পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/২৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

回上 - +++++ উদ্ভিলেক্স লেক্ষহ গষ্টল

  • T* (Phosphorous acid)—bfooto wo ও বলশালী হইতে হইলে এই উপাদানের বিশেষ cथrब्रांछन ।
  • R* (Potassium)—essow; onkota ইহা বিশেষ কার্যকরী। ফল ও মূলের জন্য ইহা খুবই সারবান।

উপরিউক্ত তিনটি উপাদান ছাড়া গাছের খাদ্যের জন্য কখনও কখনও জমিতে চূণ প্রয়োগ করিতে হয়। ইহাও উদ্ভিদের পক্ষে উপকারী। ইহার প্রভাবে মাটিতে বৰ্ত্তমান জৈবিক পদার্থগুলি সহজে পচিয়া যায়। অন্নযুক্ত মাটিতে ইছার প্রয়োগ একান্ত দরকার। মাটিতে যে সকল কাঁটাপু বৰ্ত্তমান থাকিয়া উদ্ভিদের খাদ্যদ্রব্য প্রস্তুত করে, সেই সকল কীটাৰ্ণ অম্লযুক্ত জমিতে উত্তমরূপে কাৰ্য্য করিতে পারে ন। বাসস্থান, অভ্যাস, রুচি খাদ্য, প্রভৃতি বিষয়ে উদ্ভিদেরা অনেকটা আমাদের মত। বিভিন্ন প্রকাবের উদ্ভিদের বিভিন্ন রকমের বাসস্থান, আবহাওয়া, পাষ্ঠ প্রভৃতির দরকার হয় অর্থাৎ একই স্থানে একই জমিতে সকল প্রকার উদ্ভিদ বৰ্দ্ধিত হইতে পারে না। আমাদের মধ্যে শীতপ্রধান দেশের লোকদিগকে যদি গ্রীষ্ম প্রধান দেশে আসিয়া থাকিতে হয়, তাহ হইলে তাহাবা সাধারণত: কষ ও দুৰ্ব্বল হইয়া পড়ে, সেইরূপ শীতপ্রধান দেশের উদ্ভিদ গ্রীষ্মপ্রধান দেশে সম্পূর্ণ পুষ্টিলাভ করিতে পারে না। আবার ঠিক আমাদের মত উদ্ভিদের মধ্যে বড় লোক ও গরীব লোক অাছে। আমাদের কোন বড়লোকের ছেলেকে যদি বাধ্য হুইয়। তাহার প্রাসাদের ও প্রচুর আহাৰ্যোর পরিবর্তে দরিদ্রের ঘরে বাস করিয়া দরিদ্রের মত ডাল ভাত খাইতে হয়, স্বভাবতঃই তাহার নিস্তেজ হইয়া যাইবার সম্ভাবনা থাকে। সেইরূপ কোনও কোনও উদ্ভিদের জন্য তাহার বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া ও মাটিতে প্রচুর পরিমাণে থাঙ্কের উপাদান থাকা প্রয়োজন। উহার পরিবর্তে উহাদিগকে যদি জঙ্গল স্থানে ও “দরিদ্র” মাটিতে বাস করিতে হয়, উহার


-++-ല

সবল ও সুস্থ থাকে না । ইহা তোমরা জান যে, ভিন্ন उिद्र शङ्क८ङ डिझ उिद्र डेढिप्नद्र खग्र व्ग्र ७ प्लेशद्र। সেই ঋতুতেই কেবল পুষ্ট ও বদ্ধিত হইতে পারে বৎসরের সকল সময়েই ধান বা পাট উৎপন্ন করা যাইতে পারে না। কিন্তু ঈশ্বরের অনুগ্ৰছে প্রাণীদিগের উপকারের জন্ত সকল প্রকার জমি, আবহাওয়া ইত্যাদির উপযোগী বিভিন্ন প্রকার উত্ত্বিদের সষ্টি হইয়াছে। এখন তোমাদিগকে নিম্নলিখিত বিষয়গুলি মনে রাথিতে বলি ১ । উদ্ভিদের প্রাণ মাছে ; আমাদের স্থায়ই উহাদের নি:শ্বাস-প্রশ্বাস ও খাদ্যের প্রয়োজন হয়। ২ উদ্ভিদের জীবনধারণের জন্য বাতাস, জল ও আগে তাপের) প্রয়োজন । ৩ । উদ্ভিদ মার্টি হইতে যে সকল থাষ্ঠের উপাদান সংগ্রহ করে, তাহার জনা মাটি খুব নরম ও আলগা থাকা ও মাটিতে রসের (জলের) পাচুর্যা থাকা দরকার ৪ । পাতাতেই উদ্ভিদের প্রধান পাপ্ত সূর্যোর আলোকের সাহায্যে প্রস্বত হয়। সেইজনা আওতায় বা ছায়। যুক্ত জায়গায় উহাদের থাপ্ত প্রস্থত করিতে ব্যাঘাত হয়। ৫। শিকড় দিয়াই উদ্ভিদ মাটী হইতে তরল অবস্থায় থাষ্মের উপাদান সংগ্রহ করে । সেইজন্স শিকড়গুলি যাহাতে অক্ষত অবস্থায় থাকে সেই দিকে দৃষ্টি রাখিতে হষ্টৰে । ৬। গ্রীষ্মের দিনে বা মাটী উত্তপ্ত হইলে মাটীতে জল প্রয়োগের প্রয়োজন হয়। ৭। উদ্ভিদেব আকৃতি ও অবস্থা দেখিয়া মাটীতে রাসায়নিক সার প্রয়োগের ব্যবস্থা করিতে হয়। ৮। মাটীতে লবণের অংশ বেশী থাকিলে উদ্ভিদ ও মাটীর রস অধিক লবণাক্ত হইয়া যায় ; উদ্ভিদ প্রয়োজন অনুসারে তাহার অপেক্ষাকৃত তরল রসের স্বারা মাটীর রস দ্রুত গতিতে টানিয়া লইতে পারে না ৯। রাত্রে শ্বাস-প্রশ্বাসের ক্রিয়া অধিক হয় ।