পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/২৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধুযা ( 1"|| ||s-- ধন-পান্তে-পুষ্পেভরা আমাদের এই বস্তুঙ্গর তারি মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা । সে যে স্বপ্ন দিয়ে তৈরী, সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুজে পাবে না কে তুমি, সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি। সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূৰ্য্য গ্রহ তারা কোথায় উজল এমন ধারা, কোপায় এমন গেলে তড়িৎ এমন কালো মেঘে, সেখা পাখীল ডাকে ঘুমিয়ে, উঠি পাখীর ডাকে জেগে । (१ग्ना) এমন স্নিগ্ধ নদী কাহাব, কোথায় এমন ধম পাহাড়, কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ-তলে মেশে, এমন ধানের উপর ঢেউ পেলে যায বাতাস কাচার দেশে । (ধুয়া) পুষ্পে পুষ্পে ভরা শাখী, কুঞ্জে কুঞ্জে গাতে পাখী, গুঞ্জরিয়া আসে আলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে । (ধুয়া) ভায়ের মায়ের এমন স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওম তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম, যেন এই দেশেতেই মরি। (शूद्मl) As