পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- =ttes-lès সমাধি দেওয়ার জন্ত অনুমতি চাছিল। শাসনকৰ্ত্তা অনুমতি দিলে তাহার প্রিয়ু সঙ্গিগণ সেই পবিত্রদেহ এক উদ্যানমধ্যে সমাধিস্থ করিয়া, কবরের মুখে পাথর চাপ দিল । তারপর তাহারা সকলে কাদিতে কাদিতে ঘরে ফিরিল । পুরোহিতদের কথায় পিলেট সেখানে পাহারা বসাইয়াছিলেন। তিন দিন পরে এক অলৌকিক ঘটনা ঘটিল । সেদিন প্রভাতে যীশু কবর ইষ্টতে পুনরন্থান করিলেন । তপন ভয়ানক ভূমিকম্প হইছিল । ক্রুশবিদ্ধ যীশু সন্ধার সময় যীশুর পধান ভক্তগণ ও শিষ্যগণ জেব জেলেমের একটি গৃহে বসিয়াছিলেন । ধৰ্ম্মান্ধ স্ত্রীভুদীদের ভযে তাহারা সকলে দরজা বন্ধ করিয়া দিয়াছিলেন। এমন সময় দিবা জ্যোতিঃতে চারিদিক আলোকিত করিয়া দেহধারী যীশু সেখানে উপস্থিত হইলেন এবং ঠাহাদিগকে সম্বোধন করিয়া বলিলেন — তোমাদের শাস্তি হউক, ভয় করিও না, আমি আবার ফিরিয়া আসিয়াছি । ভক্তবৃন্দ আনন্দে উচ্ছসিত হইয়া উঠিলেন। গীশু তাহাদিগকে বলিলেন—আমার পিতা, আমার ঈশ্বর তোমাদের কাছে যে বাণী দিয়া প্রেরণ করিয়াছেন, আমি তাহা বলিতে আসিয়াছি। শিষ্যেরা নিউয়ে - 8 * > মীশুর সে সমুদয় উপদেশ শুনিয়া পরে তাছাদের স্মৃতি হইতে তাহ লিখিয়া লইয়াছিল। যীশুর এই আবির্ভাবকে খুষ্টানরা পুনৰ্কথান বলেন । তারপর দলে দলে লোক দেশে দেশে যীশুর সেই পুণ্য বাণী প্রচার করিতে লাগিল । পুনরুগান অত্যাচার, অবিচার, লাঞ্ছনা, গঞ্জন ও মৃত্যুকে তাহাদের পলে পলে বরণ করিতে হইয়াছিল, তবু তাeার সন্তাপথ হইতে বিচলিত হয় নাই। পুষ্টধৰ্ম্মের ইতিহাসে এমন শত শত তাগের মহৎ দুষ্টান্ত রহিয়া গিয়াছে, যাহারা ধৰ্ম্মের জন্য প্রাণ দিতে এতটুকু বিচলিত হয় নাই । এইরূপ অত্যাচার ও নিৰ্য্যাতনের ভিতর দিয়া দেশে দেশে এই প্রেমের ধৰ্ম্ম প্রচারিত হইয়াছিল। যীশু পৃথিবীতে এক নবযুগ রচনা করিয়া গিয়াছেন। প্রত্যেক খৃষ্টান একথা বিশ্বাস করেন। গীশু প্রত্যেকটি কাৰ্য্যে, প্রত্যেকটি আচরণে র্তাহাদের অস্তরে থাকিয়া সৎপথে পরিচালনা করিয়া আলিতেছেন। - ---