পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/২৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশু-ভারতী ++++++ উপকার করিতে পারি, সে মে মামার পরম সৌভাগ্যের বিষয়। আমব অস্থিদ্বাব৷ যদি আপনাদের কল্যাণ হয়, তবে তাহাই হউক । এইরূপ বলিয়। দধীচি মুনি যোগাসনে বসিয়া যোগের সাহায্যে দেহত্যাগ কবিলেন। তাহাব মৃত্যুতে চাবিদিকে আনন্দধ্বনি জাগি উঠিল। দেবতারা সেই পবিত্র দেহের উপব পুষ্পবৃষ্টি করিতে লাগিলেন। এইভাবে পুণ্যবান ঋমি দেহত্যাগ করিলে পৰ উiহার অস্থি দ্বার বজ্ৰ নিৰ্ম্মিত হইল। ইন্দ্র সেই বজ্ৰ হস্তে করিষ। দেব-সৈন্যদের সহিত রত্রাস্ববেব বিরুদ্ধে যুদ্ধ কfরজে চলিলেন । cनवडा eभशप्द्र उँौषन पूक श्रेन । ब्रजाश्त्र দেবতাদের সহিত যুদ্ধে পরাজিত ও নিহত হইল। দধীচির প্রাণদানের ফলে দেবতারা আবার স্বর্গরাজ্যে প্রতিষ্ঠিত হইলেন। পরের উপকারে দধীচির এই যে প্রাণদান, এই যে আত্মত্যাগ, তাহ ভারতের পৌরাণিক যুগের কাহিনীকে উজ্জল করিয়া রাখিয়াছে। দধীচি দেবতাদের কল্যাণে প্রাণদান করিয়া পৃথিবীর মাহুবকে ত্যাগের ভিতর দিয়া দেবতা করিবার সরল স্বন্দর এই এক মহৎ আদর্শ দেখাইয়া অমর श्रेग्रा व्रक्ष्ब्रिाप्झन । অকৃতজ্ঞ পুত্র ( জাতকের গল্প ) ব্ৰহ্মদ ও যখন কাশীতে বাজ করছিলেন, এ ং'চ্ছে সেই সময়েৰ কথা। তখন কাশীর কাছেই এক গ্রামে বশিষ্ঠক ল’লে একটি লোক থাকৃত । সে ছিল তার বাপমায়েই একমাত্র ছেলে। বুডো বাপ-মাকে সেই দেখত। কিছুদিন বাদে তার মা মাবা গেলেন। বেঁচে রইলেন শুধু বুড়ো বাপ । বশিষ্ঠকের স্ত্রী কিছু বুডো বাপকে একেবারে দেখতে পরিতু না! প্রায়ই বশিষ্টকের কাছে তাৰ বাপের নামে নানা রকম মিথো নালিশ করত আব বলত “দেখ, এ তে বুড়ো হয়ে গিয়েছে, অনেক রকম বোগেও ধরেছে। কিছুতেই আর বেশী দিন নাচবে না। তবে আমবা এই বোঝা ব’য়ে মিছে কেন আiব কষ্ট কবি ? তার চেয়ে তুমি একে মেরে ফেল,—সব রকমে হুবিধা হবে। নইলে সারাক্ষণ বুড়ো শুধু বসে বসে থাবে, বুঝলে ত " (চিত্র—১) এই একই কথা শুনতে শুনতে শেষে বশিষ্ঠকেরও মনে হতে লাগল, “তাইতে, এ তো মন্দ কথা নয়।" সে একদিন স্থাৰ কথার উত্তরে বলল, “দেখ, বলছ মা সে তো ভাল কথা ! কিন্তু একটা মানুষকে মেরে ফেলা ত সহজ নয় । সে কি ক'রে হবে ?" তাৰ স্ত্রী বললে “ গছ, উপায় আমি বলে দিচ্ছি! তোমার বাপ তো কাণে শোনেন না । ՀoՀՆ র্তাব সামনে যেয়ে সবাই যাতে শুনতে পায় এমনি জোরে চেচিয়ে বল যে, তাব কাছ থেকে একজন যে টাকা ধার নিয়েছিল, তা সে কিছুতেই দিচ্ছে চিত্র ১–বুড়ে। শুধু বসে বসে খায় না, তাই তাকেও সঙ্গে যেতে হবে । পরদিন ভোবে উঠে দুজন মিলে গাড়ীতে চলে যাবে। শ্মশানে গিয়ে তোমার বাপকে মেরে মাটিতে পুতে -来