পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f-ഋ-Eiആഴ്ക് অনুসরণ করিতেছে। জনগণ যে আর তাহাদিগকে মানিবে না, তাছাদের প্রতিপত্তি যে লোপ পায় ! এক্ট শ্রেণীর লোকেরা সকলে মিলিয়া গীশুর প্রাণনাশ করিবার জন্য চেষ্টা করিতে লাগিল । নির্ভীক যীশু--ঈশ্বর ভক্ত গীশু, এ সকল জানিয়াও শুনিতেন না-দেখিয়াও দেপিতেন না। তিনি আপনার মনে তাহার লাণী প্রচার করিতে লাগিলেন। এ সময়ে তিনি যে সকল গল্প ললিয়া সকলকে উপদেশ দিতেন, যে সব অলৌকিক কাজ করিতেন, তাঙ্কার বিস্তুত পরিচয় তোমরা বাইবেল পড়িলে জানিতে পরিবে । শেষ ভোজ একদিন রাত্রিকালে তাহার এক প্রধান শিষ্য জুডাসের বিশ্বাসঘাতকতায় যীশু শক্ৰদের হাতে ধরা পড়িলেন। একস্থানে প্রথম ভোজের পর যীশু প্রার্থনা করিতেছেন, এমন সময় জুডাস অস্ত্ৰ শস্ত্র সমেত একদল লোক লইয়া আসিয়া গীশুকে ধরাইয়া দিল । তোমরা শুনিয়া আশ্চৰ্গা হক্টবে যে, মাত্র ত্রিশটি টাকা পাইয়। সে এমন বিশ্বাসঘাতকতার কাজ করিয়াছিল। শত্রদল তাকাকে ধরিয়া লইয়া স্ট্রীহুদীদের ধৰ্ম্মসম্পর্কিত বিচরালয়ে উপস্থিত করিল। বিচারে যীশুর প্রতি প্রাণদণ্ডের আদেশ হইল। পরের দিন ভোরের বেলা তাহারা যীশুকে রোমীয় শাসনকর্তা পিলেটের নিকট উপস্থিত করিল। রোমের প্রতিনিধি শাসনকৰ্ত্তার আদেশব্যতীত যীশুর শত্রুপক্ষীয় পুরোহিতদের কাহারও প্রাণদণ্ডাজ্ঞা দিবার অধিকার ছিল না। রোমের শাসনকর্তা র্যীশুকে জানিতেন। জানিতেন যীশু ধাৰ্ম্মিক মহাপুরুষ। এমন ধাৰ্ম্মিক মহাপুরুষকে - -l কেমন করিয়া সাজা দিবেন। সে কি বিচার হইবে ? কিন্তু উত্তেজিত বিদ্রোহীদল বলিল, তুমি যদি এই ধৰ্ম্মদ্রোহীকে প্রণদণ্ডে দণ্ডিত না কর, তাহা হইলে আমরা সম্রাট সিজারের নিকট তোমার বিরুদ্ধে অভিযোগ করিব। কাজেই প্রসন্ন মনে –নিজের ইচ্ছার বিরুদ্ধে রোমীয় শাসনকৰ্ত্তা পিলেট্‌ গীশুর প্রাণদণ্ডের আদেশ দিলেন । ধৰ্ম্মান্ধ হত, ভাগ্যগণ মহাপ্ৰাণ ধীশুর প্রতি এ সময়ে যে --- -- t যুক্ত বাক্তির জীলন দান অত্যাচার করিল সে-কথা স্মরণ করিলে চোখে জল আসে। তাহারা ঠাখার মাথায় পরাহুল কাটার মুকুট, গায়ে পরাইয়ু দিল কয়েদীর পোষাক আর চাবুক মারিতে মারিতে তাঙ্গার সারাদেহ রক্তে রাঙ্গা করিয়া দিল আর বিদ্রুপ করিয়া বলিতে লাগিল -এই যে য়াহুদীদের রাজা যাইতেছেন। নিষ্ঠুর ধৰ্ম্মান্ধগণ এই ভাবে তাঙ্গকে এক পাহাড়ের উপর লক্টয়া গেল এবং সেখানে ক্রুশকাঠে বিদ্ধ করিয়া বধ করিল। মহাত্মা শীগু নিদারুণ যন্ত্রণায় বাৰ্থিত হইয়াও মৃত্যুকালে ঐ সব হতভাগাদিগকে সম্বোধন করিয়া বলিয়াছিলেন---ঈশ্বর, ইহারা জানে না কি অপরাধ করিল! প্ৰভু! তুমি ইচ্ছাদিগকে ক্ষমা করিও। বল দেখি, এমন মহত্ত্ব কয়জন দেখাইতে পারে ? যীশুর প্রিয় ভক্তসম্প্রদায় তাছার প্রতি এই অন্যায় অবিচারে একান্ত দুঃখিত হইয়া পড়িয়াছিল। তাহার রোমীয় শাসনকৰ্ত্তার নিকট র্তাহার মৃতদেহ RY. o ‘”烟° ...聚