পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ि=<s-जत्रान्ज्ञप्डी • দেখিয়াছিলেন । কয়েকদিন ধরিয়া মঙ্গলকে দেখিবার পর তিনি লক্ষ্য করিলেন যে, চাদের মত মঙ্গলের ও ক্ষয়-বৃদ্ধি হয়, কিন্তু ইহার পরিমাণ অতি অল্প। মঙ্গলকে কখনও কাস্তের মত সরু কিংবা অৰ্দ্ধগোলাকার অবস্থায় দেখিতে পাওয়া যায় না। ইহাকে কেবল ক্লাঞ্জ gibbous) কিংবা পুর্ণগোলাকাৰ অবস্থায় দেখিতে পাওয়া যায়। কয়েক বৎসর পরে জ্যোতিৰ্ব্বিদ হাইগেম্স (Huyghens) মঙ্গলের লাল রঙের পিঠের উপর কতকগুলি সামস্ব কল দাগ দেখিতে পাইলেন । এইগুলি দেখিয়া তিনি সৰ্ব্বপ্রথমে ১৬৫৯ খৃষ্টাব্দে মঙ্গলের ছবি আকিলেন । ১৭১৯ খৃষ্টাব্দে মারাল্ডি (Maraldi)নামে একজন জ্যোতিষী মঙ্গলের উত্তর ও দক্ষিণ মেরুর উপব শাদা রঙের আবরণ দেখিতে পাইলেন । অষ্টাদশ শতাব্দীর শেষভাগে বিখাত জ্যোতিৰ্ব্বিদ হাসেল (Herschel লক্ষ্য করিলেন যে, মঙ্গলের ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সাদা আবরণটির আয়তন কমে ও পাড়ে । ১৮৩০ খৃষ্টাব্দে মঙ্গল পৃথিবীব খুব নিকটে অাসিয়াছিল। সেই সময়ে এই গ্রহটিকে ভাল কবিয়া দেখিয়া লইবাব খুব সুবিধা হইয়াছিল। এই সুযোগ পাইয়া বিয়র (Beer) ও মাডলার (Madler) নামে হই জ্যোতিৰ্ব্বিদ মঙ্গলের বিস্তারিত মানচিত্র আকিতে আরম্ভ করিলেন। গত শতাব্দীর প্রথম অৰ্দ্ধাংশে বৈজ্ঞানিকের বিশ্বাস করিতেন যে, মঙ্গলের উপরিভাগের লাল ংশগুলি “ভূখণ্ড” এবং মলিন স্থানগুলি “সাগর” । ইহারা সাগরগুলির পৃথক পুথক নাম দিলেন এবং ভূখণ্ডকে বিভিন্ন “মহাদেশে” বিভক্ত করিয়া তাহাদের নামকরণ করিলেন। পরে অন্যান্য জ্যোতিৰ্ব্বিদেরা আরও অনেক উৎকৃষ্ট মানচিত্ৰ তৈয়ার করিলেন। ১৮৭৭ খৃষ্টাব্দে মঙ্গল আবার পুথিবীর খুব নিকটে আসিয়াছিল। সেই সময়ে ইটালিদেশে মিলান (Milan) মানমন্দিরের অধ্যক্ষ গিওহানি শিয়াপারেল (Giovani Schiaparelli) aș răsta firul arar ভাল করিয়া পরীক্ষা করিয়াছিলেন। তিনি দেখিতে পাইলেন যে, কতকগুলি মলিন রেখা মহাদেশগুলির উপর দিয়া আড়াআড়ি-ভাবে চলিয়া গিয়াছে । তিনি এই লেখাগুলিকে খাল' (canali) বলিয়া অবিহিত করিলেন। অনেক গুলি রেখা দেখিতে ‘সরল" বলিয়াই তিনি এইগুলির গিওহবানি শিয়াপারেলী নাম “খাল" রাখিয়াছিলেন । এইগুলি যথার্থ জলপূর্ণ খাল কি না, সে বিষয়ে তিনি কোনও অভিমত প্রকাশ করেন নাই । সেই সময়ে অন্যান্ত বৈজ্ঞানিকেরা এই রেখাগুলিব আবিষ্কারের কথা শুনিয়া অত্যস্ত বিস্মিত হইলেন এবং অস্থ্য কেহ এইগুলি দেখিতে না পাওয়ায় অনেকে শিয়াপারেলীর কথা বিশ্বাসই করিলেন না। " - כיכdw -----