পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/২৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

τyυφτσνταεΞ -- দূরবীনের চেয়ে বড় ও উৎকৃষ্ট । সেজঙ্ক তিনি মঙ্গলের পিঠ অারও স্পষ্ট করিয়া দেখিতে এবং তার ও ভাল করিয়া পরীক্ষা করিতে পরিযাছিলেন। লাওয়েলের দুর বীনের ব্যাস ১৪ ইঞ্চ, এবং আন্তনিয়াদির দূরবীনের ব্যাস ৩১ ইঞ্চ ছিল । আপাপক প্রফেসার ই, বার্ণার্ড বাণার্ড যে দুরবীন ব্যবহার করিয়াছিলেন তাহার ব্যাস ৪০ ইঞ্চ ছিল। আজকাল জ্যোতিবির্বদেরা আবও বড় বড় দূরবীন ব্যবহার করেন—ইহাদের মধ্যে একটির বাস ১০০ ইঞ্চ, । আধুনিক ৰৈজ্ঞানিকদের মত এই যে, যদিও খালগুলি অবিচ্ছিন্ন সরল রেখার মত দেখায়, তবুও নিশ্চয় করিয়া বলিতে পারা যায় না, এই গুলি সত্য সত্যই অবিচ্ছিন্ন কি না—কারণ অনেকগুলি ছোট ছোট দাগ কাছাকাছি থাকিলে দূর হইতে


سسه ماهه

g aيا অনেকটা অবিচ্ছিন্ন সরল রেখার মত দেখায। আন্তনিয়াদি সাহেবের মত যে সত্য, তাহাও বলা যায় না । সেজন্য এই খালগুলি কৃত্রিম, কি অকৃত্রিম সে বিষয়ে নিশ্চয় করিয়া উইলসন পৰ্ব্বতের উপর মান মন্দির এখনও কিছু বলা যায় না। আশা কর। যায় যে, দুরবীন ও সোটোগ্রাফির আরও উন্নতি হইলে এ বিষয়ে নিষ্পত্তি করা সম্ভব হইবে । -