পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f_அஆ.கான் ভাল করিয়া মঙ্গলের নানাস্থানের তাপগ্রুম মাপিতে পারিবেন। কয়েক বৎসর খরিয়া বৈজ্ঞানিকেরা এক বিষম ধাধায় পড়িয়াছিলেন। গ্রীষ্মকালে মঙ্গলের মরুস্থিত বরফ গলিতে আরম্ভ করিলে ইহার যাহা তাপত্রম হওয়া উচিত, বৈজ্ঞানিকেরা গণনা করিয়া তাহার চেয়ে অনেক কম তাপক্ষম পাইতে লাগিলেন। কোথায় যে ভুল হইতেছে,তাহ1র্তাহারা বহুদিন পর্য্যন্ত ধরিতে পারিলেন না। অবশেষে ডাঃ কবলেন্টস ভুলটা ধরিয়া স্বন্দর মীমাংসা করিয়া দিয়াছেন। মেরুস্থিত বরফখণ্ডের রশ্মিবিকিরণ শক্তি (Radiation) অল্প বলিয়াই সেখান হইতে যে কিরণগুলি আমাদের নিকট পৌছায়, তাহাদের সংখ্যা অনেক কমিয়া যায়। সেজন্যই পূৰ্ব্বেকার গণনানুসারে তাপত্রম অনেক কম বলিয়াই বোধ হয়। ডাঃ কবলেন্টস এই গণনার সংশোধন করিয়া মেরু প্রদেশের তাপত্রুমের যে মাপ দিয়াছেন তাহা ঠিক বলিয়াই মনে হয় । আগেই লিখিয়াছি যে, ডাঃ কবলেণ্টসের মতে মেরুপ্রদেশে গ্রীষ্মকালের দ্বিপ্রহরবেলায় তাপত্রুম ১৫° হইতে ৫ •° ফােরনহাইট পৰ্য্যস্ত” উঠে এবং শীতকালে মধ্যাহ্নে—১০° হইতে— ৪৯° ফারনহাইট পৰ্য্যস্ত নামে । কয়েক বৎসর জ্যোতিবির্বদেরা মঙ্গলকে যত ঠাণ্ডা মনে করিতেন, এখনকার বৈজ্ঞানিকদের মতে তাহার চেয়ে মঙ্গল যথেষ্ট বেশী গরম। আমরা এখন জানিতে পারিলাম যে, মঙ্গলে বায়ুমণ্ডল, জল, বরফ, জলীয় বাষ্প, আমজান উদ্ভিদ ইত্যাদি আছে। আধুনিক մ ԳԱ ৰৈজ্ঞানিকদের পরীক্ষার ফলে ইহাও জান৷ গিয়াছে যে, মঙ্গলের জ্ঞাপক্রম ( Temperature) জীবজন্তুর বাসের উপৰোগী । মেঘ, কুয়াশা ও বায়ুমণ্ডলে জলীয় বাষ্প আছে বলিয়াই মঙ্গলের উপরিভাগ বেশী ঠাগু হইতে পারে না। আগেই বলিয়াছি যে, মঙ্গলের বায়ুমণ্ডলের চাপ পৃথিবীর বায়ুমণ্ডলের চাপের পাঁচ ভাগের এক ভাগ। মঙ্গলের উপরিতলে তাপত্রুম যখন ৬•• সেন্টিগ্রেড হয় তখন জল ফুটিয়া বাষ্প হইয় উড়িয়া যায়। আমেরিকার আগুেস্(Andes) পৰ্ব্বতের উপর এবং হিমালয় ও তিব্বতের এমন স্থলে মানুষ বাস করে, যেখানে বায়ুর-চাপ অৰ্দ্ধেক হইয়া যায়। মানুষও বেলুনে এত উচ্চে উঠিয়াছে যে, সেখানকার বায়ুর চাপ নীচেকার চাপের তিনভাগের একভাগ মাত্র। ইহা এমন কিছু আশ্চর্য্যের কথা নয় যে, কোন কোন জীব স্বভাবগুণে এমন স্থানেও থাকিতে পারে, যেখানকার বায়ুর চাপ আমাদের বায়ুমণ্ডলের চাপের এক-চতুর্থাংশ কি এক-পঞ্চমাংশ । ইহাতে সন্দেহ নাই যে মঙ্গলের বর্তমান অবস্থা অনেকাংশে জীবজন্তদের বাসের উপযোগী। কিন্তু সেখানে কোনও প্রাণী সত্যসত্যই বাস করে কি না, তাতার অকাট্য প্রমাণ এখনও পাওয়া যায় নাই। মঙ্গলে কাৰ্ব্বনডাই-অক্সাইড গ্যাস আছে কি না, তাহারও স্পষ্ট প্রমাণ পাওয়া যায় নাই। উদ্ভিদের বাচিবার জন্য এই গ্যাসটির বিশেষ আবশ্যক। মঙ্গলে যখন গাছপালা জন্মায়, তখন মনে হয়, মঙ্গলে এই গ্যাসটিও পাওয়া যায়।

  • →*棒