পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/২৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- সহরে পথঘাট অপরিস্কার ও অপরিচ্ছন্ন । লাসা (Lhassa) তিব্বতীয়দের কাছেই শুধু নহে, সমুদয় বৌদ্ধ জগতের লোকের কাছেই তীর্থস্থান বলিয়া, পরিচিত। তাছাদের কাছে লাসা— দেবতাদের বাসভূমি। সকরের চারিদিক ঘিরিয়া খুব পুরাণে গাছের সারি, প্রাচীৰের মত সিরিয়া আছে । গাছের আড়াল দিয়া দূর হইতেই সাদা সাদ উচু উচু বাড়ীগুলি চোখে পড়ে। মঠ ও বিষ্কারের চুড়। অতি সুন্দর দেখায়। বুদ্ধল (Budha I.a) বা বুদ্ধের পাহাড়ের উপর দাগাষ্ট লামার বিখ্যাত পোটাল প্রাসাদ অবস্থিত। লীলা সছরের বাড়ী ঘরগুলি চার পাচ তলা চু। প্রায় সকল বাড়ীই সাদা চূণকাম করা । জানালাগুলি লাল রঙে রঙাইয়া দেয় । বাহির হইতে বাড়ী ঘরগুলি বেশ স্বনার দেখায়। কিন্তু ভিতরের ঘরগুলি নোংরা ও আবর্জনাপূর্ণ এবং বাসন কোসনে ভর থাকে । লালা তেমন বড় সঙ্কর নয় । বড় জোর চাবিদিক ঘিরিয়া চার পাচ মাইল হইতে পারে। সহরের বড় রাস্তাটি বেশ চওড়া এবং অনেকটা পরিস্বার পরিচ্ছন্ন। কিন্তু গলিখুঁজি গুলি অত্যন্ত নোংরা ঐ সব পথে চলিতে ঘুণ বোধ হয়। এখানকার বেশীর ভাগ বাড়ীই ইট ও পাথরে গড়। কতক কতক মাটি দিয়াও তৈয়ারী হয়, কিন্তু বাহিরে এমন করিয়া চুণের প্রলেপ দেওয়া হয় যে মাটি কি ইট-পাথরে গড, তাহা বুঝিবার যে থাকে না। লাসা সহরে প্রায় তিন চারি শত বৌদ্ধ বিহার আছে । সে সকলের মধ্যে সাঙ্গ থাঙ্গ (Tsang khang) নামক প্রধান বৌদ্ধ মন্দির দেখিবার --


मात्र भIत्र-भनिम्न প্রায়ু সমুদয় মঠেই নানা শ্রেণীর দেবদেবীর বটে। এই মন্দিরের মধ্যে বুদ্ধদেবের এক অতি বুচদাকার মুক্তি আছে। কথিত আছে যে এই মৃষ্টিটি বুদ্ধদেবের জীবিতকালে মগধে নিৰ্ম্মিত হইয়াছিল। তিব্বতীয়েরা এই মূৰ্ত্তির নাম দিয়াছে যোকেরি শ্লোকৃ—সোজা কথায় মোকে । এই মুষ্টিটি সোনা ৰূপা, দস্তা, লোণ, তামা, ক্ষীরা, পদ্মরাগ, মুক্ত। ইন্দ্রনীল প্রভৃতি মূল্যবান মণি দিয়া প্রস্থত। লাসায়ু মুষ্টি ও দেখিতে পাওয়া যায়ু । তিব্ব তীয়ের চতুর-চালাক, সাহসী ও পরিশ্রমী । न:5-*[1-भ 3 আমোদ প্রমোদী প্রায়ু । ইহারা দালাই লামার রাজপ্রাসাদ- পোটালা—লাসা দেখিতে লেটে। পরিষ্কার পরিচ্ছন্ন পাকা: ইকাদের কুষ্টিতে লেখে নাই। ইহারা মাথার চল না কামইয়া পিঠের দিকে বেণী ঝুলাইরা রাগে । পুরুষ-; দের চেয়ে মেয়েরা পেশী পরিশ্রমী। চাষবাস পর গৃহস্থালী সব ইছাদের ছাতে। - তিব্বতীয়দের শাসন বিধান, সম্বন্ধে দুই একটি কথা বলিতেছি । চোর যে মূল্যের জিনিষ চুরি করে, তাহার সাত গুণ পরিমাণ দণ্ড দিতে হয়। এক টাকা চুরি করিলে সাত টাকা দিবার রীতি। তেরো বছরের ছেলে-মেয়েরা কোন অপরাধ Վ Տ Տ ভিকবভ ----------------------- ※ নেপালীদের দোকানের সংখ্যাও বড় কম নাই। !

  • t