পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

കുr-riുത്ത് অৰস্থা কি প্রকার কিংবা ধূমকেতুটি কত কাছে আসিয়াছে । গালিভার আরও জানিতে পারিলেন যে, লাপুটাবাসী জ্যোতিৰ্ব্বিদেরা মঙ্গলের ছুইটি উপগ্রহ আবিষ্কার করিয়াছেন। একটি দশ ঘণ্টায় এবং অপরটি ২১২ ঘণ্টায় মঙ্গলকে পরিভ্রমণ করিতেছে। অবশ্য গালিভারের গল্প উপকথা, কিন্তু ইহা স্বীকার করিতে হইবে যে, সুইফট (Swift) সাহেব মঙ্গলের চাদ সম্বন্ধে যে ভবিষ্যদ্বাণী করিয়াছিলেন তাহা অনেক অংশে সফল হুইয়াছে। তোমরা ভাবিয়া দেখ— পৃথিবীর যদি ছই চাদ থাকিত তাহা হইলে কি মজাই হইত। ফোবসের আট ঘণ্টাব্যাপী একমাস মঙ্গলের সওয়া বার ঘণ্টা ব্যাপী একরাত্রির চেয়েও কম । ইহার বিচিত্র ফল এই যে, ফোবস পশ্চিমে উঠিয়া পুৰ্ব্বে অস্ত যায়—তোমরা দেখিয়াছ যে, পৃথিবীর চাদ পূর্বে উঠিয়া পশ্চিমে অস্ত যায়। আরও আশ্চৰ্য্য এই যে, ফোবসের অমাবস্তা ও পূর্ণিমা এবং বিবিধ কলা মঙ্গল হইতে প্রত্যেক রাত্রিতেই দেখিতে পাওয়া যায়। ডাইমসের গতিরও কিছু বিশেষত্ব আছে। তোমরা বোধ হয় জান যে, পৃথিবী নিজের অক্ষের (axis) চারিধারে পশ্চিম হইতে পূৰ্ব্বমুখে ঘুরপাক খাইতেছে বলিয়াই আমাদের মনে হয় যে, আকাশের নক্ষত্রগুলি পূৰ্ব্ব হইতে পশ্চিম যাইতেছে। পৃথিবীকে একবার প্রদক্ষিণ করিতে চাদের প্রায় উনত্রিশ দিন লাগে—ইহা এক দিবসের অর্থাৎ পৃথিবীর অক্ষ-ভ্ৰমণ (rotation) কালের চেয়ে অনেক বেশী সময়। সে জন্য আমরা প্রতিদিন চাদকে পূৰ্ব্বদিকে উঠিতে ও পশ্চিমদিকে অস্ত যাইতে দেখি। তুমি যদি মঙ্গলে যাও সেখানেও দেখিতে পাইবে যে, তারাগুলি পূৰ্ব্ব হইতে পশ্চিমে যাইতেছে। ডাইমসের প্রদক্ষিণ কাল ?ط۱! ہممممم۔م۔م۔م۔ মঙ্গলের অক্ষ-ভ্ৰমণ কালের অপেক্ষা অল্পই অধিক। অবশ্য প্রদক্ষিণ-কালের সময় অধিক বলিয়াই ডাইমস পূৰ্ব্বদিকে উঠিয়া *क्रिभनिएक अरड याग्न । किड़ ४श् छ्हे কালের মাত্রার প্রভেদ অল্প বলিয়াই, প্রতিদিন ডাইমসকে উঠিতে দেখা যায় না— কয়েকদিন পরে পরে ডাইমস্ পূর্বদিকে উদিত হয়। এখন যদি ডাইমস পূৰ্ব্বদিকে উঠে, তাহা হইলে ১৩২ ঘণ্টা পরে ইহা আবার পূর্বদিকে উঠিবে। তুমি যদি মঙ্গলগ্রহে যাও, তাহা হইলে, পৌনে তিনलिन डूभि श्रमदद्रङ ज्राहेभन्द्रक ८नथिएङ পাইবে এবং তাহার পর পৌনে তিন দিন উহ! তোমার দৃষ্টির বাহিরে চলিয়া যাইবে । এই পৌনে তিনদিনের মধ্যে সে অন্ততঃ দুইবার কলা পরিবর্তন করিবে । পণ্ডিতেরা অঙ্ক কষিয়া দেখিয়াছেন যে, ফোবসের ব্যাস ১০ মাইল ও ডাইমসের ব্যাস ৫ মাইল মাত্র। ফোবস মঙ্গলের খুব কাছে বলিয়াই উহাকে মঙ্গল হইতে একটি ছোট রেকবীর মত দেখায়। এই রেকারীর ব্যাস পৃথিবী হইতে চাদ যত বড় দেখায় তাহার ব্যাসের তিন ভাগের এক ज्राश्ना भाल्न । भत्रण इ३रङ ८यादन् भूत কমই উজ্জল দেখায়, পচিশটা ফোবস একত্র করিলে তবে আমাদের চাদের মত উজ্জল দেখাইবে। তোমরা এখন বুঝিতে পারিতেছ যে, মঙ্গলগ্রহের উপর ফোবসের ८छTां९न्न कङझे कभ छेउछल । ८कांदानब्र পূর্ণিমার সময় মঙ্গলের উপর যে জ্যোৎস্না পড়ে, তাহা আমাদের দ্বিতীয়ার চাদের জ্যোৎস্নার চেয়ে বেশী উজ্জল নয়। মঙ্গল হইতে ডাইমসকে শুক্রের মতন একটি উজ্জল তারার স্বায় দেখায়। ডাইমস যে জ্যোৎস্না দেয় তাহা নগণ্য । ১৬১০ খৃষ্টাব্দে গ্যালিলিও (Galileo) দূরবীন দিয়া সকলের আগে মঙ্গলকে