যদি কোনও ধুমকেতু পৃথিবীর উপর দিয়া চলিয়া যায় এবং সেজস্ব প্রলয়কাও উপস্থিত হয়, তাহা হইলে কি করিয়া রক্ষা পাওয়া যাইবে ? সেখানে সকাল বেলা দুই বন্ধুতে দেখা হইলে প্রথম প্রশ্ন এই উঠে যে, সূর্ঘ্যের