পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/৩০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

प्टयां ब्रह नव ১৯২৫ খৃষ্টাব্দে হেজাজের স্বলতান এলহোনে সিংহাসন ভ্যাগ করিতে বাধ্য হন । সে সময়ে নেজিদের স্বলতান আজিজ ইবন সাউদ হেজিজের সুলতান হইলেন। তাছার রাজধানী হইল রিয়াধ (Riyouh)। ইবন সাউদের অধিকারভুক্ত সব দেশ কয়টিকেই ইউরোপীয় শক্তিসমূহ স্বাধীন দেশ বলিয়া মানিয়া লইয়াছেন। তোমরা আরব্য উপন্যাসের গল্প পড়িয়া থাক । আলাদীনের আশ্চৰ্য্য প্রদীপের কথা, আলিবাবা ও চল্লিশজন দস্থার গল্প প্রায় সকলেই জান। আরব্য ওমানী পুরুষ উপন্যাসের গল্প আবার এক হাজার এক রাত্রির গল্প ( 'The thousand and one nights ) q ostos পরিচিত। আরব্য উপন্যাস আরব সাহিত্যের গৌরব। আজকাল পণ্ডিতেরা আরব্য উপন্যাসের এই গল্পগুলির উৎপত্তির মূল ইতিহাস কোথায়, তাহার অনুসন্ধান করিতে গিয়া জানিতে পারিয়াছেন যে, ইহার অনেক গল্প সংস্থত হইতে পারসিক সাহিত্যে অনুদিত হইয়াছিল, আরবদেশের লোকেরা আবার উহার উপর রং ফলাইয়া আপনাদের ভাষাকে সমৃদ্ধ म*त्रत्रr E*ाझnन - ت * eo করিয়াছে। ইউরোপে আরব উপস্তাপের প্রথম প্রচার ছয় অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে । আৱৰ্য উপন্যাসের ফরাসী অম্বুবাদ করেন আন্টোইন Colofs (Antoin Galland) | >b 8 • থষ্টাব্দে ডাক্তার লেন সাহেব (IDr. R. W. I.ano) ইহার ইংরাজী অনুবাদ প্রকাশ করেন । এই অনুবাদ প্রকাশ কলিবার জন্য ডাক্তার লেন কাইরো সহরের আরব অধিবাসীদের সঙ্গে অনেকদিন কাটাইয়াছিলেন । আরব উপন্যাসের ক্ষষ্টি-ইতিহাস এইরূপ: কোয়ারা ও এলবিনো পুরুষ সেকালে শাহরিয়ার নামে এক স্বলতান ছিলেন, তিনি প্রতিদিন রাত্রিতে এক একটি বিবাহ করিতেন এবং পরের দিন প্রাতঃকালে তাছার প্রাণদও করিতেন । এই ভাবে অনেক মছিগার প্রাণ দিতে হইল। অবশেষে স্থলতানের প্রধান উজীরের কল্প। শাহারজাদীর সহিত সুলতানের বিবাহ হইল। : শাহারজাদা ৰিবাহের রাত্রিতে সুলতানকে একটি " গল্প বলিতে আরম্ভ করিলেন কিন্তু সে রাত্রিতে আর তাই শেষ হইল না । শাহীরজাদী গল্পটি এমন স্থানে আসিয়া ছাড়িয়া দিলেন যে, স্বলতান উহার শেষ পৰ্য্যন্ত শুনিবার জন্ত তাহাকে