পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/২২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈজ্ঞানিকের বলেন, ছয় মাইল উচ্চ পৰ্য্যন্ত বাতাসের উত্তাপ ক্রমশঃই কমিতে কমিতে বরফের বহু ডিগ্রি নিম্নে চলিয়া যায়। পরে আরও পনের মাইলে নাকি

  • || -

নল দিয়া নীচের তলা হইতে উপরে গরম বাতাস চালাইয়া বাড়ী গরম করা হইতেছে কিছু পরিবর্তন পাওয়া যায় না। পরে উত্তাপের - ক্রমশঃই পুস্কি হইতে থাকে। ছয় মাইল উপরে মেঘ পাওয়৷ যায় না। অতি উচ্চে অবস্থিত উত্তপ্ত বায়ুস্তরে নক্ষত্রপি গুগুলি প্রবেশ করিলে জলিয়া উঠে । সেই জলস্ত পিওকে আমব। উল্কাপিণ্ড বলি । বাতাসের ভিতর দিয়া আমরা তিন রকমের উত্তাপ পাই । এক পাট গবম বাতাস উদ্ধে উখিত হওয়ার ফলে, উত্তাপ নিম্ন হইতে উদ্ধে সঞ্চারিত হয়। শীতের দেশে, নীচের তলায় কোন ৪ ঘরে আগুন জালাইয়া, মেঝে ও প্রাচীবের ভিতর দিয়া নল চালাইয়। এইরূপভাবে দোতলা ও তেতলা বাড়ীগুলি গরম রাখা হয়। দ্বিতীয় উপায়ে পাই, উত্তপ্ত বাম্বুকণা-তৎসংলগ্ন অন্ত বায়ুকণায় হুর্য্যের তাপ চারিদিকে সরলরেখায় প্রবাহিত হইতেছে ऍEखां* *दाश्डि कब्रिtन । देश कगाम्र क५iघ्र সংস্পর্শে হয় । তৃতীয় পাই, উত্তাপের নিজস্ব গতির ফলে। ইহা সরল রেপায় চলে ও ইহার প্রবাহের জন্য কোনও পদার্থকণার আবশ্যক করে না। বিশাল শূন্তে স্বর্ষোর উত্তাপ এই প্রকারেই প্রবাহিত হয়। —