পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

করাও। এখন দেখিবে , বাহির হইতে খানিকটা পারদ এই নলটির ভিতর উঠিয়া পড়িবে। নলটির অক্সিজেন ঐ রাসায়নিক দ্রব্যগুলির সহিত সংযুক্ত হওয়ায় ভিতরের চাপ কম হয় ও সেই কারণে বাছির হইতে পারদ ভিতরে প্রবেশ করে। পারদ ভিতরে আসায়, এখন নলের ভিতর পূর্ব আয়তনের মাত্র চার-পঞ্চমাংশ বায়বীয় পদার্থ রক্রিয়াছে, দেখা যায়। ইহা নাইটোজেন। এই পরীক্ষায় তোমরা দেপিলে, বাতাসে মোটামুটি চার পঞ্চমাংশ নাটটোজেন ও এক পঞ্চমাংশ অক্সিজেন আছে । কেমন, পরীক্ষা গুলি কৌতুহল উদ্দীপক নহে কি ? ব দু ইয়া রসায়নশাস্ত্র-পাঠে তোমরা এই বিষয়ে ও বহুবিধ বিষয়ে অনেক কথা শিপিতে পরিবে । পিজ্ঞান পরীক্ষাব উপর প্রতিষ্ঠিত, ইহ জানিয়া লণ্ড । পাঁচ ছয় মাইল পৰ" বাতাসে নিম্নলিপিত বায়বীয়ু পদার্থসমই, প্রায়ু নিম্নলিপি ৩ শতকরা পরিমাণে পাওয়া যায় – নাইটে,াজেন ৭৭%, মক্সিজেন ২ -৭, আগন ০-৯, কাৰ্ব্বন ডাক্ট-অক্সাইড ••৩, জলীয় বাষ্প, ২ ও বাকীটুকু হিলিয়ুম ইত্যাদি অন্যান্য গ্যাস । ইহা একটি মোটামুটি হিসাব। জলীয় বাম্পের পরিমানে সৰ্ব্বদ’ই পরিলক্তিন ঘটিতেছে । আরও উদ্ধে অক্সিজেনের পরিমাণ কমিতে ও ওজোন, হিলিয়ম ও হাইড্রোজেনের গরিমাণ বাড়িতে থাকে। অমিশিত অক্সিজেনে দহি-পদার্থের দাই ভীষণ দ্রুতবেগে হয়। হুইবারই কথা। যদি বায়ু সহসা অমিশ্রিত অক্সিজেন হইয়া যায়, তাহা হক্টলে অতি দ্রুতবেগে আমাদের জীবলীলা সাঙ্গ হইয়া যাইবে, ক্ষুদ্রতম অগ্নিকণিকায় সমস্ত পুড়িয়া ছাই হইয়া লাইবে । তাই বায়ু আমাদের পরম ভাগো কেবলই অক্সিজেন নহে । জলে বাতাস কিছু পরিমাণে দ্রবীভূত হইয়া থাকায় জলচর প্রাণীরাও জলের ভিতর তাছাদের প্রয়োজনমত বাতাস পায়। গাছপালাও নিশ্বাসের জন্ত অক্সিজেন গ্রহণ করে। আজকাল ডুবুরিয়া যাহাতে জলে বেশীক্ষণ কাজ করিতে পারে, সেইজন্ত নিশ্বাসপ্রশ্বাসের সৌকর্যার্থে অক্সিজেনের থলি তাছাদের পোষাকের ভিতর লইয়া যায়। উচ্চে বায়ু কাল্কাভাবে থাকায় ও 4țeith ffea

  • rাসেব পৰিমাণ

অমিশিত অক্সিজেনের গুণ निवाtनग्न सम्न অক্সিজেন w~- © গণকযু


নিশ্বাসে প্রচুর পরিমাণে বায়ুর প্রয়োজন হয় বলিয়া অতি উচ্চ পৰ্ব্বত মারোহণকারীর সঙ্গে অক্সিজেন ! न्"... o পৰ্ব্বত আরোহণকারীর সঙ্গে অক্সিজেন লইয়া যায়ু লঙ্কয়া যায় । ডুব-নৌকায় (submarine) o পরিমাণে এমন রাসায়নিক পদার্থ লওয়া হয় যাহাতে ক্রমান্বয়ে অক্সিজেন জন্মিতে ও কাৰ্ব্বন-ডাই-অক্সাইড ংস হইতে পারে । - ডুবুরিদের শরীরের ভিতর অক্সিজেন পুর্ণ থলি থাকে অক্সিজেন আমাদের জীবনস্বরূপ। আমরা খাদ্যাখাদ্যে এত বাছবিচার করি, মন্দ জিনিষ বিষবৎ পরিত্যাগ করি, কিন্তু খাদ্যের যাহা শিরোমণি,সেই বাতাসের পবিত্রত। ন্ধে আমরা কেন না সৰ্ব্বদা সচেষ্ট থাকি ? विकूठ वायू