পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/২৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

عدم جrجة -ويعمحf ، অবশ্য, মঙ্গলের জলবায়ু ও তাপত্রুম ষে জীবজন্তুবাসের উপযোগী, সে বিষয়ে এখন আর কোনই সন্দেহ নাই । কিন্তু বস্তুতঃ সেখানে কোনও জীব কিংবা কোনও বুদ্ধিমান প্রাণী বাস করে কি না, সে বিষয়ে নিশ্চয় কবিয়া এখনও কিছু বলা কঠিন । এই জন্য কোন কোন বৈজ্ঞানিক চিন্ত করিতেছেন যদি কোন উপায় থাকে যাততে পৃথিবীর মানুষ মঙ্গলের কাছাকাছি গিয়া জানিতে পারে সেগানে সত্য সত্যই কোন বুদ্ধিমান প্রাণী বাস করে কি না, বা পুথিবীর মত সেদেশে নগর-নগরী সৌধমালা আছে কি না। আমেরিকার ক্লার্ক বিশ্ববিদ্যালয়ে (Clark University ) "two-foot: অধ্যাপক গডার্ড (Goddard) সাহেব চাদে একটি দ্রুতগামী রকেট (rocket) পাঠাইবার মনস্থ করিয়াছেন। সম্প্রতি বৈজ্ঞানিক রানডলফ (Randolph) সাহেব পুথিবীর মানুষ যাতাতে মঙ্গলেব অতি নিকটে গিয়া ও মঙ্গলকে পরীক্ষা করিয়া আবার ফিরিয়া অভ্যাসিতে পারে, তাহার এক অভিনব সুন্দর উপায় স্থিব করিয়াছেন । রানডলফ সাহেব বলেন যে, এক অতি দ্রুতগামী রকেট তৈয়ার করিতে হইবে । o এমন কৌশলে এই রকেট নিৰ্ম্মিত হইলে যাহাতে শূন্যেও ইহার গতির বেগ ও মুখ অতি সহজেই বদলাইতে পারা যাইলে । খুব বেশি চাপের দ্বারা কতকগুলি গ্যাস (Ga৪) তরল করিয়া রকেটের এক শক্ত ইস্পাতের কামরার মধ্যে রাখিতে হইবে । তাপ যাচার মধা দিয়া যাইতে পারে না, এইরূপ কোন পদার্থ দ্বারা ইস্পাতের কামরার চারিধার মুড়িয়া রাখিতে হইবে । ইচ্ছামত যে কোন দিকে কম বেশি যে কোন পরিমাণে গ্যাস বাহির করিবার উপায় রাখিতে হইবে । ধর, তোমার _ w 8Եr রকেটটি পূর্ব দিকে ছুটিতেছে এবং তুমি ইহার বেগ কিছু কমাইতে চাও। তুমি পুৰ্বিদিকে একটু গাস বাছির করিয়া দাও। গ্যাস পুৰ্ব্বদিকে বাহির হইবার . সময় রকেটের উপর পশ্চিম-মুখো এক ধাৰণ দিয়া যাইবে । ইহাতে রকেটের পূর্ববদিকের গতির বেগ কিছু কমিয়া যাইবে । তুমি যদি পূর্বদিকে অনেকটা গ্যাস বাহির রানডলফ সাহেবের কল্পিত মঙ্গলের রকেট করিয়া দাও, তাঙ্গ হইলে হইতে তুমি রকেটের ফিরাষ্টতে পরিবে । এই রকেটটিকে এত বড় তৈরীর করিতে হইবে যাহাতে দুই তিনজন যাত্রী থাকিবার বন্দোবস্ত হইতে পারে, এবং হুই বৎসরের জন্য জল রসদ ও নিঃশ্বাস লইবার আমজানের ব্যবস্থা থাকিতে পারে । পুথিবী যাহাতে নিজের অাকর্ষণ শক্তি দিয়া রকেটটিকে আর টানির রাখিতে না পারে, সেজন্য রকেটটিকে পূৰ্ব্বদিক গতি পশ্চিমদিকে ---